Question:ভোতা ছুরি দিয়ে কিছু সহজে কাটা যায় না কেন?
Answer
ভোতা ছুরির ভোতা প্রান্তের ক্ষেত্রফল বেশী। সে কারণে কোন বস্তুর উপর ভোতা প্রান্ত রেখে বল প্রয়োগ করলে অপেক্ষাকৃত কম চাপ পড়ে ফলে কোন বস্তু সহজে কাটা যায় না। পক্ষান্তরে ধারাল ছুরির প্রান্তের ক্ষেত্রফল কম বলে এর দআবরা সহজে বস্তু টাকা যায়।