পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:পদার্থের অভ্যন্তরীণ শক্তি বলতে কী বোঝ? 

    Answer
    পদার্থের অণুগুলো সর্বদা গতিশীল। কঠিন পদার্থের অণুগুলো একস্থান থেকে এদিক-ওদিক স্পন্দিত হয়। তরল ও গ্যাসীয় পদার্থের অণুগুলো এলোমেলোভাবে ছুটাছুটি করে। অণুগুলোর এই গতির জন্য গতিশক্তির সঞ্চার হয়। আবার পদার্থের অণুগুলোর মধ্যকার ক্রিয়ারত আকর্ষণ-বিকর্ষণ বলের দরুন বিভবশক্তির উদ্ভব ঘটে। পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভবশক্তির সমষ্টিকে অভ্যন্তরীণ শক্তি বলে।

    1. Report
  2. Question:বরফের আপেক্ষিক তাপ কত? 

    Answer
    বরফের আপেক্ষিক তাপ `2100 Jkg^(-1)K^(-1)`।

    1. Report
  3. Question:দুটি বস্তুর মধ্যে তাপের আদান-কীসের ওপর নির্ভর করে? 

    Answer
    দুটি বস্তুর মধ্যে তাপের আদান-প্রদান বস্তুদ্বয়ের তাপীয় অবস্থার ওপর নির্ভর করে।

    1. Report
  4. Question:তাপ এক প্রকার শক্তি- ব্যাখ্যা কর। 

    Answer
    তাপ এক প্রকার শক্তি। কারণ তাপ দ্বারা কাজ করা যায়। বাষ্পীয় ইঞ্জিনে কয়লা পুড়ে রাসায়নিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এ তাপ শক্তি বয়লারের পানিকে বাষ্পে পরিণত করে এবং বাষ্প ইঞ্জিন চালনা করে। আবার তাপকে অন্য শক্তিতেও রূপান্তরিত করা যায়।

    1. Report
  5. Question:দৈর্ঘ্য প্রসারণ সহগ কাকে বলে? 

    Answer
    1m দৈর্ঘ্যের কোন কঠিন পদার্থের দন্ডের তাপমাত্রা 1k বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি পায় তাকে ঐ দন্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে।

    1. Report
  6. Question:কঠিন পদার্থের আয়তন প্রসারণ কাকে বলে? 

    Answer
    কোন কঠিন পদার্থের তাপমাত্রা বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি পায়। একে আয়তন প্রসারণ বলে।

    1. Report
  7. Question:সীসার ক্ষেত্র প্রসারণ সহগ `57.2xx10^(-6)K^(-1)` বলতে কী বুঝায়? 

    Answer
    সীসার ক্ষেত্র প্রসারণ সহগ `57.2xx10^(-6)K^(-1)` বলতে বুঝায় `1m^2` ক্ষেত্রফলের সীসার তাপমাত্রা 1K বৃদ্ধি করলে ক্ষেত্রফল `57.2xx10^(-6)m^2` বৃদ্ধি পায়।

    1. Report
  8. Question:আপেক্ষিক তাপের একক কী? 

    Answer
    আপেক্ষিক তাপের একক `Jkg^(-1)K^(-1)`।

    1. Report
  9. Question:তাপ ও তাপমাত্রার মধ্যে ২টি পার্থক্য নির্ণয় কর। 

    Answer
    ক) তাপ: তাপ হচ্ছে এক প্রকার শক্তি যা উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুর দিকে প্রবাহিত হয়।
    তাপমাত্রা: তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ঐ বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে বস্তুটি তাপ গ্রহণ করবে না বর্জন করবে।
    খ) তাপ: তাপের প্রবাহ তাপের পরিমাণের ওপর নির্ভর করে না।
    তাপমাত্রা: তাপের প্রবাহ তাপমাত্রার ওপর নির্ভর করে।

    1. Report
  10. Question:গলন কাকে বলে? 

    Answer
    তাপ প্রয়োগে কঠিন পদার্থকে তরলে পরিণত করাকে গলন বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd