প্রাপ্য হিসাবসমূহের হিসাবরক্ষণ
 
  1. Question: বিনিময় বিল প্রত্যাখ্যাত হলে আদিষ্টের বহিতে যেটি সঠিক-

    A
    পাওনাদার বৃদ্ধি পাবে

    B
    পাওনাদার হ্রাস পাবে

    C
    প্রদেয় বিল বৃদ্ধি পাবে

    D
    প্রদেয় বিল হ্রাস পাবে

    Note: বিনিময় বিল প্রত্যাখ্ান হলে অদিষ্টের বহিতে প্রদেয়বিল বৃদ্ধি পায়।
    1. Report
  2. Question: চেকের বৈশিষ্ট কোনটি?

    A
    নির্দিস্ট পরিমাণ অর্ত প্রদানের নির্দেশনামা

    B
    শর্তহীন নির্দেশানামা

    C
    সর্বাবস্থায় লিখিত

    D
    সবগুলো

    Note: চেক হল ব্যাংকের প্রতি মক্কেলের ব্যাংক কর্তৃক সরবরাহকৃত ও স্বীকৃত লিখিত শর্তহীন আদেশনামা যা মক্কেলকে বা বাহককে বা তার আদেশ অনুসারে অন্যকোন ব্যক্তিকে নির্দিস্ট পরিমাণ টাক প্রদানের জন্য ব্যাংকের প্রতি লিখিত, শর্তহীন নির্দেশনামা যার জন্য ব্যাংক উক্ত ব্যীক্তকে টাকা প্রদানে বাধা থাকে। সুতরাং চেকের বৈশিষ্ট সম্পর্কে উল্লেখিত সকল শর্ত বা বিষয়গুলো সত্য।
    1. Report
  3. Question: প্রত্যাখ্যাত বিনিময় বিলের নোটিং চার্জ হচ্ছে-

    A
    আদেষ্টার আয়

    B
    আদেষ্টার ব্যয়

    C
    আদিষ্টের আয়

    D
    আদিষ্টের ব্যয়

    Note: প্রত্যাখ্যাত বিনিময় বিলের নোটিং চার্জ চূড়ান্ত ভাবে আদিষ্টকে বহন করতে হয়।
    1. Report
  4. Question: বিনিময় বিল কে তৈরি করে?

    A
    ক্রেতা

    B
    বিক্রেতা

    C
    তৃতীয় পক্ষ

    D
    ব্যাংক

    E
    পক্ষই নয়

    Note: বিনিময় বিল বিক্রেতা কর্তৃক প্রস্তুত হয় এবং কেত্রতা কর্তৃক পরিশোধিত হয়।
    1. Report
  5. Question: বিনিময় বিলের বৈশিষ্ট্য কোনটি?

    A
    নিঃশর্ত নির্দেশনা

    B
    সর্বাবস্থায় লিখিত

    C
    নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদানের নির্দেশনামা

    D
    নির্দিষ্ট সময়ে পরিশোধের নির্দেশনামা

    E
    উপরের সবগুলোই সঠিক

    Note: বিনিময় নিলের বিশেষ বৈশিষ্ট্য হলো যে, বিলের টাকা পরিশোধের জন্য কোনরূপ শর্ত আরোপ করা যায় না। অর্থাৎ ইহা (ক) নিঃশর্ত বা শর্তহীন নির্দেশনামা। বিনিময় বিল পাওনাদার বা আদেষ্টা কর্তৃক দেনাদার কর্তৃক দেনাদার বা আদিষ্টের উপর একটি (খ) লিখিত আদেশ যাতে কোন অনুরোধের সুর থাকে না এবং ইহাতে (গ) নির্দিস্ট পরিমাণ অর্থের উল্লেখ থাকে যা লিখিত ও সংখ্যায় হতে হয় এবং (ঘ) নির্দিষ্ট সময়ে পরিশোধ করতে হয়।
    1. Report
  6. Question: বিলের নোটিং চার্জ পরিশোধ করেন?

    A
    আদেষ্টা

    B
    স্বীকৃতিকারী

    C
    বিলের ধারক

    D
    প্রাপক

    Note: বিনিময় বিল অস্বীকৃতি বা অপরিশোধজনতি কারণে প্রত্যাখ্যাত হলে বিলের ধারক প্রত্যাখানের বিষয়ীট লেখা প্রমানকের (নেটারী পাবলিক) দ্বার লিপিবদ্ধ করিয়া থাকেন। আর এ জন্য ধারককে বলের মূল্যের উপর ভিত্তি করে সরকার কর্তৃক নির্ধারিত ফি বা নোটিং চার্জ পরিশোধ করতে হয়। অবশ্য পরে ধারক অদিষ্টের নিকট হতে তা আদায় করে নেন। অর্থাৎ প্রাথমিকভাবে বিলে নোটিং চার্জ পরিশোধ করতে হয়।
    1. Report
  7. Question: প্রাপ্যবিল হিসাব ডেবিট ২৩,০০০ টাকা, ক্রেডিট ১৪,০০০ টাকা এবং সমাপনী জের ১২,০০০ টাকা প্রারম্ভিক জের-

    A
    ২৫,০০০ টাকা

    B
    ৩,০০০ টাকা

    C
    ২১,০০০ টাকা

    D
    ২৩,০০০ টাকা

    Note: প্রারম্ভিক জের= (ক্রেডিট জের+সমাপনী জের)-(ডেটিব জের) = (১৪,০০০ + ১২,০০০) - (২৩,০০০) = (২৬,০০০ - ২৩,০০০) = ৩,০০০ টাকা
    1. Report
  8. Question: অদিষ্টের (Drawer) বইতে বিলের অসম্মান এর জন্য জাবেদা হল-

    A
    দেয়বিল হিসাব ডেবিট, অদেষ্টার (Drawer) হিসাব ক্রেডিট

    B
    প্রাপ্যবিল হিসাব ডেবিট, স্বীকৃতদাতা হিসাব ক্রেডিট

    C
    দেয়বিল হিসাব ডেবিট, স্বীকৃতদাতা হিসাব ক্রেডিট

    D
    প্রাপ্যবিল হিসাব ডেবিট, অদেষ্টার হিসাব ক্রেডিট

    Note: অদিষ্ট তার উপর আদেষ্টার তৈরি বিলে স্বীকৃতি প্রদান করে। আর এ জন্য সে বিলের টাকা প্রদানে দায়ী থাকে, ফলে সে জাবেদা দাখিলা প্রদান করে, আদেষ্টার হিসাবকে ডেটিব করে এবং দেয় বিলকে ক্রেডিট করে। যখন সে বিলের টাকা পরিশোধ করে বা পরিশোধ করতে অস্বীকৃতি জানায় (অর্থাৎ বিল প্রাত্যাখ্যান করে) তখন তার উক্ত দায় কমে যায় অর্থাৎ বিলের টাকা প্রদানে দায়ী থাকে না তাই জাবেদা দাখিলা দেয়- প্রদেয়/দেয় বিল হিসাব ডেটিব, আদেষ্টার হিসাব ক্রেডিট।]
    1. Report
  9. Question: প্রাপ্য বিল হিসাবে ডেবিট ২৫,০০০ টাকা, ক্রেডিট ৩০,০০০ টাকা, সমাপন িজের, ১৫,০০০ টাকা। প্রারম্ভিক জের কত?

    A
    ৫,০০০ টাকা

    B
    ১৫,০০০ টাক

    C
    ১,০০০ টাকা

    D
    ২০,০০০ টাকা

    E
    কোনটিই নয়

    Note: প্রাপ্য বিল হিসাবের প্রারম্ভিক জের বা উদ্ধৃত্ত = ক্রেডিট উদ্বৃত্ত + সমাপনী জের - ডেবিট উদ্বৃত্ত = (৩০,০০০+১৫,০০০-২৫,০০০) = ২০,০০০ টাকা
    1. Report
  10. Question: বিল ইস্যুর ফলাফল কোনটি?

    A
    দায় এবং সম্পত্তি বৃদ্ধি

    B
    দায় এবং সম্পত্তি হ্রাস

    C
    একটি দায় বৃদ্ধি এবং আরেকটি দায় হ্রাস

    D
    একটি সম্পত্তি হ্রাস এবং আরেকটি সম্পত্তি বৃদ্ধি

    E
    কোনটিই নয়

    Note: বিল ইস্যু করলে একদিকে পাওনাদার নামক দায় হ্রাস পায় এবং অন্যদিকে প্রদেয় বিল নামক দায় বৃদ্ধি পায়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd