Question: ভাড়া খরচের জন্য প্রদত্ত 75 টাকা বেতন খরচে ডেবিট এবং নগদান-এ ক্রেডিট পোস্টিং দেয়া হয়েছে। এ ভুলের ফলে যা হবে:
Aরেওয়ামিলের ক্রেডিটসমূহের সমষ্টি থেকে বেশি হবে
Bরেওয়ামিল মিলে যাবে
Cডেবিট সমূহের সমষ্টি ক্রেডিটসমূহের সমষ্ট থেকে 75 টাকা বেশি
Dডেবিট সমূহের সমষ্টি ক্রেডিটসমূহের সমষ্ট থেকে 150 টাকা বেশি
Note: ভাড়া খরচের জন্য প্রদত্ত 75 টাকা, এর জন্য জাবেদা হয়, ভাড়া হিঃ 75 টাকা টু, নগদান হিসাব ক্রেঃ 75 টাকা কিন্তু ভুলে বেতন খরচে ডেঃ 75 টাকা টু নগদান হিঃ ক্রেঃ 75 টাকা পোস্টিং দেয়অ হয়েছে। এ ধরনের ভুলকে বলা হয় বেদাখিলার ভুল বা করণিক ভুল। যার জন্য রেওয়ামিল মিলকরণে কোন ব্যঘাত ঘটে না।