Question:নিম্নধাপী ট্রান্সফর্মারের বৈশিষ্ট্য লিখ।
Answer
নিম্নধাপী প্রান্সফর্মারের বৈশিষ্ট্য নিম্নে দেয়া হলো- ১. নিম্নধাপী ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীতে গৌণকুন্ডলী অপেক্ষা পাক সংখ্যা বেশি থাকে। ২. এই ট্রান্সফর্মারের সাহায্যে পর্যাবৃত্ত উচ্চ বিভবকে পর্যাবৃত্ত নিম্নবিভবে রূপান্তর করা হয়। ৩. শক্তির নিত্যতার সূত্রানুসারে মুখ্য কুন্ডলী অপেক্ষা গৌণ কুন্ডলীতে বিদ্যুৎ প্রবাহ বেশি পাওয়া যায়।