পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:অভ্যন্তরীণ রেডিওথেরাপি ব্যাখ্যা কর। 

    Answer
    অভ্যন্তরীণ রেডিওথেরাপির ক্ষেত্রে রোগীকে শরীরের ভেতর থেকে রেডিওথেরাপি দেওয়া হয়। এ প্রক্রিয়ায় রোগী তেজস্ক্রিয় তরল পদার্থ পানীয় হিসেবে গ্রহণ করেন। অথবা ইনজেকশনের মাধ্যমে রোগীর তেজস্ক্রিয় তরল পদার্থ প্রবেশ করিয়ে দেওয়া হয়। রক্তের ক্যান্সারের ক্ষেত্রে এর তরল পদার্থ তেজস্ক্রিয় ফসফরাস, হাড়ের ক্যান্সারের ক্ষেত্রে তেজস্ক্রিয় স্ট্রনশিয়াম এবং থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে তেজস্ক্রিয় আয়োডিন ব্যবহার করা হয়।

    1. Report
  2. Question:MRI- যন্ত্রে কী ব্যভহার করা হয়? 

    Answer
    MRI যন্ত্রের শক্তিশালী চৌম্বক্ষেত্র এবং রেডিও তরঙ্গ ব্যবহার করা হয়।

    1. Report
  3. Question:MRI কেন করানো হয়? 

    Answer
    MRI যন্ত্র ব্যবহার করে পায়ের গোড়ালি মচকানো এবং পিঠের ব্যাথার জখমের বা আঘঅতের তীব্রতা নিরূপণ করা হয়। ব্রেন এবং মেরু রজ্জুর বিস্তৃত প্রতিবিম্ব তৈরির জন্য MRI হলো অত্যন্ত মূল্যবান পরীক্ষা।

    1. Report
  4. Question:আইসোটোপ কী? 

    Answer
    যেসব পরমাণুর প্রোটন সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন হয় সে সব পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে।

    1. Report
  5. Question:এক্সরে কত সালে আবিষ্কৃত হয়? 

    Answer
    ১৮৯৫ সালে এক্সরে আবিষ্কৃত হয়।

    1. Report
  6. Question:জগদীশচন্দ্র বসুর উদ্ভিদ শারীরতত্ত্বের উপর অবদানসমূহ কী কী? 

    Answer
    জগদীশচন্দ্র বসুর উদ্ভিদ শরীর তত্ত্বের আকার সমূহের মধ্যে উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করার জন্য ‘ক্রেস্কোগ্রাফ’ আবিষ্কার, অভিসীমিত মাত্রায় নড়াচড়া এবং কীভাবে উদ্ভিদ বিভিন্ন উদ্দীপকের প্রতি সাড়া দেয় তা উল্লেখযোগ্য।

    1. Report
  7. Question:রেডিও থেরাপিতে কী ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়? 

    Answer
    রেডিও থেরাপিতে উচ্চ শক্তি সম্পন্ন এক্স-রে ব্যবহার করে ক্যান্সার কোষ ধ্বংস করা হয়।

    1. Report
  8. Question:এক্স-রের ধর্মগুলো উল্লেখ করো। 

    Answer
    এক্স-রের ধর্মগুলো নিচে উল্লেখ করা হল:
    ১. এ রম্শি সরলরোখায় গমন করে।
    ২. এক্স-রে তাড়িতচৌম্বক তরঙ্গ। তাড়িতক্ষেত্র বা চৌম্বকক্ষেত্র দ্বারা এটি বিচ্যুত হয় না।
    ৩. এর তরঙ্গদৈর্ঘ্য খুব ছোট, প্রায় `10^(-10)m` এর কাছাকাছি।
    ৪. এটি আধান নিরপেক্ষ।

    1. Report
  9. Question:হ্রৃৎপিন্ড সঠিকভাবে কাজ করছে কিনা- তা জানতে কী করা হয়? 

    Answer
    ঋৎপিন্ড সঠিকভাবে কাজ করছে কিনা- তা জানতে ব্যাথাবিহীন পরীক্ষা ইসিজি বা ইলেকট্রোকার্ডিওগ্রাম করা হয়।

    1. Report
  10. Question:এক্স-রে এর দুটি সুবিধা লিখ। 

    Answer
    এক্সরের ১৮৯৫ সালে জার্মান বিজ্ঞানী উইলহেম রনজেন আবিষ্কার করেন। এর দুটি সুবিধা হলো: ১. এর দ্বারা ভাঙ্গা হাড়, ক্ষত বা অবাঞ্চিত বস্তুর ছবি তোলা হয়। ২, নিরাপত্তা ব্যবস্থায় ব্যবহার করা হয়।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd