Question:তড়িৎ ক্ষমতা কাকে বলে?
Answer
একটি বৈদ্যুতিক যন্ত্রের শক্তি রূপান্তরের হারকে ঐ যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে।
Question:তড়িৎ ক্ষমতা কাকে বলে?
একটি বৈদ্যুতিক যন্ত্রের শক্তি রূপান্তরের হারকে ঐ যন্ত্রের তড়িৎ ক্ষমতা বলে।
Question:স্ক্রু ড্রাইভারের হাতল প্লাস্টিক জাতীয় পদার্থ দ্বারা মোড়ানো থাকে কেন?
স্ক্রু ড্রাইভার দ্বারা অনেক সময় বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করা হয়। এসব যন্ত্রপাতিতে স্থির আধান বা তড়িৎ থাকতে পারে। সেক্ষেত্রে হাতল ধাতব পদার্থ দ্বারা তৈরি হলে ঐ আধান মানবদেহের মধ্য দিয়ে প্রবাহিত করে বৈদ্যুতিক শকের কারণ হতো। কিন্তু হাতল প্লাস্টিক জাতয়ি পদার্থ দ্বারা মোড়ানো থাকায় এবং প্লাস্টিক ভাল তড়িৎ অন্তরক হওয়ায় তড়িৎ মানবদেহে প্রবেশ করতে পারে না।
Question:বৈদ্যুতিক যন্ত্রপাতির অন্তরকের ক্ষতিসাধনে কীরূপ বিপদ হতে পারে ব্যাখ্যা কর।
বৈদ্যুতিক যন্ত্রপাতির অন্তরকের ক্ষতিসাধন হলে পরিবাহী তার উন্মুক্ত হয়ে যায়। এখন কোনোভাবে যদি জীবন্ত তার শরীরের সংস্পর্শে আসে তখন মারাত্মক বৈদ্যুতিক শক দ্বারা আক্রান্ত হতে হয়। এছাড়া অন্তরক ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ার ফলে জীবন্ত তার এবং নিরপেক্ষ তার পরস্পরের সংস্পর্শে আসলে শর্ট সার্কিটের সৃষ্টি হবে এবং অগ্নিকান্ড ঘটতে পারে।
Question:বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্টের উপাদান হিসেবে তামার পরিবর্তে টাংস্টেন ব্যবহার করা হয় কেন?
বৈদ্যুতিক বাল্বে বিভবপার্থক্যের প্রয়োগে ফিলামেন্টে প্রচুর তাপ উৎপন্ন করা হয় তা পরবর্তীতে আলোক শক্তিতে রূপান্তরিত হয়। তামা এবং টাংস্টেন উভয় উপাদান ব্যবহারে প্রয়োজনীয় তাপশক্তি উৎপন্ন করা সম্ভব। কিন্তু তামার তার ব্যবহারের সমস্যা হলো, এর গলনাঙ্ক কম হওয়ায় উক্ত প্রচন্ড তাপে সহজেই গলে যায়। তাই তামার পরিবর্তে অতি উচ্চ গলনাঙ্কের টাংস্টেনের তৈরি ফিলামেন্ট ব্যবহার করা হয়।
Question:’বিভব পার্থক্য-তড়িৎপ্রবাহ’ জোড়ার সাথে ‘সমান্তরাল সংযোগ- শ্রেণি সংযোগ জোড়াটির সাদৃশ্য বা মিল ব্যাখ্যা কর।
বিভব এবং প্রবাহ হলো তড়িৎ সংক্রান্ত দুটি রাশি। অপরদিকে, সমান্তরাল এবং শ্রেণি হলো বর্তনীর দু’ধরনের সংযোগ। সমান্তরাল সংযোগে সংযুক্ত রোধসমূহের দু’প্রান্তের বিভবপার্থক্য সমান থাকে এবং শ্রেণি সংযোগে সংযুক্ত রোধসমূহের মধ্য দিয়ে একই মানের তড়িৎপ্রবাহ চলে। এটিই হলো ‘বিভবপার্থক্য-তড়িৎপ্রবাহ’ জোড়াটির সাথে ‘সমান্তরাল সংযোগ-শ্রেণি সংযোগ’ জোড়াটির সাদৃশ্য বা মিল।
Question:উচ্চধাপী ট্রান্সফর্মার কী?
যে ট্রান্সফর্মার অল্প বিভবের অধিক তড়িৎ প্রবাহকে অধিক বিভবের অল্প তড়িৎ প্রবাহে রূপান্তরিত করে তাকে উচ্চধাপী ট্রান্সফর্মার বলে।
Question:দূর-দূরান্তে তড়িৎ প্রেরণের ক্ষেত্রে উচ্চ বিভব ও নিম্ন তড়িৎ প্রবাহ রাখা হয় কেন?
বিদ্যুৎ কেন্দ্রে উৎপন্ন বিদ্যুৎ সঞ্চালন তার দিয়ে প্রেরণ করলে অধিক তড়িৎ প্রবাহের কারণে তারে উৎপন্ন তাপ বৃদ্ধি পায়। তারের মধ্য দিয়ে যত বেশি তড়িৎ প্রবাহিত হবে তার তত বেশি উত্তপ্ত হবে িএবং তাপশক্তি রূপে তড়িৎ শক্তির অপচয় ঘটবে। তাই দূর-দূরান্তে তড়িৎ প্রেরণের ক্ষেত্রে উচ্চ বিভব ও নিম্নমানের তড়িৎপ্রবাহ রাখা হয়।
Question:তেজস্ক্রিয়তা কী?
তেজস্ক্রিয়তা পদার্থের নিউক্লিয়াস হতে স্বতঃস্ফূর্তভাবে আলফা, বিটা ও গামা রশ্মির নির্গমনকে তেজস্ক্রিয়েতা বলে।
Question:অনেক ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারেও জ্বলজ্বল করে কেন?
অনেক ঘড়ির কাঁটা ও নম্বর অন্ধকারেও জ্বলজ্বল করতে দেখা যায়। এর কারণ হলো তেজস্ক্রিয় থোরিয়ামের সাথে জিঙ্ক সালফাইড মিশিয়ে ঘড়ির কাঁটা ও নম্বরে প্রলেপ দেয়া হয়, ফলে এরা অন্ধকারে জ্বলজ্বল করে।
Question:CT Scan এর পূর্ণরূপ লেখ।
CT Scan এর পূর্ণ রূপ হলো- Computed Tomography Scan।