পদার্থ বিজ্ঞান-নবম-দশম
  1. Question:ঘনত্ব বস্তুর তাপমাত্রার ওপর কীভাবে নির্ভর করে- ব্যাখ্যা কর। 

    Answer
    বস্তুতে তাপ প্রয়োগ করলে এর অণু পরমাণুসমূহ পরস্পর হতে দূরে সরে যায় বলে এর আয়তন বৃদ্ধি পায়। যেহেতু ভর নির্দিষ্ট থাকে এবং ঘনত্ব হলো ভর ও আয়তনের অনুপাত, তাই তাপমাত্রা বৃদ্ধিতে বস্তুর ঘনত্ব হ্রাস পায়। বিপরীতক্রমে, তাপমাত্রা হ্রাসে বস্তুর আয়তন হ্রাস পায় এবং ঘনত্ব বৃদ্ধি পায়। তবে কোনো কোনো ক্ষেত্রে (যেমন পানি) এর ব্যতিক্রম পরিলক্ষিত হয়।

    1. Report
  2. Question:পানির ত্রৈধবিন্দুর সংজ্ঞা দাও। 

    Answer
    যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বরফ, পানি এবং জলীয় বাষ্পরূপে সহাবস্থান করে তাকে পানির ত্রৈধবিন্দু বলে।

    1. Report
  3. Question:দুটি বস্তুর তাপ সমান হলেও এদের তাপমাত্রা ভিন্ন হতে পারে কি? ব্যাখ্যা কর। 

    Answer
    দুটি বস্তুর তাপ সমান হলেও তাদের তাপমাত্রা ভিন্ন হতে পারে, কারণ বস্তুর তাপমাত্রা তাদের তাপের পরিমাণের ওপর নির্ভর করে না, নির্ভর করে বস্তুর তাপীয় অবস্থার ওপর। একই উপাদানের কিন্তু ভিন্ন আকারের দুটি বস্তুর তাপের পরিমাণ সমান হলে ক্ষুদ্রতর বস্তুটির তাপমাত্রা বেশি হবে।

    1. Report
  4. Question:পুনঃশিলীভবন কাকে বলে? 

    Answer
    চাপ প্রয়োগের ফলে কঠিন বস্তু গলে যাওয়া এবং চাপ প্রত্যাহারে আবার কঠিন অবস্থা প্রাপ্ত হওযাকে পুনঃশিলীভবন বলে।

    1. Report
  5. Question:একক ভরের তাপধারণ ক্ষমতাই আপেক্ষিক তাপ, ব্যাখ্যা কর। 

    Answer
    কোনো বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে যে তাপের প্রয়োজন হয়, তাকে ঐ বস্তুর তাপ ধারণক্ষমতা বলে। আবার 1 kg ভরের বস্তুর তাপমাত্রা 1 K বাড়াতে যে তাপের প্রয়োজন হয়, তাকে আপেক্ষিক তাপ বলে। সুতারাং উপরিউক্ত সংজ্ঞানুসারে বলা যা একক ভরের তাপধারণ ক্ষমতাই আপেক্ষিক তাপ।

    1. Report
  6. Question:তাপমিতিক ধর্ম ক? 

    Answer
    তিাপমাত্রার তারতম্যের জন্য পদার্থের যে ধর্ম নিয়মিতভাবে পরিবর্তিত হয় এবং এই পরিবর্তন লক্ষ করে সহজ ও সূক্ষ্মভাবে তাপমাত্রা নিরূপন করা যায় সেই ধর্মকেই পদার্তের তাপমাত্রিক ধর্ম বলে।

    1. Report
  7. Question:তরলের প্রকৃত প্রসারণ ও আপত প্রসারণের মধ্যকার সম্পর্ক নির্ধারণ কর। 

    Answer
    তরলের প্রকৃত প্রসারণ ও আপত প্রসারণের মধ্যকার সম্পর্ক হলো: প্রকৃত প্রসারণ = আপত প্রসারণ + পাত্রার প্রসারণ।
    কোনো পাত্রে কিছু তরল পদার্থ নিয়ে তাতে তাপ প্রয়োগ করলে পাত্রটি প্রথমে তাপ গ্রহণ করে এবং প্রসারিত হয়। তাপ প্রয়োগ অব্যাহত রাখলে তরল প্রাথমিক উচ্চতা ছাড়িয়ে উপরে ওঠে। এ অবস্থায় তরলের প্রসারণ মনে হবে তরলের প্রাথমিক উচ্চতার উপরের অংশটুকু। কিন্তু প্রকৃত প্রসারণ হবে পাত্রের প্রসারণের পর তরল যখন নিচে নামতে থাকে সেই উচ্চতা থেকে তরলের প্রসারণের ফলে তৈরি হওয়া সর্বোচ্চ উচ্চতা পর্যন্ত অর্থাৎ, তরলের প্রকৃত প্রসারণ `DeltaVr` তরলের আপত প্রসারণ `DeltaV_a` এবং পাত্রের প্রসারণ `DeltaV_g` হলে, `DeltaV_r` = `DeltaV_a`+`DeltaV_g`

    1. Report
  8. Question:আপেক্ষিক তাপ কাকে বলে? 

    Answer
    কোনো পদার্থের 1 kg ভরের তাপমাত্রা 1 K বৃদ্ধি করতে যে তাপ প্রয়োন তাকে ঐ পদার্থের আপেক্ষিক তাপ বলে।

    1. Report
  9. Question:দুই টুকরা বরফকে একসাথে চেপে ধরলে জোড়া লেগে যায় কেন? ব্যাখ্যা কর। 

    Answer
    গণনাঙ্কের উপর চাপের প্রভাবে বরফ টুকরা দুটি চেপে ধরলে জোড়া লেগে যায়।
    যখন বরফ টুকরো দুটির ওপর চাপ দেওয়া হয় তখন এদের সংযোগস্থলের গলনাঙ্ক `0^0C` এর নিচে নেমে আসে। কিন্তু সংযোগস্থলের তাপমাত্রা `0^0C` থাকায় ঐ জায়গার বরফ গলে যায়। আবার চাপ অপসারণ করা হলে গলনাঙ্ক আবার `0^0C` তাপমাত্রায় চলে আসে। ফলে সংযোগস্থলের বরফগলা পানি জমাট বেধে টুকরো দুটিকে জোড়া লাগিয়ে দেয়।

    1. Report
  10. Question:বাষ্পায়ন কী? 

    Answer
    যেকোনো তাপমাত্রায় তরলের শুধুমাত্রা উপরিতল থেকে ধীরে ধীরে বাষ্পে পরিণত হওয়ার প্রক্রিয়াকে বাষ্পায়ন বলে।

    1. Report
Copyright © 2025. Powered by Intellect Software Ltd