Question:সাধারণ কাচ লেন্স অপেক্ষা চক্ষুলেন্স কীরূপে পৃথক-আলোচনা কর।
Answer
চক্ষু লেন্সের পিছনের দিকের বক্রতা সামনের দিকের বক্রতার চেয়ে কিছুটা বেশি। অপর দিকে সাধারণ কাচ লেন্সের উভয় দিকের বক্রতার সমান। এর বক্রতার পরিবর্তিত হয় না এবং ফোকাস দূরত্ব ও পরিবর্তনযোগ্য হয় না। পক্ষান্তরে চক্ষু লেন্সের ফোকাস দূরত্ব পরিবর্তনযোগ। এ দিক হতেই সাধারণ কাচ লেন্স অপেক্ষা চক্ষুলেন্স পৃথক।