Question: অদিষ্টের (Drawer) বইতে বিলের অসম্মান এর জন্য জাবেদা হল-
Aদেয়বিল হিসাব ডেবিট, অদেষ্টার (Drawer) হিসাব ক্রেডিট
Bপ্রাপ্যবিল হিসাব ডেবিট, স্বীকৃতদাতা হিসাব ক্রেডিট
Cদেয়বিল হিসাব ডেবিট, স্বীকৃতদাতা হিসাব ক্রেডিট
Dপ্রাপ্যবিল হিসাব ডেবিট, অদেষ্টার হিসাব ক্রেডিট
Note: অদিষ্ট তার উপর আদেষ্টার তৈরি বিলে স্বীকৃতি প্রদান করে। আর এ জন্য সে বিলের টাকা প্রদানে দায়ী থাকে, ফলে সে জাবেদা দাখিলা প্রদান করে, আদেষ্টার হিসাবকে ডেটিব করে এবং দেয় বিলকে ক্রেডিট করে। যখন সে বিলের টাকা পরিশোধ করে বা পরিশোধ করতে অস্বীকৃতি জানায় (অর্থাৎ বিল প্রাত্যাখ্যান করে) তখন তার উক্ত দায় কমে যায় অর্থাৎ বিলের টাকা প্রদানে দায়ী থাকে না তাই জাবেদা দাখিলা দেয়- প্রদেয়/দেয় বিল হিসাব ডেটিব, আদেষ্টার হিসাব ক্রেডিট।]