পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:স্থিতিস্থাপকতা কী? 

    Answer
    বাহ্যিক বল প্রয়োগ করে কোনো বস্তুর আকার বা আয়তন উভয়ের পরিবর্তনের চেষ্টা করলে যে ধর্মের জন্য বস্তুটি এই প্রচেষ্টাকে বাধা দেয় এবং বল অপসারিত হলে বস্তু তার পূর্বের আকার বা আয়তন ফিরে পায় সেই ধর্মকে স্থিতিস্থাপকতা বলে।

    1. Report
  2. Question:পদার্থের আণবিক তত্ত্বের মূল বিষয় ক/ 

    Answer
    পিদার্থের অণুগুলো গতিশীল অবস্থায় আছে, এই ধারণা ধরে নেওয়াই পদার্থের আণবিক গতিতত্ত্বের মূল বিষয়।

    1. Report
  3. Question:স্থিতিস্থাপক সীমা কাকে বলে? 

    Answer
    যার চেয়ে বেশি বল প্রয়োগ করলে বস্তু আর পূর্বের আকার ফিরে পায় না। বস্তুর ওপর প্রয়োগকৃত বলের এই সীমাকে স্থিতিস্থাপক সীমা বলে।

    1. Report
  4. Question:স্থিতিস্থাপক গুণাঙ্ক কাকে বলে? 

    Answer
    হুকের সূত্রানুসারে পীড়ন ও বিকৃতির অনুপাত একটি ধ্রুব সংখ্যা। এই ধ্রুবকটিকে বস্তুর উপাদানের স্থিতিস্থাপক গূনাঙ্ক বলে।

    1. Report
  5. Question:অণু কাকে বলে? 

    Answer
    যে কোনো পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র কণার সমন্বয়ে গঠিত। এই কণাগুলোকে পদার্থের অণু বলে।

    1. Report
  6. Question:প্লাজমা কী? 

    Answer
    প্লাজমা হলো পদার্থের চতুর্থ অবস্থা। এটি অতি উচ্চ তাপমাত্রায় আয়নিত গ্যাস।

    1. Report
  7. Question:পৃথিবীর পৃষ্ঠে প্রতি বর্গমিটারে বায়ুমন্ডলীয় চাপ কত? 

    Answer
    পৃথিবী পৃষ্ঠের প্রতি বর্গমিটারে বায়ুমন্ডলীয় চাপ প্রায় `10^5N`

    1. Report
  8. Question:প্লাজমার প্রধান উৎস কী? 

    Answer
    প্লাজমার প্রধান উৎস হচ্ছে সূর্য।

    1. Report
  9. Question:বায়ুমন্ডলীয় চাপ কীসের ওপর নির্ভর করে? 

    Answer
    বায়ুমন্ডলীয় চাপ নির্ভর করে বায়ুমন্ডলের উচ্চতা এবং বায়ুর ঘনত্বের ওপর।

    1. Report
  10. Question:ঘনত্ব কীসের ওপর নির্ভর করে? 

    Answer
    ঘনত্ব বস্তুর উপাদান ও তাপমাত্রার ওপর নির্ভর করে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd