হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: নিচের কোন সমীকরণটি ভুল?

    A
    সম্পদ = দায় + মালিকানা স্বত্ত্ব

    B
    সম্পদ - দায় = মালিকানা স্বত্ত্ব

    C
    সম্পদ = মালিকানা স্বত্ত্ব = দায়

    D
    সম্পদ + মালিকানা স্বত্ত্ব = দায়

    Note: সঠিক হিসাব সমীকরণটি হলো, সম্পদ = দায় + মালিকানাস্বত্ত্ব এ থেকে পাওয়া যায়, সম্পদ - দায় = মালিকানাস্বত্ত্ব; সম্পদ - মালিকানাস্বত্ত্ব = দায়। সুতরাং সম্পদ + মালিকানা স্বত্ত্ব = দায় এটি ভুল।
    1. Report
  2. Question: শ্রমিকরা দুর্ঘটনার জন্য ক্ষতিপূরণ দাবি করেছে কিন্তু কোন অর্থ পরিশোধ করা হয়নি। এক্ষেত্রে জাবেদা কি হবে?

    A
    ক্ষতিপূরণ প্রদেয় ডে: শ্রমিকের দাবি ক্রে:

    B
    শ্রমিকের দাবি ডে : নগদ ক্রে:

    C
    শ্রমিকের দাবি ডে: সম্ভাব্য দায় ক্রে:

    D
    কোন জাবেদা নয়

    Note: ঘটনাটির জন্য কোন জাবেদা হবে না। কারণ শ্রমিকরা ক্ষতিপূরণ দাবী করেছে যা, কোম্পানি স্বীকার করেছে কিনা জানা যায় নি, যদি স্বীকার করতো তবে লেনদেন ও জাবেদা হতো। এখানে ঘটানাটি সম্ভাব্য দায় হিসাবে গণ্য হবে।
    1. Report
  3. Question: নিচের কোনটি হিসাববিজ্ঞান তথ্যের প্রাথিমিক গুণাবলী-

    A
    তুলনাযোগ্যতা ও সামঞ্জস্যপূর্ণতা

    B
    প্রাসঙ্গিকতা ও নির্ভরযোগ্যতা

    C
    অনুমান ও নীতি সমূহ

    D
    স্পষ্টতা ও সঠিক তথ্য

    Note: হিসাব বিজ্ঞান তথ্যের প্রাথমিক গুণাবলী প্রধানত দুইটি- (1) প্রাসঙ্গিক ও (2) নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা।
    1. Report
  4. Question: অর্থ স্বল্পতার জন্য প্রত্যাখ্যাত চেকের হিসাব সমন্বয় কিভাবে হয়?

    A
    ব্যাংক জেরে সাথে যোগ করা হয়

    B
    নগদান হিসাবের জেরের সাথে যোগ করা হয়

    C
    ব্যাংক জের থেকে বাদ দেওয়া হয়

    D
    নগদান হিসাবের জের থেকে বাদ দেওয়া হয়

    Note: প্রত্যাখাত চেক নগদান বইয়ের জের হতে বাদ দিতে হয়।
    1. Report
  5. Question: PAPA- এর পূর্ণরূপ কি?

    A
    Cooperation of Asian and Pacific Accountants

    B
    Confederation of Asian and Pacific Accountants

    C
    Corporation of Asian and Pacific Accountants

    D
    Collaboration of Asian and Pacific Accountants

    Note: CAPAিএর পূর্ণরূপ: Confederation of Asian and Pacific Accountants.
    1. Report
  6. Question: অবচয় কোন ধরনের লেনদেন-

    A
    দৃশ্যমান লেনদেন

    B
    বহিঃ লেনদেন

    C
    অনগদ লেনদেন

    D
    ব্যক্তিগত লেনদেন

    Note: অবচয়ের দ্বারা নগদ কোন অর্থ ব্যয় হয় না, এটিকে কোন সম্পত্তির বিপরীতে মুনাফা থেকে সঞ্চিতি করা হয়। কারণ- সম্পত্তিটির কয়েক বছর পর তার কার্যকারিতা হারিয়ে যায়/লোপ পায় ফলে নতুন সম্পত্তি সংগ্রহ করতে হয়। এককালীন এরকম ব্যয় নির্বাহ করার জন্য উক্ত সম্পত্তির বিপরীতে মুনাফা থেকে একটি অংশ জমা হিসাবে রাখা হয়।
    1. Report
  7. Question: বকেয়া বেতন ২০০ টাকা। এই লেনদেনটি মূল হিসাব সমীকরণে কি প্রভাব ফেলবে-

    A
    বেতন খরচ বৃদ্ধি, বাকেয়া বেতন বৃদ্ধি

    B
    সম্পদ বৃদ্ধি ও দায় বৃদ্ধি

    C
    মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি

    D
    মালিকানা সত্ত্ব হ্রাস ও দায় বৃদ্ধি

    Note: বেতন ব্যয়, বকেয়া বেতন দায়। ফলে বকেয়া বেতনের কারণে দায় বৃদ্ধি পাবে এবং যেহেতু এটা এক ধরনের ব্যয়, অতএব এটির দ্বারা অপর দিকে মালিকানা স্বত্ত্ব হ্রাস পাবে।
    1. Report
  8. Question: ঘটনা ও লেনদেন সম্পর্কে যে বিবরণটি সত্য নয়-

    A
    সকল লেনদেন ঘটনা

    B
    সব ঘটনাই লেনদেন

    C
    সকল লেনদেন ব্যবসায়ের আর্থিক অবস্থার পরিবর্তন করে

    D
    লেনদেনগুলো অর্থের মাপকাঠিতে পরিমাপ করা যায়

    Note: সব লেনদেন ঘটনা কিন্তু সব ঘটানা লেনদেন নয়। কারণ- ঘটনা অহরহ ঘটে এবং ঘটনাকে লেনদেন হতে হলে কিছু বৈশিষ্ট্য মেনে চলতে হয়।
    1. Report
  9. Question: নিম্নের লেনদেনের কোনটি উদ্বর্তপত্রের সমষ্টিকে প্রভাবিত করে না-

    A
    ধারে ৫০০ টাকার দ্রব্যক্রয়

    B
    ৩,০০০ টাকার প্রদেয় বিল পরিশোধ

    C
    দেনাদারের কাজ থেকে ৪,০০০ টাকা আদায়

    D
    মালিক কর্তৃক ৮,০০০ টাকা উত্তোলন

    Note: Not available
    1. Report
  10. Question: নিচের কোনটি লেনদেন নয়-

    A
    যন্ত্রপাতির অবচয় ১,৫০০ টাকা

    B
    যন্ত্রপাতির মেরামত ব্যয় ১,৫০০ টাকা

    C
    যন্ত্রপাতির সংস্থাপন ব্যয় ১,৫০০ টাকা

    D
    ব্যবসায়টির সুনামের মূল্য ৩০,০০০ টাক যা হিসাবে দেখানো হয় নি

    Note: ‘ঘ’ বাদে বাকি সবগুলো দ্বারা লেনদেনের বৈশিষ্ট্যগুলো যথাযথভাবে পূরণ হয়েছে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd