1. Question:তালচাঝকে দেখে কী মনে হয়? 

    Answer
    তালগাছকে দেখ মনে হয় এক পায়ে দাঁড়িয়ে আছে। অন্য গাছগুলোকে ছাড়িয়ে আকাশের দিকে উঁকি মারছে।

    1. Report
  2. Question:‘মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়’ কথাটির অর্থ কি? 

    Answer
    ‘মনে সাধ কালো মেঘ ফুঁড়ে যায়’ কথাটির অর্থ হলো- আকাশের কালো মেঘ ভেদ করে একেবারে উড়ে যাওয়ার ইচ্ছে জাগে। তালগাছের ইচ্ছে হয়, সে পাখির মতো ডানা মেলে কালো মেঘের ওপাড়ে উড়ে যাবে।

    1. Report
  3. Question:গাছের যত্ন নেওয়া সম্পর্কে তিনটি বাক্য মুখে মুখে বলি ও লিখি। 

    Answer
    ১। নিয়মিত গাছে পানি দিতে হবে।
    ২। গাছের আশপাশের আগাছ থাকলে সেগুলো পরিষ্কার করতে হবে।
    ৩। পোকামাকড়েরর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য গাছে কীটনাশক ব্যবহার করতে হবে।

    1. Report
  4. Question:তালগাছ কীভাবে তার ইচ্ছেকে ছড়িয়ে দেয়? 

    Answer
    হাওয়ায় তালগাছের পাতা থত্থর করে কাঁপে। তখন পাতাগুলোকে ডানা বলে মনে হয় তালগাছের। সে ভাবে, এবার সে আকাশে উড়ে যেতে পারবে। এভাবে সে তার ইচ্ছেকে ছড়িয়ে দেয়।

    1. Report
  5. Question:তালগাছ পাখা চায় কেন? 

    Answer
    তালগাছ পাখির মতো পাখা মেলে কালো মেঘ ফুঁড়ে উড়ে যেতে যায়। তাই সে পাখা চায়।

    1. Report
  6. Question:তালগাছ মনে মনে কাকে ডানা ভাবে? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    তালগাছ মনে মনে পাতাগুলোকে ডানা ভাবে।

    1. Report
  7. Question:তালগাছ পাখা চায় কেন? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    তালগাছের উড়ে যাবার সাধ জাগে। এ কারণে সে পাখা চায়।

    1. Report
  8. Question:বাসা ফেলে তালগাছ আর যায় না কেন? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    হাওয়া থেমে গেলে পৃথিবীকে তালগোছের আপন মনে হয়। এ কারণে সে তার বাসা ফেলে আর যায় না।

    1. Report
  9. Question:কবিতাংশটির কবির নাম কী? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    কবিতাংশটি কবির রবীন্দ্রনাথ ঠাকুর।

    1. Report
  10. Question:কবিতাংশটি কোন কবিতার অংশ? নিচের অনুচ্ছেদটি পড়ে উত্তর দাও : 

    Answer
    কবিতাংশটি ‘তালগাছ’ কবিতার অংশ।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd