Question:চাবি বন্ধ করলে লোহার দন্ডটি আলপিনকে আকর্ষণ করে কেন?
Answer
চাবি বন্ধ করলে লোহার দন্ডের গায়ে জড়ানো তার কুন্ডলীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, ফলে এর চারপাশে সাময়িকভাবে চৌম্বকক্ষেত্র সৃষ্টি হওয়ায় লোহার দন্ডটি চুম্বকে পরিণত হয়। তাই লোহার দন্ডটি আলপিনকে আকর্ষণ করে। এ ধরণের চুম্বককে তাড়িত চুম্বক বলে।