Question: এবিসি কোম্পানীর বৎসরের প্রারম্ভে মোট সম্পত্তি ও দায় ছিল যথাক্রমে ৮,০০,০০০ টাকা এবং ৫,০০,০০০ টাকা। যদি সংশ্লিষ্ট বৎসরের সম্পত্তি ১,৫০,০০০ টাকা বৃদ্ধি পায় ৮০,০০০ টাকা হ্রাস পায় তবে বৎসর শেষে মালিকানা স্বত্ত্ব কত হবে?
A৬,৩০,০০০ টাকা
B৪,৩০,০০০ টাকা
C৫,২০,০০০ টাকা
D৫,৩০,০০০ টাকা
Note: বৎসরের প্রারম্ভিক মালিকানা স্বত্ত্ব = প্রারম্ভিক সম্পত্তি - প্রারম্ভিক দায় = (৮,০০,০০০ - ৫,০০,০০০) = ৩,০০,০০০ টাকা।
সম্পত্তি বৃদ্ধি পেলে মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায় আবার, দায় হ্রাস পাওয়ায় মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি পায়।
সুতরাং বৎসর শেষে মালিকানা স্বত্ত্বের পরিমাণ
= (৩,০০,০০০ + ১,৫০,০০০ + ৮০,০০০) = ৫,৩০,০০০ টাকা।