পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:তুল্যরোধ কী? 

    Answer
    রোধের কোনো সমবায়ের রোধগুলোর পরিবর্তে যে একটিমাত্রা রোধ ব্যবহার করলে বর্তনীর প্রবাহ ও বিভব পার্থক্যের কোনো পরিবর্তন হয় না তাকে ঐ সমবায়ের তুল্যরোধ বলে।

    1. Report
  2. Question:তড়িৎ প্রবাহের দিক নির্দেশের প্রচলিত প্রথা কী? ব্যাখ্যা কর। 

    Answer
    প্রথম যখন চল তড়িৎ আবিষ্কার করা হয় তখন ধারণা করা হতো উচ্চতর বিভব থেকে নিম্নতর বিভবের দিকে ধনাত্মক আধান প্রবাহিত হয়। সরল তড়িৎকোষের ক্ষেত্রে তড়িৎপ্রবাহের প্রচলিত দিক ধনাত্মক তামার পাত থেকে ঋণাত্মক দস্তার পাতের দিক ধরা হয়। কিন্তু যেহেতু তড়িৎ প্রবাহিত হয় ঋণাত্মক আধান অর্থাৎ ইলেকট্রনের প্রবাহের জন্য কাজেই তড়িৎ প্রবাহের প্রকৃত দিক বা ইলেকট্রন প্রবাহের দিক হবে, নিম্নতর বিভব থেকে উচ্চতর বিভবের দিকে।

    1. Report
  3. Question:আপেক্ষিক রোধের একক কী? 

    Answer
    আপেক্ষিক রোধের একক `Omegam`

    1. Report
  4. Question:একটি তারকে টেনে লম্বা করলে এর রোধ বৃদ্ধি পায় কেন? 

    Answer
    তারের রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাস্তানুপাতিক। একটি তারকে টেনে লম্বা করলে এবং দৈর্ঘ্য বৃদিইধ পায় এবং আয়তন ধ্রুব থাকার কারণে এর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হ্রাস পায়। এ কারণে তারকে টেনে লম্বা করলে এর রোধ বৃদ্ধি পায়।

    1. Report
  5. Question:রোধের সন্নিবেশ কী? 

    Answer
    একাধিক রোধকে একত্রে সংযুক্ত করাকে বলা হয় রোধের সন্নিবেশ।

    1. Report
  6. Question:কোনো স্থানে তড়িৎপ্রবাহ বিঘ্নিত হওয়ার কারণ ব্যাখ্যা কর। 

    Answer
    তড়িৎপ্রবাহ মানেই ইলেকট্রনের প্রবাহ। কোনো পরিবাহকের দুই প্রান্তে বিভবের পার্থক্য হলে ইলেকট্রন তথা ঋণাত্মক আধান নিম্ন বিভব থেক্ েুচ্চ বিভবের দিকে প্রবাহিত হয়। এ ইলেকট্রন স্রোত পরিবাহকের মধ্য দিয়ে চলার সময় পরিবাহকের অভ্যন্তরস্থ অণু-পরমাণুর সাথে সংঘর্ষে লিপ্ত হয়। ফলে ইলেকট্রনের গতি বাধাপ্রাপ্ত হয় এবং তড়িৎপ্রবাহ বিঘ্নিত হয়।

    1. Report
  7. Question:তড়িৎ প্রবাহের একক কী? 

    Answer
    তড়িৎ প্রবাহের একক অ্যাম্পিয়ার।

    1. Report
  8. Question:রোধ বা আপেক্ষিক রোধ উপাদানের উপর কেন নির্ভর করে ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো কোনো পদার্থের পরমাণুগুলো এমনভাবে সজ্জিত থাকে যে বিভব প্রয়োগ করায় মুক্ত ইলেকট্রনসমূহ যখন চলতে শুরু করতে তখন তাদের গতিপথে বেশি বাধার সম্মুখীন হয় না। অর্থাৎ অণু-পমাণুসমূহ অনেকটা লাইন ধরে সজ্জিত থাকে। এক্ষেত্রে দুই সারি অণুর মাঝের সরলরৈখিক রাস্তা দিয়ে ইলেকট্রনসমূহ সোজা চেলে যায় বলে রোধ এবং আপেক্ষিক রোধ কম হয়।
    অপরদিকে অণু-পরমাণুসমূহ যদি এমনভাবে সজ্জিত থাকে যে ইলেকট্রনসমূহ তাদের গতিপথে প্রতিনিয়ত দিক পরিবর্তন করতে বাধ্য হয় তবে সংশ্লিষ্ট পদার্থটি উচ্চ রোধ প্রদর্শন করে। এ কারণে রোধ ও আপেক্ষিক রোধ উপাদানের উপর নির্ভর করে।

    1. Report
  9. Question:রোধের শ্রেণি সন্নিবেশ কাকে বলে? 

    Answer
    রোধের যে সন্নিবেশে রোধগুলো পর্যায়ক্রমে এমনভাবে সংযুক্ত যাতে রোধগুলোর মধ্যে দিয়ে একই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় সেই সন্নিবেশকে রোধের শ্রেণি বলে।

    1. Report
  10. Question:কোনো বস্তুর রোধ এবং এর উপাদানের আপেক্ষিক রোধ ভিন্ন হয় কেন ব্যাখ্যা কর। 

    Answer
    আপেক্ষিক রোধ হলো বস্তুর উপাদানের মৌলিক ধর্ম। এটি বস্তুর আকার, আকৃতি বা আয়তনের উপর নির্ভর করে না। পক্ষান্তরে রোধ বস্তুর আকার, আকৃতি ও আয়তনের উপর নির্ভর করে। যেমন, আয়তন = মপ্রস্থচ্ছেদের ক্ষেত্রফল x দৈর্ঘ্য বলে দুটি বস্তুর মধ্যে যেটি দৈর্ঘ্য বেশি এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কম, সেটির রোধ বেশি হবে। কারণ, পরিবাহীর রোধ এর দৈর্ঘ্যের সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের ব্যাস্তানুপাতিক। তাই কোনো বস্তুর রোধ এবং এর উপাদানের আপেক্ষিক রোধ ভিন্ন হয়।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd