পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:চিপস্ ব্যবহারের উদ্দেশ্য বর্ণনা কর। 

    Answer
    অনেকগুলো ইলেকট্রনিক উপাংশকে একটি একক মাদারবোর্ডে সংযোজন করতে সমস্যা দেখা দেয়। কোনো কোনো ক্ষেত্রে সম্ভব ও হয় না। তাই আবিষ্কৃত হয় সমন্বিত বর্তনী বা আইসি বা চিপস্। চিপ হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যবহর করে করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙুলের নখের সমান জায়গা লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎবাহী বর্তনী অঙ্গীভূত থাকে।

    1. Report
  2. Question:এনালগ ও ডিজিটাল সংকেতের পার্থক্য বর্ণনা কর। 

    Answer
    এনালগ সংকেত হলো নিরবচ্ছিন্নভাবে পরিবর্তনশীল সংকেত। এই সংকেত স্বাভাবিকভাবে পরিবর্তিত হয় এবং নিম্নতম থেকে উচ্চতম মানের মধ্যে যেকোনো মান গ্রহণ করতে পারে।
    অপরদিকে, ডিজিটাল সংকেত বলতে সেই যোগাযোগ সংকেতকে বুঝায় যা শুধু কিছু নির্দিষ্ট মান গ্রহণ করতে পারে। এরা ছিন্নায়িত মানে পরিবর্তিত হতে পারে এবং এদের প্রত্যেককে পৃথকভাবে চেনা যায়।

    1. Report
  3. Question:ডিজিটাল সংকেতের সুবিধাসমূহ বর্ণনা কর। 

    Answer
    ডিজিটাল সিগন্যাল যেতে যেতে বিবর্ধিত হয় বলে সঙকেত েএকই রকম থাকে। অপটিকাল ফাইবার দ্বারা ডিজিটাল সংকেত ব্যবহার করা হয় বলে সর্বশেষ সংকেতটিরও উত্তম গুণগত মান বজায় থাকে। এছাড়া প্রতি সেকেন্ডে অনেক বেশি সংকেত প্রেরণ করা যায়। সর্বসমেত খরচ বিবেচনায় ডিজিটাল সার্ভিস সুলভ। ডিজিটাল ডিভােইসে ক্রস কানেকশন হয় না।

    1. Report
  4. Question:বিশুদ্ধ অর্ধপরিবাহীর সাথে খাদ যোগ করা হয় কেন? 

    Answer
    বিশুদ্ধ অর্ধপরিবাহীতে (যেমন, সিলিকন) মুক্ত ইলেকট্রনের সংখ্যা খুবই কম থাকে। এতে ত্রিযোজী বা পঞ্চযোজী মৌলের পরমাণুর খাদ যুক্ত করায় মুক্ত ইলেকট্রন বা হোলের সংখ্যা অর্থাৎ আধান বাহকের সংখ্যা বৃদ্ধি পায়। এতে বিভব পার্থক্য প্রয়োগে সৃষ্ট তড়িৎ প্রবাহের মান বৃদ্ধি পায়।

    1. Report
  5. Question:বর্তমান যুগে রেডিও তরঙ্গের ব্যবহার বর্ণনা কর। 

    Answer
    রেডিও তরঙ্গ ব্যবহার করে তৈরি রেডিও গ্রহাক যন্ত্র হলো বিনোদন ও যোগাযোগের একটি ব্যাপক ও গুরুত্বপূর্ণ মাধ্যম। সেনাবাহিনী ও পুলিশবাহিনীতে ওয়াকিটকি ও ওয়্যারলেস ফোনে বেতার তরঙ্গ ব্যবহার করা হয়। যোগাযোগে সবচেয়ে জনপ্রিয় মাধ্যমে মোবাইলে বা সেলুলার টেলিফোনে রেডিও তরঙ্গ ব্যবহৃত হয়।

    1. Report
  6. Question:এম আর আই এর পূর্ণরূপ কী? 

    Answer
    এম আর আই এর পূর্ণ রূপ হলো ম্যাগনেটিক রিজোন্যান্স ইমেজিং।

    1. Report
  7. Question:আইসোটোপগুলো একটি নির্দিষ্ট মৌলের রূপভেদ কেন? 

    Answer
    বিভিন্ন ভরসংখ্যাবিশিষ্ট একই মৌলের পরমাণুকে ঐ মৌলের আইসোটোপ বলে। অর্থাৎ কোনো মৌলের আইসোটোপসমূহে প্রোটনের সংখ্যা সমান থাকে, কিন্তু নিউট্রনের সংখ্যা বিভিন্ন হয়। কোনো পরমাণুর নিউক্লিয়াসে অবস্থিত প্রোটনের সংখ্যা মৌলটিকে অনন্যরূপে সনাক্ত করে। কিন্তু নীতিগতভাবে একটি মৌলের যেকোনো সংখ্যক নিউট্রন থাকতে পারে। মৌলের নিউক্লিয়াসে অবস্থিত প্রোটন এবং নিউট্রনের সংখ্যাই হলো এর ভর সংখ্যা। এর কারণেই কোনো মৌলের প্রত্যেকটি আইসোটোপের ভর সংখ্যা বিভিন্ন হয়। সুতরাং আইসোটোপগুলো একটি নির্দিষ্ট মৌলের রূপভেদ।

    1. Report
  8. Question:সমন্বিত বর্তনী কী? 

    Answer
    সমন্বিত বর্তনী হলো সিলিকনের মতো অর্ধপরিবাহী ব্যভহার করে তৈরি এমন একটি নির্মাণ যাতে আমাদের আঙ্গুলের নখের সমান জায়গাল লক্ষ লক্ষ আণুবীক্ষণিক তড়িৎবর্তনী সংযুক্ত বা অঙ্গীভুত থাকে।

    1. Report
  9. Question:ইন্টারনেট দ্বারা কী কী কাজ করা যায়? 

    Answer
    ইন্টারনেটের মাধ্যমে আমরা ওয়েবসাইট ব্রাউজ করতে পারি, ই-মেইল পাঠাতে ও গ্রহণ করতে পারি এবং ভিডিও কনফারেনসিং করতে পারি। আড্ডা দিতে পারি, গল্প গুজব করতে পারি, ট্রেন, বাস বা প্লেনের টিকেট বুকিং দিতে পারি এবং ইলেকট্রনিক কমার্স বা ব্যবসা-বাণিজ্য, ই-ব্যাংকিং ও শপিং করতে পারি। ইন্টারনেটের সাহায্যে ইলেকট্রনিকভাবে যেকোনো ফাইল, ডকুমেন্ট ইত্যাদি পাঠাতে ও গ্রহণ করতে পারি।

    1. Report
  10. Question:রেডিওথেরাপি কী? 

    Answer
    রেডিওথেরাপি হলো কোনো রোগের চিকৎসায় আয়ন সৃষ্টিকারী (তেজস্ক্রিয) বিকিরণের ব্যবহার।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd