1. Question:বড় কে? 

    Answer
    লোকে যাকে বড় বলে সেই বড় হয়।

    1. Report
  2. Question:সংসারে কীভাবে বড় হওয়া যায়? 

    Answer
    বড় হতে হলে আগে নিজেকে ছোট ভাবতে হয়। বড় গুণের অধিকারী হতে হয়। সেই গুণকে সবার জন্যভালো কাজে ব্যবহার করতে হয়। তবেই সংসারে বড় হওয়া যায়।

    1. Report
  3. Question:কাকে সকলে বড় মনে করে? 

    Answer
    যার ভালো গুণ আছে এবং যে অহংকার করে না তাকেই সকলে বড় মনে করে।

    1. Report
  4. Question:প্রকৃত ছোটলোক কে? নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : 

    Answer
    নিজেকে যে বড় বলে দাবি করে সেই প্রকৃত ছোটলোক।

    1. Report
  5. Question:কীসের দ্বারা মানুষ বড় হয়ে ওঠে? নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : 

    Answer
    সততা, বিশ্বাস ও ভালো গুণের দ্বারা মানুষ সমাজে বড় হয়ে ওঠে। সৎ মানুষকে সবাই বিশ্বাস করে ও ভালোবাসে।

    1. Report
  6. Question:ছোট থেকে বড়হতে হলে কী করতে হবে? নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : 

    Answer
    ছোট থেকে বড় হতে হলে নিজেকে ছোট ভাবতে হবে। সততা, আদর্শ, ন্যায় ও কল্যাণের সাথে কাজ করতে হবে।

    1. Report
  7. Question:নিজেকে বড় ভাবলে ছোট হতে হয় কেন? নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : 

    Answer
    আমরা প্রত্যেকেই কোনো না কোনো মাজের বাসিন্দা। সমাজে নিজেকে বড় বলে জাহির করলে প্রকৃতপক্ষে আমরা ছোট হতে বাধ্য। তাহলে সবাই অপছন্দ করে। তাই নিজেকে বড় ভাবলে ছোট হতে হয়।

    1. Report
  8. Question:আরমান সাহেব কীভাবে সমাজে বড় হয়ে উঠেন? নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : 

    Answer
    আরমান সাহেব তাঁর সততা, আদর্শ ও ভালোবাসা দিয়ে সবার মন জয় করেছেন। তিনি নিজেকে কখনোই বড় বলে মনে করে না। কিন্তু তাঁর ভালো গুণাবলির মাধ্যমেই সমাজে একজন বড় ব্যক্তি হয়ে উঠলেন।

    1. Report
  9. Question:সমাজে যারা সত্যিকারের বড় তাঁদের গুণ সম্পর্কে পাঁচটি বাক্য লেখো। নিচের অনুচ্ছেদটি পড়ে প্রশ্নটির উত্তর দাও : 

    Answer
    ১। যারা সত্যিকারের বড় তারা নিরহংকার হন।
    ২। প্রকৃত বড় ব্যক্তিরা কাউকে ছোট করে দেখেন না।
    ৩। তাঁরা পরের কল্যাণে কাজ করেন।
    ৪। সত্যিকারের বড় যারা তাঁরা সৎ হন।
    ৫। সকলের সাথে ভালো ব্যবহার করেন।

    1. Report
  10. Question:নিচের কবিতার লাইনগুলো পর পর সাজিয়ে লেখো: কঠিন ব্যাপার, বড় হওয়া সংসারেতে বড় গুণ যার। সংসারে সে বড় হয়, বড় সেই হয়। লোকে যারে বড় বলে। 

    Answer
    লোকে যারে বড় বলে
    বড় সেই হয়।
    বড় হওয়া সংসারেতে 
    কঠিন ব্যাপার,
    সংসারে সে বড় হয়,
    বড় গুণ যার।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd