পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:তাপধারণ ক্ষমতা ও আপেক্ষিক তাপের মধ্যে সম্পর্ক স্থাপন কর। 

    Answer
    কোনো বস্তুর তাপমাত্রার 1 K বাড়াতে যে তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর তাপ ধারণক্ষমতা বলে। আবার যদি বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ S হয়, তবে একক ভরের বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে S জুল তাপের প্রয়োজন হয়।
    অতএব, 1 kg বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে তাপের প্রয়োজন = S জুল mkg বস্তুর তাপমাত্রা। 1 K বাড়াতে তাপের প্রয়োজন হবে = mS জুল এটিই m kg ভরের বস্তুর তাপধারণ ক্ষতা।
    অতএব, তাপধারণ ক্ষমতা = ভর x  আপেক্ষিক তাপ

    1. Report
  2. Question:তাপধারণ ক্ষমতা কাকে বলে? 

    Answer
    কোনো বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে ঐ বস্তুর তাপধারণ ক্ষমতা বলে।

    1. Report
  3. Question:কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? 

    Answer
    কোনো বস্তুর তাপধারণ ক্ষমতা ঐ বস্তুর দুইটি বিষয়ের ওপর নিভর করে, যথা- বস্তুটির উপাদান ও বস্তুর ভর। যেহেতু যে কোনো বস্তুর তাপমাত্রা 1 K বৃদ্ধি করতে একই পরিমাণ তাপের প্রয়োজন হয় না তাই ভিন্ন ভিন্ন বস্তুর উপাদান ও ভর ভিন্ন হলে তাদের তাপধারণ ক্ষমতা ভিন্ন হবে।

    1. Report
  4. Question:সুপ্ত তাপ কী? 

    Answer
    তাপমাত্রার পরিবর্তন না করে শুধুমাত্র একক ভরের কোনো পদার্থকে এক অবস্থা থেকে অন্য অবস্থায় রূপান্তরি করতে প্রয়োজনীয় তাপের পরিমাণকে সুপ্ততাপ বলে।

    1. Report
  5. Question:তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ `16.7 xx 10^(-6)K^(-1)` বলতে কী বোঝ? 

    Answer
    1 m দৈর্ঘ্যের কোনো দন্ডের তাপমাত্রা  1 K বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায় তাকে এর উপাদানে দৈর্ঘ্য প্রসারণ সহগ বলে।
    তামার দৈর্ঘ্য প্রসারণ সহগ `16.7 xx 10^(-6)K^(-1)`  বলতে বোঝায় 1 m দৈর্ঘ্যের তামার দন্ডের তাপমাত্রা 1 k বৃদ্ধি করলে এর দৈর্ঘ্য `16.7 xx 10^(-6)`  বৃদ্ধি পায়।

    1. Report
  6. Question:আপেক্ষিক তাপ এর সংজ্ঞা দাও। 

    Answer
    1 kg ভরের কোনো বস্তুর তাপমাত্রা 1 K বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে ঐ বস্তুর উপাদানের আপেক্ষিক তাপ বলে।

    1. Report
  7. Question:আপাত প্রসারণ পাত্রের উপাদানের ‍ওপর নির্ভর করে না ব্যাখ্যা কর। 

    Answer
    পাত্রের প্রসারণ বিবেচনা না করে আপাত দৃষ্টিতে তাপ প্রয়োগে তরল পদার্থের যে প্রসারণ হয় তাকে আপাত প্রসারণ বলে।
    যেহেতু এক্ষেত্রে পাত্রের প্রসারণ বিবেচনা করা হয় না, তাই আপাত প্রসারণ পাত্রের উপাদানের ওপর নির্ভর করে না।

    1. Report
  8. Question:তাপ কী? 

    Answer
    তাপ হলো এক প্রকার শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়।

    1. Report
  9. Question:বাষ্পায়নে শীতলতার উদ্ভব হয় কেন- ব্যাখ্যা কর। 

    Answer
    বাষ্পায়নের সময় পদার্থ তরল হতে গ্যাসীয় অবস্থায় রূপান্তরিত হয়। এ রূপান্তরের জন্য প্রয়োজনীয় সুপ্ততাপ তরল সংলগ্ন পাত্র বা বস্তু হতে গ্রহণ করা হয় বলে উক্ত পাত্র বা বস্তু বাষ্পায়নের ফলে শীতল হয়ে যায় বা শীতলতার উদ্ভব হয়। এই মূলনীতি ব্যবহার করে গরমের দিনে নতুন মাটির কলসিতে পানি রেখে ঐ পানি ঠান্ডা রাখা হয়।

    1. Report
  10. Question:আপাত প্রসারণ কী? 

    Answer
    পাত্রের প্রসারণ বিবেচনায় না এনে তরলের যে প্রসারণ পাওয়া যায় তাকে আপাত প্রসারণ বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd