1. Question:নিচের কবিতার লাইনগেুলো পর পর সাজিয়ে লেখ: 

    Answer
    উষার দুয়ারে হানি আঘাত 
    আমরা আনিব রাঙা প্রভাত
    আমরা টুটাব তিমির রাত
    বাধার বিন্ধ্যাচল।

    1. Report
  2. Question:ঊষার দুয়ারে কারা আঘাত হানবে? নিচের কবিতাংশটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : 

    Answer
    তরুণরা উষার দুযঅরে আঘাত হানবে।

    1. Report
  3. Question:তিমির রাত বলতে কী বোঝ? নিচের কবিতাংশটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : 

    Answer
    ‘তিমির’ শব্দের অর্থ- অন্ধকার। তিমির রাত বলতে অন্ধকার রাতকে বোঝায়।

    1. Report
  4. Question:রাঙা প্রভাত আনার কথা বলা হয়েছে কেন? নিচের কবিতাংশটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : [passage-30] 

    Answer
    রাঙা প্রভাত সকল অকল্যাণ দূর করে। এ কারণে উষার দুয়ারে আঘাত হেনে রাঙা প্রভাত আনার কথা বলা হয়েছে।

    1. Report
  5. Question:নিচের কবিতার চরণগুলো সাজিয়ে লেখো : 

    Answer
    উষার দুয়ারে হানি আঘাত
    আমরা টুটাব তিমির রাত
    বাধার বিন্ধ্যাচল।

    1. Report
  6. Question:কবিতাংশটুকু কোন কবিতার? 

    Answer
    কবিতাংশটুকু ‘চল্ চল্ চল্’ কবিতার।

    1. Report
  7. Question:কবিতাটির কবির নাম লেখো। 

    Answer
    কবিতাটির কবির নাম কাজী নজরুল ইসলাম।

    1. Report
  8. Question:কোথায় আঘাত হানলে রাঙা প্রভাত আসবে? 

    Answer
    ঊষার দুয়ারে আঘাত হানলে রাঙা প্রভাত আসবে।

    1. Report
  9. Question:বাধার পাহাড় বলতে কী বোঝানো হয়েছে? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও : 

    Answer
    আমাদের চারপাশে শুধু কবাধা। অশিক্ষার বাধা, অজ্ঞানতার বাধা, ভয়ের বাধা, দুর্বলতার বাধা, কুসংস্কারের বাধা। এই বাধা আমাদের সামনে চলার পথকে আটকে দিচ্ছে। এসবের কারণে সুন্দর একটি পৃথিবী গড়া যাচ্ছে না। তাই এই সব বাধাকে বাধার পাহাড় বলা হয়েছে।

    1. Report
  10. Question:নতুন বিশ্ব গড়তে হলে কী করতে হবে? নিচের উদ্দীপকটি পড়ে উত্তর দাও : 

    Answer
    সুন্দর পৃথিবী গড়তে হবে আমাদের আগে কুসংস্কার ত্যাগ করতে হবে। শিক্ষিত হবে না। শক্তি অর্জন করতে হবে। সাহস সঞ্চয় করতে হবে। বুদ্ধি দিয়ে সকল বাধাকে পেরুতে হবে। এ জন্য সবার আগে এগিয়ে আসতে হবে তরুণদের। সবাই মিলেমিশে একসাথে সকল বাধাকে পেরিয়ে নতুন পৃথিবী গড়তে হবে।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd