1. Question:কামরুল হাসানের জন্ম কোথায়? 

    Answer
    কামরুল হাসানের জন্ম হয়েছে কলকাতায়।

    1. Report
  2. Question:পড়ার খরচ যোগাতে কামরুল হাসান কোথায় কাজ করেছেন? 

    Answer
    পড়ার খরচ জোগাতে কামরুল হাসান পুতুলের কারখানায় কাজ করেছেন।

    1. Report
  3. Question:কামরুল হাসানের গ্রামের নাম কী? 

    Answer
    কামরুল হাসানের গ্রামের নাম নারেঙ্গা।

    1. Report
  4. Question:কোন সংগঠনের যুক্ত হয়ে কামরুল হাসান দেশসেবার দীক্ষা নিয়েছেন? 

    Answer
    ব্রতচারী সংগঠনে যুক্ত হয়ে কামরুল হাসান দেশসেবার দীক্ষা নিয়েছেন।

    1. Report
  5. Question:বাংলাদেশের জাতীয় পতাকার চূড়ান্ত নকশা এঁকেছেন কে? 

    Answer
    বাংলাদেশের জাতয়ি পতাকা চূড়ান্ত নকশা এঁকেছেন কামরুল হাসান।

    1. Report
  6. Question:কামরুল হাসান নিজেকে পটুয়ার পরিচয় দিতে গর্ববোধ করতেন কেন? 

    Answer
    কামরুল হাসান ব্রতচারীদের দলে যোগ দিয়ে গ্রামের সাধারণ ছবি আঁকিয়েদের গুরুত্ব বুঝেছিলেন। তিনি তাঁদেরকে মনপ্রাণ দিয়ে ভালোবেসেছেন। তিনি নিজেও ছবি আঁকতেন বলে নিজেকে পটুয়া হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন।

    1. Report
  7. Question:ব্রতচারীদের নিয়মনীতির মধ্যে তিনটি লিখ। 

    Answer
    ব্রতচারীদের মানার মধ্যে তিনটি হলো-
    ১। বিপদ বাধায় ডরিব না,
    ২। রাগ পাইলেও রুষিব না,
    ৩। কথা দিয়ে কথা ভাঙিব না।

    1. Report
  8. Question:কামরুল হাসানের তিনটি ছবির নাম লিখ। 

    Answer
    ১। তিন কন্যা
    ২। নাইওর এবং
    ৩। উঁকি

    1. Report
  9. Question:কার মনে ব্রতচারীদের বিভিন্ন শিক্ষা গেঁথে গিয়েচিল? 

    Answer
    কামরুল হাসানের মনে ব্রতচারীদের বিভিন্ন শিক্ষা গেঁথে গিয়েছিল।

    1. Report
  10. Question:কিশোরদের তিনি কী শিখিয়েছিলেন? 

    Answer
    কিশোরদের তিনি সহজ সরল জীবন-যাপন করতে শিখিয়েছিলেন। এছাড়াও তিনি সততা ও দেশপ্রেমের কথাও বলেছিলেন।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd