Question:এসি জেনারেটরে পর্যায়বৃত্ত প্রবাহ পাওয়ার কারণ ব্যাখ্যা কর।
Answer
যখন আর্মেচারটিকে ঘুরানো হয় তখন আর্মেচার কুন্ডলী চৌম্বক ক্ষেত্রের বলরেখাগুলোকে ছেদ করে এবং তড়িৎচৌম্বক ক্ষেত্রের আবেশের নিয়মানুসারে কুন্ডলীতে তড়িৎচ্চালক শক্তি আবিষ্ট হয়। যেহেতু আর্মেচারে বিভিন্ন অবস্থা কুন্ডলীর মধ্য দিয়ে অতিক্রান্ত বলরেখার সংখ্যা পরিবর্তিত হয় সেহেতু আবিষ্ট তড়িৎচালক শক্তি বিভিন্ন সময় বিভিন্ন কুন্ডলীর দুই প্রান্ত দুটি পৃথক স্লিপ রিং এর সাহায্যে বহিঃবর্তনীর দুই প্রান্তের সাথে সংযুক্ত থাকে। এখানে কুন্ডলীর দুই পাশ যখন স্থান বিনিময় করে তাদের গতির দিক পূর্বের বিপরীত হয়ে যায়। ফলে তড়িৎ প্রবাহের দিক বিপরীত হয়ে যায়। কুন্ডলীর দুই প্রান্ত দুটো পৃথক স্লিপ রিং দ্বারা বহিবর্তনীর সাথে যুক্ত থাকায় বহিবর্তনীতে বিপরীতমুখী তড়িৎ পাওয়া যায়। এভাবে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত তড়িৎ পাওয়া যায়। এভাবে তড়িৎ প্রবাহ নির্দিষ্ট সময় পর পর পরিবর্তিত হয় ফলে এসি জেনারেটর পর্যায়বৃত্ত প্রবাহ পাওয়া যায়।