পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:তাৎক্ষণিক দ্রুতি ব্যাখ্যা কর। 

    Answer
    কোন মুহূর্তকে ঘিরে অতি ক্ষুদ্র সময় ব্যবধানে সময়ের সাথে বস্তুর পরিবর্তনের হারকে ঐ মুহূর্তের দ্রুতি অর্থাৎ তাৎক্ষণিক দ্রুতি বলে।

    1. Report
  2. Question:স্থিতি কী? 

    Answer
    সময়ের পরিবর্তনের সাথে পারিপার্শ্বিক সাপেক্ষে কোনো বস্তুর অবস্থান অপরিবতর্িত থাকাকে স্থিতি বলে।

    1. Report
  3. Question:কোনো গাড়ির দ্রুতি `50kmh^(-1)` বলতে কী বোঝ? 

    Answer
    কোন গাড়ির দ্রুতি `50kmh^(-1)` বলতে বোঝায়: 
    (ক) গাড়িটির অবস্থান পরিবর্তনের হার = `50kmh^(-1)`এই অবস্থান পরিবর্তনের হার সরল বা বক্রপথে যেকোন দিকে হতে পারে।
    (খ) গাড়িটি প্রতি ঘন্টায় 50 কিলোমিটার পথ অতিক্রম করতে পারে।

    1. Report
  4. Question:বেগ ভেক্টর রাশি কেন? 

    Answer
    আমরা জানি, পারিপার্শিকের সাপেক্ষে নির্দিষ্ট দিকে বস্তুর অবস্থানের পরিবর্তনের হারকে বেগ বলে। সুতরাং সংজ্ঞানুসারে। বেগের মান ও দিক উভয়েই রয়েছে। অন্য কথায়, বেগ সংজ্ঞায়িত করতে মান দিক উভয়ই নির্দেশের প্রয়োজন হয় বলে এটি েএকটি ভেক্টর রাশি। উল্লেখ্য যে, বেগকে পরিবর্তন করতে হলে এর মান অথবা, দিক অথবা উভয়ই পরিবর্তন করতে হয়।

    1. Report
  5. Question:পড়ন্ত বস্তুর সূত্র কে প্রদান করেন? 

    Answer
    গ্যালিলিও গ্যালিলি।

    1. Report
  6. Question:বেগ কী রাশি? 

    Answer
    বেগ ভেক্টর রাশি।

    1. Report
  7. Question:কোনো বস্তু কণার বেগ আছে কিন্তু ত্বরণ নেই- এরকম হতে পারে কী? 

    Answer
    কোনো বস্তুর বেগ থাকা সত্ত্বেও এর ত্বরণ নাও থাকতে পারে। এক্ষেত্রে বস্তুটির ত্বরণ শূন্য হবে এবং বেগ অপরিবর্তিত থাকবে। মহাবিশ্বের যে স্থানে কোনোরূপ মহাকর্ষ বল নেই সেখানে কোনো বস্তু যে গতিতে চলছে সে গতিবেগেই চলতে থাকবে, ফলে এর কোনো ত্বরণ থাকবে না। সুতরাং কোনো বস্তু কণার বেগ আছে কিন্তু ধরন নেই এরকম হতে পারে।

    1. Report
  8. Question:স্থিতি ও গতির মধ্যকার পার্থক্য- ব্যাখ্যা কর। 

    Answer
    এ মহাবিশ্বের সকল স্থিতি ও গতিই আপেক্ষিক, কোনোটিই পরম নয়। প্রসঙ্গ বস্তু ও আলোচ্য বস্তুর পারস্পরিক অবস্থান যদি সময়ের সাথে অপরিবর্তিত থাকে তাহলে আলোচ্য বস্তুটিকে প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে স্থিতিশীল ধরা হয়। অপরদিকে গতি হলো প্রসঙ্গ বস্তুর সাপেক্ষে একই বেগে কিন্তু একই দিকে চলছে না এরূপ আলোচ্য বস্তুর গতির অবস্থা, অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল ধরা হয়।

    1. Report
  9. Question:প্রসঙ্গ কাঠামো কেন দরকার- ব্যাখ্যা কর। 

    Answer
    এ মহাবিশ্বের কোনো গতি এবং স্থিতি কম নয়, বরং এর সকলেই আপেক্ষিক। অর্থাৎ কোনো বস্তুর স্থির বা গতিশল আছে কিনা তা বোঝারজন্য পর্যব্খেষণ দরকার হয় যা পদার্থবিজ্ঞানের ভাষায় প্রসঙ্গ কাঠামো নামে পরিচিত। প্রসঙ্গ কাঠামোর গতি এবং লক্ষ্যবস্তুর গতি একই দিকে একই মানের হলে লক্ষ্যবস্তুটি আপেক্ষিকভাবে স্থির মনে হবে, আর সমান না হলে লক্ষ্যবস্তুটি পর্যবেক্ষক বা প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে লক্ষ্যবস্তুটি গতিশীল মনে হবে।

    1. Report
  10. Question:অসম বেগ কাকে বলে? 

    Answer
    কোনো গতিশীল বস্তু যদি এমনভাবে চলতে থাকে যে সময়ের সাথে সরণের মান অথবা দিক অথবা উভয়ই পরিবর্তিত হয় তবে বস্তুর ঐ সরণের হারকে অসমবেগ বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd