Question:`1/(1 - p + p^2), 1/(1 + p + p^2)` এবং `(2p)/(1 + p^2 + p^4)` তিনটি বীজগাণিতীয় ভ্গ্নাংশ। ক. ৩য় ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্নেষণ কর। খ. `1/(1 - p + p^2) - 1/(1 + p + p^2) - (2p)/(1 + p^2 + p^4) = 0` গ. ভগ্নাংশ তিনটিকে সমহরবিশিষ্ট ভগ্নাংশে প্রকাশ কর।
Answer
ক. তৃতীয় ভগ্নাংশের হর `= 1 + p^2 + p^4` `= (p^2)^2 + 2. p^2 .1 + 1^2 - p^2` `= (p^2 + 1)^2 - p^2` ` = (P^2 + 1 + p) (p^2 + 1 - p)` `= (1 + p + p^2) (1 - p + p^2)` (Ans) খ. বামপক্ষ `= 1/(1 - p + p^2) - 1/(1 + p + p^2) - (2p)/(1 + p^2 + p^4)` `= (1 + p + p^2 - 1 + p - p^2)/((1 - p + p^2) (1 + p + p^2)) - (2p)/(1 + p^2 + p^4)` `= (2p)/(1 - p^2 + p^4) - (2p)/(1 + p^2 + p^4)` [’ক’ এর সাহায্যে] = 0 = ডানপক্ষ `:. 1/(1 - p + p^2) - 1/(1 + p + p^2) - (2p)/(1 + p^2 + p^4) = 0` গ. ১ম ভগ্নাংশের হর`= 1 -p + p^2` ২য় ভগ্নাংশের হর` = 1 + p + p^2` ৩য় ভগ্নাংশের হর` = 1 - p^2 + p^4` `= (1 - p + p^2) (1 + p + p^2)`[ক এর সাহায্যে] :. ভগ্নাংশের হরগুলোর ল,সা,গু `= (1 - p + p^2) (1 + p + p^2)` এখন, হরগুলোর ল,সা,গু/১ম ভগ্নাংশের হর `= ((1 - p + p^2)(1 + p + p^2))/(1 - p + p^2) = 1 + p + p^2` `:. 1/(1 - p + p^2) = (1(1 + p + p^2))/((1 - p + p^2) (1 + p + p^2)) = (1 + p + p^2)/(1 + p^2 + p^4)` হরগুলোর ল,সা,গু/২য় ভগ্নাংশের হর `= ((1 + p + p^2) (1 - p + p^2))/(1 + p + p^2)` `:. 1/(1 + p + p^2) = (1(1 - p + p^2))/((1 + p + p^2) (1 - p + p^2)) = (1 - p + p^2)/(1 + p^2 + p^4)` হরগুলোর ল,সা,গু/৩য় ভগ্নাংশের হর `= ((1 - p + p^2)(1 + p + p^2))/((1 - p + p^2)(1 + p + p^2)) = 1` `:. (2p)/(1 - p^2 + p^4) = (2p. 1)/((1 + p^2 + p^4). 1) = (2p)/(1 + p^2 + p^4)` :. সমহর বিশিষ্ট ভগ্নাংশগুলো হলো: `(1 + p + p^2)/(1 + p^2 + p^4), (1 - p + p^2)/(1 + p^2 + p^4)` এবং `(2p)/(1 + p^2 + p^4)` (Ans)