Question:সমজাতীয় ও সমপরিমাণ চার্জে চার্জিত দুইটি বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করলে তাদের মধ্যে বিকর্ষণ বলের কী পরিবর্তন হতে বা ব্যাখ্যা কর।
Answer
কুলম্বের সূত্রানুযায়ী দুটি সমজাতীয় চার্জিত বস্তুর মধ্যবর্তী ক্রিয়াশীল বল তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যাস্তানুপাতিক। সুতরাং দুটি সমজাতীয় চার্জিত বস্তুর মধ্যবর্তী দূরত্ব তিনগুণ করলে তাদের মধ্যবর্তী বিকর্ষণ বল `1/3^2` বা 1/9 গুণ হবে। অর্থাৎ বিকর্ষণ বলের পরিমাণ পূর্বের বিকর্ষণ বলের 9 ভাগের এক ভাগ হবে।