Question:তড়িৎ বলরেখা কাকে বলে?
Answer
তড়িৎক্ষেত্রে একটি মুক্ত ধানাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমন করে তাকে তড়িৎ বলরেখা বলে।
Question:তড়িৎ বলরেখা কাকে বলে?
তড়িৎক্ষেত্রে একটি মুক্ত ধানাত্মক আধান স্থাপন করলে এটি যে পথে পরিভ্রমন করে তাকে তড়িৎ বলরেখা বলে।
Question:তড়িৎক্ষেত্রের বিস্তৃতি ব্যাখ্যা কর।
কোনো আধানের চারপাশে একটি এলাকা জুড়ে এর প্রভাব পরিলক্ষিত হয় যে এলাকার মধ্যে অন্য কোনো আধান স্থাপন করা হলে এর উপর একটি বল ক্রিয়া করে। এ এলাকাকে তড়িৎক্ষেত্র বলে। তাত্ত্বিকভাবে তড়িৎক্ষেত্র অসীম পর্যন্ত বিস্তৃত।
Question:তড়িৎবীক্ষণ যন্ত্র কী?
যে যন্ত্রের সাহায্যে কোন বস্তু তড়িৎগ্রস্থ কিনা তা যাচাই করা যায় এবং তড়িৎগ্রস্থ বস্তুর চার্জের প্রকৃতি নির্ণয় করা যায় তাকে তড়িৎবীক্ষণ যন্ত্র বলে।
Question:একটি বস্তু চার্জিত বা অচার্জিত তা তুমি কীভাবে পরখ করবে?- ব্যাখ্যা কর।
কোনো বস্তু চার্জিত কি-না জানতে বস্তুটিকে একটি রেশম সুতার সাহায্যে ঝুলিয়ে অপর েএকটি চার্জিত বস্তুকে বস্তুটির নিকট আনলে যদি আকর্ষণ ঘটে তবে বস্তুটি অচার্জিত বা বিপরীত চার্জে চার্জিত হতে পারে। কিন্তু যদি বিকর্ষণ ঘটে তবে বস্তুটি অবশ্যই সমজাতীয় চার্জে চার্জিত। বস্তুটি যদি ধনাত্মক ও ঋণাত্মক উভয় জাতীয় চার্জ দ্বারা আকর্ষিত হয় তবে বস্তুটি অচার্জিত।
Question:তড়িৎক্ষেত্রে তীব্রতা কাকে বলে?
তড়িৎক্ষেত্রের কোন বিন্দুতে একটি একক ধনাত্মক আধান স্থাপন করলে সেটি যে বল অনুভব করে তাকে ঐ বিন্দুর তড়িৎ ক্ষেত্রের তীব্রতা বলে।
Question:একটি ইঞ্জিনের কর্মদক্ষতা 0.25 এর অর্থ কী?
কোন ইঞ্জিনের কর্মদক্ষতা 0.25 বলতে বুঝায় যে, যদি এ ইঞ্জিনে 100J শক্তি দেওয়া হয়, তাহলে সে যন্ত্র থেকে লভ্য কার্যকর শক্তি 25J হবে।
Question:সমজাতীয় দুটি আধানের মধ্যে বলের প্রকৃতি কীরূপ হবে?
সমজাতীয় দুটি আধান পরস্পরকে বিকর্ষণ করে।
Question:দটি বল রেখা পরস্পরকে ছেদ করে না- ব্যাখ্যা কর।
দুটি বলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদ বিন্দুতে দুটি রেখার দুটি স্পর্শক দুটি ভিন্ন দিকে টানা যাবে, অর্থাৎ ছেদ বিন্দুতে একটি ধনাত্মক চার্জ রাখা হলে তা দুটি ভিন্ন দিকে গতিশীল হবে, কিন্তু তা অসম্ভব তাই দুটি বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করে না।
Question:দুটি বস্তুর পারস্পরিক ঘর্ষণের ফলে কী উৎপন্ন হয়?
আধান।
Question:সুষম তড়িৎক্ষেত্র বলতে কী বোঝ?
কোনো তড়িৎক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্য যদি একই হয় অর্থাৎ তড়িৎক্ষেত্রের সকল বিন্দুতে প্রাবল্যের মান সমান এবং দিক একই হয় তবে ঐ তড়িৎক্ষেত্রকে সুষম তড়িৎক্ষেত্র বলা হয়। সুষম তড়িৎক্ষেত্রের বলরেখাগুলোর পরস্পর সমান্তরাল ও সম ঘনত্ববিশিষ্ট হয়।