পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:রাশি কী? 

    Answer
    ভৌত জগতে যাকিছু পরিমাপ করা যায় তাকে রাশি বলে।

    1. Report
  2. Question:বায়ুতে শব্দের বেগ সুষম বেগ- ব্যাখ্যা কর। 

    Answer
    আমরা জানি, বেগ হলো পারিপার্শিকের সাপেক্ষে বস্তুর সরণের হার। সময়ের সাথে এই হারের পরিবর্তন না হলে সংশ্লিষ্ট বেগকে সুষম বেগ রূপে বিবেচনা করা হয়। যেমন, কোনো বস্তু নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান দূরত্ব অতিক্রম করতে থাকলে এর বেগকে সুষম ধরা হবে।
    উৎস হতে শব্দ উৎপন্ন হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়লেও উৎপন্ন শব্দ তরঙ্গগুলোর কোনো নির্দিষ্ট একটি, যেদিকে যাওয়া শুরু করে, সেদিকেই সমান মানের বেগে অগ্রসর হতে থাকে বলে বায়ুতে শব্দের বেগকে সুষম বেগ হিসেবে ধরা হয়।

    1. Report
  3. Question:বেগের পরিবর্তন না হলে ত্বরণ থাকে না- ব্যাখ্যা কর। 

    Answer
    ত্বরণের সংজ্ঞা হতে আমরা জানি, সময়ের সাথে বস্তুর অসম বেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। যদি বেগের পরিবর্তন না থাকে অর্থাৎ বেগের পরিবর্তন শূন্য হয় তবে বেগের পরিবর্তনের হারও শূন্য হবে। ফলে সেক্ষেত্রে ত্বরণ আর থাকে না।

    1. Report
  4. Question:সুষম ত্বরণ কাকে বলে? 

    Answer
    কোনো বস্তুর বেগ যদি নির্দিষ্ট দিকে সব সময় একই হারে বাড়তে থাকে তাহলে ঐ বেগ বৃদ্ধির হারকে সুষম ত্বরণ বলে।

    1. Report
  5. Question:ঋণাত্মক ত্বরণ কী? 

    Answer
    সময়ের সাথে বস্তুর বেগ হ্রাসের হারকে ঋণাত্মক ত্বরণ বলে।

    1. Report
  6. Question:নিউটরেন দ্বিতীয় সূত্র হতে কীভাবে প্রথম সূত্রটি প্রতিপাদন করা যায়? 

    Answer
    নিউটনের ২য় সূত্র থেকে আমরা জানি,
    `F=ma=m((v-u)/t)`
    বা m(v-u)=Ft
    এখন যদি বাইরে থেকে কোনো বল প্রযুক্ত না হয়, অর্থা
     F = 0 হয়, তবে, m(v-u)=0
    বা v-u=0 `[.:m!=0]`
    `:.v=u`
    সুতরাং বাইরে থেকে বস্তুর ওপর কোনো বল প্রযুক্ত না হলে, বস্তুর বেগের কোনো পরিবর্তন হয় না।

    1. Report
  7. Question:সমবেগ কী? 

    Answer
    যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক অপরিবতর্তিত থাকে তাহলে সেই বস্তুর বেগকে সমবেগ বলে।

    1. Report
  8. Question:নিউটনের গতির ২য় গতিসূত্রটি লিখ। 

    Answer
    বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর ওপর প্রযুক্ত বলের সমানযুপাতিরক এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন সে দিকে ঘটে।

    1. Report
  9. Question:‘পরম গতি ও পরম স্থিতি বলতে কিছু নেই- উক্তিটি ব্যাখ্যা কর। 

    Answer
    এ মহাবিশ্বের কোনো বস্তুই স্থির নয়। বরং একে অপরের সাপেক্ষে গতিশীল। তাই পরম স্থিতি বলতে কিছু নেই। আর, পরম গতির সংজ্ঞা দেয়া হয় পরম স্থিতিশীল বস্তুর সাপেক্ষে। যেহেতু পরম স্থিতিশীল এরূপ কোনো বস্তু নেই, তাই পরম গতি বলতেও কিছু নেই।

    1. Report
  10. Question:মন্দনের মাত্রা লিখ। 

    Answer
    মন্দনের মাত্রা `LT^(-2)`।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd