পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:চাবি বন্ধ করলে লোহার দন্ডটি আলপিনকে আকর্ষণ করে কেন? 

    Answer
    চাবি বন্ধ করলে লোহার দন্ডের গায়ে জড়ানো তার কুন্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, ফলে এর চারপাশে সাময়িকভাবে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হওয়ায় লোহার দন্ডটি চুম্বকে পরিণত হয়। তাই লোহার দন্ডটি আলপিনকে আকর্ষণ করে। এ ধরণের চুম্বককে তাড়িত চুম্বক বলে।

    1. Report
  2. Question:আবিষ্ট প্রবাহ কাকে বলে? 

    Answer
    েএকটি গতিশীল চুম্বক বা তড়িৎবাহী বর্তনীর দূরত্ব বা তড়িৎপ্রবাহের পরিবর্তনের ফলে অন্য একটি বদ্ধ বর্তনীতে যে ক্ষণস্থায়ী তড়িৎ প্রবাহের সৃষ্টি হয় তাকে আবিষ্ট প্রবাহ বলে।

    1. Report
  3. Question:আবিষ্ট প্রবাহের মান কীভাবে বৃদ্ধি করা যায় বর্ণনা কর। 

    Answer
    আবিষ্ট প্রবাহের মান নিম্নোক্ত ভাবে বৃদ্ধি করা যায়-
    ১. চুম্বকের মেরুশক্তি বৃদ্ধি করে।
    ২. চুম্বককে বা তার কুন্ডলীকে দ্রুত আনা-নেওয়া করে।
    ৩. তারকুন্ডলীর পাকসংখ্যা বৃদ্ধি করে।

    1. Report
  4. Question:ট্রান্সফর্মার কাকে বলে? 

    Answer
    যে যন্ত্রের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে নিম্ন বিভবে বা পর্যাবৃত্ত নিম্ন বিভবকে উচ্চ বিভবে পরিণত করা যায় তাকে ট্রান্সফর্মার বলে।

    1. Report
  5. Question:স্টে আপ ট্রান্সফর্মারের বিভব বৃৃদ্ধি পেলেও প্রবাহ হ্রাস পায় কেন? 

    Answer
    শক্তির সংরক্ষণশীলতা নীতি থেকে আমরা জানি, শক্তি উৎপন্ন বা ধ্বংস করা যায় না। তড়িতের ক্ষেত্রে প্রতি সেকেন্ডে উৎপন্ন বা বায়িত শক্তি হচ্ছে বিভব x প্রবাহ। সুতরাং মুখ্য ও গৌণ কুন্ডলীতে বিভব ও প্রবাহের গুণফল সমান হবে। তাই স্টেপ আপ ট্রান্সফর্মারের বিভব যে অনুপাতে বৃদ্ধি পায়, প্রবাহ সেই অনুপাতে হ্রাস পায়।

    1. Report
  6. Question:একটি তড়িৎ চৌম্বকের তড়িৎ প্রবাহ বাড়ালে কী হবে? 

    Answer
    েএকটি তড়িৎ চৌম্বকের তড়িৎ প্রবাহ বাড়ালে এর প্রাবল্য বেড়ে যাবে।

    1. Report
  7. Question:সলিনয়েডের প্রাবল্য বাড়ানোর জন্য কী ব্যবস্থা নেয়া যেতে পারে- ব্যাখ্যা কর। 

    Answer
    সলিনয়েডের প্রাবল্য বাড়ানোর জন্য নিম্নোক্ত ব্যবস্থা নেয়া যেতে পারে:
    ১. তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি করে।
    ২. প্রতি একক দৈর্ঘ্যে প্যাঁচ বা পাক সংখ্যা বৃদ্ধি করে।

    1. Report
  8. Question:তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া কী? 

    Answer
    কোনো পরিবাহীর মধ্যে দিযে তড়িৎ প্রবাহিত হলে এর চারপার্শ্বে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। একে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া বলে।

    1. Report
  9. Question:তড়িৎ মোটর কাকে বলে? 

    Answer
    যে তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক মোটর বা তড়িৎ মোটর বলে।

    1. Report
  10. Question:জেনারেটর যান্ত্রিক শক্তিকে কোন শক্তিতে রূপান্তরিত করে? 

    Answer
    জেনারেটর যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd