পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:বেশির ভাগ ইলেকট্রনিক যন্ত্রপাতিতে নিম্নধাপী ট্রান্সফর্মার ব্যবহার করা হয় কেন? 

    Answer
    প্রতিটি ইলেকট্রনিক যন্ত্রপাতির অল্প মানের ডিসি ভোল্টেজের দরকার হয় এবং তা প্রতিনিয়ত ব্যটারি বা তড়িৎ কোষ ব্যবহার করে সরবরাহ করা সম্ভব হয় না। তাই বাসাবাড়িতে সরবরাহকৃত 220V মানের এসি ভোল্টেজকে নিম্নধাপী ট্রান্সফর্মার দ্বারা রূপান্তরিত করে অল্পমানের এসি ভেঅল্টেজে রূপান্তর করা হয়, পরবর্তীতে একটি রেকটিফায়ার ব্যবহার করে ডিসি ভেঅল্টেজে রূপান্তর করা হয়।

    1. Report
  2. Question:ট্রান্সফর্মার কয় প্রকার? 

    Answer
    ট্রান্সফর্মার দুই প্রকার।

    1. Report
  3. Question:কীভাবে একটি তড়িৎ মোটরকে জেনারেটর হিসেবে ব্যবহার করা যায়? 

    Answer
    তড়িৎ মোটর এবং জেনারেটরের মূল গঠন একই রকম। উভয়টিতে কয়েল বা তাড়িতচুম্বক, স্থায়ী চুম্বক এবং ঘূর্ণনক্ষম আর্মেচার রয়েছে। তড়িৎ মোটরের আর্মেচারকে কোনো যান্ত্রিক উপায়ে ঘুরানো সম্ভব হলে এর সাথে সংযুক্ত তড়িৎ সরবরাহ লাইনের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ চলবে। কম্যুটেটরের ব্যবহারের উপর ভিত্তি করে এই তড়িৎ সম প্রবাহ বা পর্যাবৃত্ত প্রবাহ হতে পারে। এভঅবে তড়িৎ মোটরকে জেনারেটর হিসেবে ব্যবহার করা যায়।

    1. Report
  4. Question:বাসাবাড়িতে ব্যবহৃত ভোল্টেজ কত? 

    Answer
    বাসাবাড়িতে ব্যবহৃত ভোল্টেজ 220V।

    1. Report
  5. Question:তড়িৎ চৌম্বক ক্রিয়া কে আবিষ্কার করেন? 

    Answer
    ওয়েরস্টেড তড়িৎ চৌম্বক ক্রিয়া আবিষ্কার করেন।

    1. Report
  6. Question:তাড়িত চৌম্বক আবেশ একটি ক্ষণস্থায়ী ঘটনা ব্যাখ্যা কর। 

    Answer
    তাড়িৎচৌম্বক আবেশ সৃষ্টি করতে হলে পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে যোগান দিতে হবে। এটি বিভিন্নভাবে করা যেতে পারে। যেমন একটি বদ্ধ বর্তনীর সন্নিকটে দ্রুতগতিতে একটি চুম্বক নাড়াচাড় করে। অথবা, দ্বিতীয় কোনো বর্তনীর মধ্য দিয়ে পরিবর্তী মানের তড়িৎ প্রবাহ চালিয়ে। এছাড়া সমপ্রবাহের বর্তনীকে নাড়াচাড়া করিয়েও তাড়িত চৌম্বক আবেশ সৃষ্টি করা সম্ভব। সুতরাং দেখা যাচ্ছে যতক্ষণ আপেক্ষিক গতি তথা পরিবর্তনশীল চৌম্বকক্ষেত্রে থাকবে ততক্ষণই তাড়িতচৌম্বক আবেশ ঘটতে থাকবে। তাই এটি ক্ষণস্থায়ী ঘটনা।

    1. Report
  7. Question:তড়িৎ মোটরের কয়েলের লুপের সংখ্যা বাড়ালে কী হবে? 

    Answer
    তড়িৎ মোটরের কয়েলের লুপের সংখ্যা বাড়ালে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বৃদ্ধি করে।

    1. Report
  8. Question:ট্রান্সফর্মার শুধু মাত্র পর্যাবৃত্ত ভেঅল্টেজ পরিবর্তন করে কেন?- ব্যাখ্যা কর। 

    Answer
    ট্রান্সফর্মার মূলত তাড়িতচৌম্বক আবেশ নীতির উপর ভিত্তি করে কাজ করে। ট্রান্সফর্মারের মুখ্য কুন্ডলীর মধ্যে দিয়ে যখন শুধুমাত্র পর্যাবৃত্ত প্রবাহ যায় তখনই গৌণ কুন্ডলীতে আবিষ্ট তড়িৎ প্রবাহের এবং ভোল্টেজ এর পরিবর্তন ঘটে। কিন্তু মুখ্য কুন্ডলীতে অপর্যাবৃত্ত প্রবাহের কারণে কোন তাড়িত চৌম্ব এবশ গৌণ কুন্ডলীতে তৈরি হয় না। এবং গৌণ কুন্ডলীতে কোন আবিষ্ট তড়িৎ প্রবাহ বা ভোল্টেজ পাওয়অ যায় না।
    যেহেতু মুখ্য কুন্ডলীতে তড়িৎ প্রবাহের ও ভোল্টেজের পরিবর্তন একমাত্র গৌণ কুন্ডলীতে তড়িৎ আবেশ তৈরি করে। সুতরাং ট্রান্সফর্মার শুধুমাত্র পর্যাবৃত্ত ভোল্টেজ পরিবর্তন করে।

    1. Report
  9. Question:জেনারেটর কাকে বলে? 

    Answer
    যে যন্ত্রে যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তর করা হয় তাকে জেনারেটর বলে।

    1. Report
  10. Question:জেনারেটরে ব্যবহৃত কাচা লোহার পাতটিকে কী বলা হয়? 

    Answer
    জেনারেটরে ব্যবহৃত কাঁচা লোহার পাতটিকে আর্মেচার বলা হয়।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd