Question:একজন ফল ব্যবসায়ী যশোর থেকে ৩৬ টাকায় ১২টি দরে কিছু সংখ্যক এবং কুষ্টিয়া থেকে ৩৬ টাকায় ১৮টি দরে সমান সংখ্যক কলা খরিদ করল। ব্যবসায়ীর বিক্রয়কর্মী ৩৬ টাকায় ১৫টি দরে তা বিক্রয় করল। ক. ব্যবসায়ী যশোর থেকে প্রতিশ কলা কি দরে ক্রয় করেছিল? খ. বিক্রয়কর্মী সবগুলো কলা বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? গ. ব্যবসায়ী ২৫% লাভ করতে চাইলে প্রতি হালি কলা কী দরে বিক্রয় করতে হবে?
Answer
সমাধান: ক. ১২ টি কলার ক্রয়মূল্য ৩৬ টাকা :. ১ টি কলার ক্রয়মূল্য `(৩৬)/(১২)` টাকা :. ১০০ টি কলার ক্রয়মূল্য `(৩৬ xx ১০০)/(১২)` টাকা = ৩০০ টাকা :. যশোর থেকে প্রতিশ কলা ৩০০ টাকায় ক্রয় করেছিল। উত্তর: ৩০০ টাকা। খ. ১২, ১৮ ও ১৫ এর ল,সা,গু = ১৮০ মনে করি প্রত্যেক দরের ১৮০ টি করে কলা ক্রয় করা হলো। ১২ টি কলার ক্রয়মূল্য ৩৬ টাকা :. ১ টি কলার ক্রয়মূল্য `(৩৬)/(১২)` টাকা :. ১৮০ টি কলার ক্রয়মূল্য `(৩৬ xx ১৮০)/(১২)` টাকা = ৫৪০ টাকা ১৮ টি কলার ক্রয়মূল্য ৩৬ টাকা :. ১৮ টি কলার ক্রয়মূল্য `(৩৬)/(১৮)` টাকা :. ১৮০ টি কলার ক্রয়মূল্য `(৩৬ xx ১৮০)/(১২)` টাকা = ৩৬০ টাকা :. (১৮০ + ১৮০) বা ৩৬০ টি কলার ক্রয়মূল্য = (৫৪০ + ৩৬০) টাকা = ৯০০ টাকা আবার, ১৫ টি কলার বিক্রয়মূল্য ৩৬ টাকা :. ১ টি কলার বিক্রয়মূল্য `(৩৬)/(১৫)` টাকা :. ৩৬০ টি কলার বিক্রয়মূল্য `(৩৬ xx ৩৬০)/(১৫)` টাকা = ৮৬৪ টাকা এখানে, ক্রয়মূল্য বিক্রয়মূল্য ক্ষতি = (৯০০ - ৮৬৪) টাকা = ৩৬ টাকা ৯০০ টাকায় ক্ষতি হয় ৩৬ টাকা :. ১ টাকায় ক্ষতি হয় `(৩৬)/(৯০০)` টাকা :. ১০০ টাকায় ক্ষতি হয় `(৩৬ xx ১০০)/(৯০০)` টাকা = ৪ টাকা উত্তর: ৪% ক্ষতি । গ. ‘খ’ থেকে পাই, ৩৬০টি কলার ক্রয়মূল্য ৯০০ টাকা :. ১টি কলার ক্রয়মূল্য `(৯০০)/(৩৬০)` টাকা = ২.৫ টাকা :. ৪টি কলার ক্রয়মূল্য = (২.৫ xx ৪) টাকা = ১০ টাকা ক্রয়মূল্য ১০০ টাকা হলে ২৫% লাভে বিক্রয় মূল্য (১০০ + ২৫) টাকা বা ১২৫ টাকা :. ক্রয়মূল্য ১ টাকা হলে ২৫% লাভে বিক্রয় মূল্য `(১২৫)/(১০০)` টাকা :. ক্রয়মূল্য ১০ টাকা হলে ২৫% লাভে বিক্রয় মূল্য` (১২৫ xx ১০)/(১০০)` টাকা = ১২.৫০ টাকা উত্তর: ১২.৫০ টাকা