পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:পরম গতি কী? 

    Answer
    পরম স্থিতিশীল প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে কোনো বস্তুর গতিকে পরম গতি বলে।

    1. Report
  2. Question:সুষম ত্বরণের একটি প্রাকিৃতিক উদাহরণ দাও। 

    Answer
    অভিকর্ষের প্রভাবে মুক্তভাবে পড়ন্ত বস্তুর ত্বরণ।

    1. Report
  3. Question:প্রস্ঙ্গ কাঠামো কাকে বলে? 

    Answer
    যে দৃঢ় বস্তুর সাথে তুলনা করে অন্য বস্তুর অবস্থান, স্থিতি, গতি ইত্যাদি নির্ণয় করা হয় তাকে প্রসঙ্গ কাঠামো বলে।

    1. Report
  4. Question:ঘূর্ণন গতি কাকে বলে? 

    Answer
    যখন কোনো বস্তু কোনো নির্দিষ্ট বিন্দু অক্ষ থেকে বস্তু কণাগুলোর দূরত্ব অপরিবর্তিত রেখে ঐ বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে ঘোরে তখন সে বস্তুর গতিকে ঘূর্ণন গতি বলে।

    1. Report
  5. Question:পর্যাবৃত্ত গতি কাকে বলে? 

    Answer
    কোনো গতিশীল বস্তু কণার গতি যদি এমন হয় যে, এটি এর গতিপথে নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই গতিকে পর্যাবৃত্ত গতি বলে।

    1. Report
  6. Question:গড় দ্রুতি কী? 

    Answer
    বস্তু যদি সুষম দ্রুতিতে না চলে তাহলে তার অতিক্রান্ত মোট দূরত্বকে সময় দিয়ে ভাগ করলে গড়ে প্রতি একক সময়ে প্রাপ্ত অতিক্রান্ত দূরত্বই হল গড় দ্রুতি।

    1. Report
  7. Question:অভিকর্ষ কাকে বলে? 

    Answer
    কোনো বস্তুর উপর পৃথিবীর আকর্ষণকে অভিকর্ষ বলে।

    1. Report
  8. Question:মহাকর্ষ কাকে বলে? 

    Answer
    মহাবিশ্বের যে কোনো দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ থাকে তাকে মহাকর্ষ বলে।

    1. Report
  9. Question:বেগ বনাম সময় লেখচিত্রের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল কী নির্দেশ করে? 

    Answer
    বেগ বনাম সময় লেখিচিত্রে যে কোন বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ঢাল ঐ বিন্দুতে ত্বরণ নির্দেশ করে।

    1. Report
  10. Question:পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি কোন ধরনের গতি? 

    Answer
    পেট্রোল ইঞ্জিনের সিলিন্ডারের মধ্যে পিস্টনের গতি এক ধরনের পর্যাবৃত্ত গতি।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd