Question:িইসিজি কীভাবে হৃৎপিন্ডের রক্ত প্রবাহের পরোক্ষ প্রমাণ দেয়?
Answer
আমরা জানি, বাইরের কোনো উদ্দীপনা ছাড়াই হৃদযন্ত্র ক্ষুদ্র বৈদ্যুতিক সংকেত উৎপন্ন করে। এই বৈদ্যুতিক সংকেত হৃদযন্ত্রের পেশির মধ্য দিয়ে ছড়িয়ে পড়ে, এর ফলে হৃদযন্ত্র সংকুচিত হয়। ইসিজি যন্ত্রের সাহায্যে আমরা এই তড়িৎ সংকেতসমূহকে শনাক্ত করি। ইসিজি এর সাহায্যে আমরা হৃৎপিন্ডের স্পন্দনের হার এবং ছন্দময়তা পরিমাপ করতে পারি। এটি হৃৎপিন্ডের মধ্যে রক্তপ্রবাহের পরোক্ষ প্রমাণ দেয়।