রেওয়ামিল
 
  1. Question: 12,800 টাকার বেতন হিসাবের বইতে লেখা হয়েছে 18,200 টাকা। সংশোধনী এন্ট্রি টাকায় হবে:

    A
    বেতন Dr. 18,200 ক্যাশ Cr. 18,200

    B
    ক্যাশ Dr. 12,800 বেতন Cr. 12,800

    C
    বেতন Dr. 5,400 ক্যাশ Cr. 5,400

    D
    ক্যাশ Dr. 5,400 বেতন Cr. 5,400

    E
    ক্যাশ Dr. 4,500 বেতন Cr. 4,500

    Note: বেতন হিসাবের বিইতে বেশি টাকায় লেখা হয়েছে। ফলে সংশোধনী এন্ট্রিতে টাকার পরিমাণ যত বেশি হয়েছৈ ঠিক তত টাকা বা (18,200-12,800 = 5400) টাকা বেশি লেখা হহয়েছে। হাতেল সংশোধনসী এন্ট্রিতে নগদ 5,400 টাকা ডেবিট ও বেতন হিসাবে ক্রেডিট করতে হবেহ।
    1. Report
  2. Question: একটি মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতীয় ব্যয় হিসাবে দেখানো হয়েছে। এটি কি ধরনের ভুল?

    A
    বাদ পড়ার ভুল

    B
    লিখনের ভুল

    C
    নীতির ভূল

    D
    পরিমাপের ভুল

    E
    মূল্য নিরূপনের ভুল

    Note: মুনাফা জাতীয় ব্যয় মূলধন জাতয়ি ব্যয় হিসাবে এবং মূলধন জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় হিসাবে েদেখানো হলো নীতিগত ভল। হিসাব নিকাশ সম্পর্কে যথেষ্ট জ্ঞানের অভাবে এ ধরনের বুল হয়ে থাকে
    1. Report
  3. Question: নিচের কোনটি করণিক ভুল নয়?

    A
    বাদ পড়ার ভুল

    B
    নীতিগত ভুল

    C
    পূরক ভুল

    D
    লিখনের ভুল

    E
    পোষ্টিং এর ভুল

    Note: হিসাব সহকারী বা হিসাব রক্ষকগণের হিসাব রক্ষণকার্যে অসতর্কতা এবং অমনোযোগিতার জন্য লেখায় যে ভুল হয় তাকে করণিক ভুল বলে। করণিক ভুলগুলো চার ধরনের (1) বিচ্যুতি বা বাদ পড়ার ভুল (2) লেখার ভুল (3) বেদাখিলার ভুল (4) পরিপূরক ভুল। আর নীতিগত ভুল হয় মূলধন জাতীয় আয়- ব্যয়কে মুনাফা জাতীয় আয়-ব্যয় গণ্য করা।
    1. Report
  4. Question: রেওয়ামিলের দুনিক মিলবে না যদি-

    A
    আসবাবপত্র ক্রয় পণ্য ক্রয় হিসাবে লিপিবদ্ধ হয়

    B
    বেতন প্রদান বেতন হিসাবে খতিয়ানভুক্ত করা না হয়

    C
    বাকীতে যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট ও নদান হিসাবে ক্রেডিট করা হয়

    D
    অগ্রিম বীমা ভুলে বীমা খরচে ডেবিট কর হয়

    E
    একজন খরিদ্দারের নিকট থেকে প্রাপ্ত টাকা অন্য একজন খরিদ্দারের হিসাবে ক্রেডিট কর হয়।

    Note: আসবাবপত্র ক্রয় পণ্য ক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হলে রেওয়ামিল মিলে যাবে। কারণ এটি নীতিগত ভুল। বাকীতে যন্ত্রপাতি ক্রয় ভুলে ক্রয় হিসাবে ডেবিট ও নগদান হিসাবে ক্রেডিট ও নগদান হিসাবে ক্রেডিট করা হলেও রেওয়ামিল মিলে যাবে। এটিও নীতিগত ভুল। অগ্রিম বীমা ভুলে বীমা খরচে ডেবিট করার ফলেও রেওয়ামিল মিলে যাবে। েএটিও নীতিগত ভুল। একজনের নিকট হতে প্রাপ্ত টাকা আরেকজনের হিসাবে লিপিবদ্ধ করা হলেও রেওয়ামিল মিলে যাবে। এটি লেখার ভূল। বেতন প্রদান বেতন হিসাবে খতিয়অন ভুক্ত করা না হলে রেওয়ামিল মিলে যাবে না।
    1. Report
  5. Question: টাইটান কোম্পানির সমাপন মজুদ পণ্য 4,000 টাকা কম দেখানো হয়েছে। বর্তমান হিসাব বছরের বিক্রিত পণ্যের ব্যয় এবং নীট আয়ের উপর, এই ভুলের প্রভাব হবে যথাক্রমে-

    A
    কম প্রদর্শিত, বেশি প্রদর্শিত

    B
    কম প্রদর্শিত, কম প্রদর্শিত

    C
    বেশি প্রদর্শিত, কম প্রদর্শিত

    D
    কম প্রদর্শিত, বেশি প্রদর্শিত

    E
    বেশি প্রদর্শিত, শূন্য

    Note: Not available
    1. Report
  6. Question: একজন আসবাবপত্র ব্যবসায়ী আসবাবপত্র ক্রয়, মাল ক্রয় হিসাবে ডেবিট করেছেন। এটা কোন ধরনের ভুল?

    A
    লেখার ভুল

    B
    নীতির ভুল

    C
    পরিপূরক ভূল

    D
    বাদ পড়ার ভুল

    E
    কোন ভুল হয়নি

    Note: Not available
    1. Report
  7. Question: রবিনের কাছ থেকে প্রাপ্ত টাকা পিটারের হিসাবে ক্রেডিট কর হলে, কী ধরনের ভুল হবে?

    A
    বাদ পড়ার ভুল

    B
    খতিয়ানভুক্তির ভুল

    C
    পরিপূরক ভুল

    D
    নীতির ভুল

    E
    লেখার ভুল

    Note: একটি নির্দিষ্ট হিসাব ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয় অপর একটি হিসাব কে ডেবিট বা ক্রেডিট করা হলে যে ভুল সংঘটিত হয় তা বেদাখিলার ভুল বা খতিয়ানভুক্তির ভুলের অন্তর্গত।
    1. Report
  8. Question: নিম্নের কোনটি সার-সংক্ষেপকরণ প্রক্রিয়ার অংশ?

    A
    চিহ্নিত করণ

    B
    বিশ্লেষণ

    C
    জাবেদা লিখন

    D
    রেওয়ামিল প্রস্তুতকরণ

    E
    খতিয়ানভুক্ত করণ

    Note: সংঘটিত লেনদেনসমূহ জাবেদার মাধ্যমে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করার পর তা খতিয়ানভুক্তিকরণের মাধ্রমে সংক্ষেপকরণ করা হয়। তারপর ভুল ক্রুটি পরিক্ষা করার জন্য খতিয়ান উদ্বৃত্ত নিয়ে িএকটি তালিকা প্রস্তুত করা হয়, যার নাম রেওয়অমিল। সুতরঅং সার-সংক্ষেপকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ান ভুক্তিকরণকে বোঝায়।
    1. Report
  9. Question: একটি পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয়-কে ক্রয় হিসাবে দেখিয়েছে। এই ভুল সংশোধনের জন্য কি জাবেদা হবে?

    A
    ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

    B
    ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট

    C
    যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট

    D
    ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসা ক্রেডিট

    E
    যন্ত্রপাতি হিসাব ডেবিট সাসপেন্সে হিসাব ক্রেডিট

    Note: এটি একটি নীতিগত ভুল। যন্ত্রপাতি ক্রয়ের জাবেদা হলো- যন্ত্রপাতি হিসাব ডেবিট; নগদান হিসাব ক্রেডিট। ক্নিুত ভুল করে জাবেদা প্রদান করা হয়েছে-ক্রয় হিসাব ডেবিট; নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদান হিসাবকে ঠিকই লেখা হয়েছে কিন্তু যন্ত্রপাতির পরিবর্তে ক্রয়কে ডেবিট করা হয়েছে। সুতরাং সংশোধনীতে ক্রয় হিসাবকে বাদ দিতে হবে, যার জন্য ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে। অন্য দিকে যন্ত্রপাতি হিসাব ডেবিট করা হতে বাদ পড়েছে বিধায় যন্ত্রপাতি হিসাব ডেবিট করতে হবে। অর্থাৎ সংশোধনী জাবেদা হবে- যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট।
    1. Report
  10. Question: এনাম এ কাছে প প্রদেয় টাকা হারুন এ হিসাবে ডেবিট করো হলে, এটা কি ধরনের ভুল হবে?

    A
    বাদ পড়ার ভূল

    B
    খতিয়ানভুক্তির ভুল

    C
    পরিপূরক ভুল

    D
    লেখার ভুল

    E
    নীতির ভুল

    Note: একটি নির্দিষ্ট ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয় অপর একটি হিসাবকে ডেবিট বা ক্রেডিট করা হলে, যে ভুল সংঘটিত হয় তা বে-দাখিলার বা খতিয়অনভুক্তির ভুল।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd