পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:এনজিওগ্রাফিতে ডাই-এর ব্যবহার ব্যাখ্যা কর। 

    Answer
    এনজিওগ্রাম করার সময় চিকিৎসক রোগীর দেহে যে তরল পদার্থ একটি সরু ও নমনীয় নলের মধ্যে দিয়ে প্রবেশ করিয়ে দেন তাকে ‘ডাই’ বলে। নলটিকে ক্যাথেটার বলে। এই ডাই ব্যবহারের ফলে রক্তবাহী নালিকাগুলো এক্সরের সাহায্যে দৃশ্যমান হয়। এই ডাই পরে কিডনী এবং মুত্রের মাধ্যমে শরীর থেকে বের হয়ে যায়।

    1. Report
  2. Question:আলট্রাসনোগ্রাফি কী? 

    Answer
    শরীরের অভ্যন্তরে নরম পেশি বা টিস্যুর সমস্যা নির্ণয়ে আলট্রাসাউন্ডকে কাজে লাগিয়ে যে পরীক্ষা করা হয়, তাকে আলট্রাসনোগ্রাফি বলে।

    1. Report
  3. Question:ক্যান্সার নিরাময়ে রেডিওথেরাপির ভূমিকা কী? 

    Answer
    রেডিওথেরাপি হলো ক্যান্সারের আরোগ্য বা নিয়ন্ত্রণের একটি কৌশল। এর মূল লক্ষ্য হলো আক্রান্ত কোষের DNA ধ্বংসের মাধ্যমে কোষটিকে ধ্বংস করা। অনেক ক্যান্সার রোগীর এটিই একমাত্রা চিকিৎসা।

    1. Report
  4. Question:উদ্ভিদ শরীরতত্ত্ব নিয়ে গবেষণার জন্যে জগদীশচন্দ্র বসু কী প্রতিষ্ঠা করেন? 

    Answer
    বসু বিজ্ঞান মন্দির।

    1. Report
  5. Question:C.T. স্ক্যান পদ্ধতিটি কী? ব্যাখ্যা কর। 

    Answer
    সিটি স্ক্যান শব্দটি ইংরেজি Computer Tomography Scan এর সংক্ষিপ্ত রূপ। যে প্রক্রিয়ায় কোনো ত্রিমাত্রিক বস্তুর কোনো ফালি বা অংশের দ্বিমাত্রিক প্রতিবিম্ব তৈরি করা হয় সে প্রক্রিয়াকে টমোগ্রাফি বলে। সিটি স্ক্যান হচ্ছে এই প্রক্রিয়ায় উৎপন্ন ছবি।

    1. Report
  6. Question:এন্ডোস্কোপিতে কোন আলোকীয় ঘটনা ব্যবহৃত হয়? 

    Answer
    এন্ডোস্কোপিতে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ব্যবহৃত হয়।

    1. Report
  7. Question:হৃৎপিন্ডের যে সকল অস্বাভাবিক প্রকৃতি ইসিজির মাধ্যমে সনাক্ত করা যায় তা ব্যাখ্যা কর। 

    Answer
    হৃৎপিন্ডের নিম্নলিখিত অস্বাভাকি প্রকৃতি ইসিজির মাধ্যমে শনাক্ত করা যায়।
    ১. হৃৎপিন্ডের স্পন্দনের হার বেশি বা কম বা অনিয়মিত হওয়া।
    ২. সম্প্রতি সংঘটিত হওয়া হার্ট এটাক।
    ৩. হৃৎপিন্ডের আকার বড় হয়ে যাওয়া।

    1. Report
  8. Question:ডাই কাকে বলে? 

    Answer
    এনজিওগ্রাফি করার সময় সময় রক্তনালিকায় বিমেষ টিউবের মাধ্যমে যে তরল পদার্থ প্রবেশ করান হয় তাকে ডাই বলে।

    1. Report
  9. Question:কী কী কারণে এনজিওগ্রাফি করতে হয় ব্যাখ্যা কর। 

    Answer
    সাধারণত যে যে কারণে চিকিৎসক এনজিওগ্রাফিকরার পরামর্শ দেন তা নিম্নরূপ:
    ১. হৃৎপিন্ডের বাহিরে ধমনির ব্লকেজ হলে।
    ২. ধমনি প্রসারিত হলে।
    ৩. কিডনীর ধমনির অবস্থা বোঝার জন্য।
    ৪. শিরার কোনো সমস্যা হলে।
    মূলত এ সমস্ত সমস্যার কারণে বুকে ব্যাথ্যা, হার্ট এ্যাটাক, স্ট্রোক প্রভৃতি সমস্যা হয়।

    1. Report
  10. Question:রেডিওথেরাপি কী? 

    Answer
    রেডিওথেরাপি শব্দটি ইংরেজি Radiation Therapy শব্দের সংক্ষিপ্ত রূপ।

    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd