হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: একটি রাজস্ব হিসাব-

    A
    ডেবিটে বৃদ্ধি পায়

    B
    রেওয়ামিল প্রস্তুতকরণ

    C
    লেনদেন জাবেদাভুক্তকরণ

    D
    লেনদেনের স্থানান্তর

    Note: লেনদেন লিপিবদ্ধকরণ প্রক্রিয়ার অংশগুলো হয়- লেনদেন বিশ্লেষণ, লেনদেন জাবেদাভুক্ত করণ, লেনেদেন খতিয়ানভুক্তকরণ বা স্থানান্তরকরণ।
    1. Report
  2. Question: একটি রাজস্ব হিসাব-

    A
    ডেবিটে বৃদ্ধি পায়

    B
    ক্রেডিট হ্রাস পায়

    C
    স্বাভাবিক ডেবিটে ব্যালেন্স থাকে

    D
    ক্রেডিটে বৃদ্ধি পায়

    Note: রাজস্ব হিসাব হল আয় জাতীয় হিসাব। হিসাবের ডেবিট-ক্রেডিট নির্ণয়ের সূত্রে বলা হয়েছে যে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট ও আয় হ্রাস পেলে ডেটিব। সুতরাং রাজস্ব হিসাব ক্রেডিটে বৃদ্ধি পায়।
    1. Report
  3. Question: হিসাব বিজ্ঞান তথ্য সম্পর্কে নিচের কোনটি বাদে সবগুলো সঠিক?

    A
    হিসাববিজ্ঞান তথ্য প্রকৃতিগতভাবে পরিমাণগত

    B
    হিসাববিজ্ঞান তথ্য সম্ভাব্য ভাবে আর্থিক

    C
    হিসাববিজ্ঞান তথ্যকে সদ্ধিান্ত গ্রহণের জন্য দরকারী হতে হবে

    D
    হিসাববিজ্ঞান তথ্য শুধুমাত্র মালিক ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ কর্তৃক ব্যবহৃত হয়

    Note: প্রশ্নটির সঠিখ উত্তরের জন্য প্রদত্ত Option গুলো মধ্যে Option `ঘ’ সঠিক নয়। কারণ হিসাববিজ্ঞান তথ্য শুধুমাত্র মালিক ও নিয়ন্ত্রণকারী পক্ষ ব্যবহার করা ব্যতীত অন্যান্য পক্ষসমূহ যেমন- বহি:ব্যবহারকারীগণ ও ব্যবহার করতে পারবে। অন্যান্য Options ক, খ, ও গ সবগুলোই সঠিক।
    1. Report
  4. Question: নিচের কে হিসাববিজ্ঞান তথ্যের অভ্যন্তরীন ব্যবহারকারী নয়?

    A
    পাওনাদার

    B
    প্রধান নির্বাহী কর্মকর্তা

    C
    প্রধান আর্থিক কর্মকর্তা

    D
    ভান্ডার ব্যবস্থাপক

    Note: প্র্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান আর্থিক কর্মকর্তা, ভান্ডার ব্যবস্থাপক- প্রত্যেকেই অভ্যন্তরীন ব্যবহারকারী। শুধুমাত্র পাওনাদার অভ্যন্তরীন ব্যবহারকারী নয় অর্থাৎ বহিঃস্থ ব্যবহারকারী।
    1. Report
  5. Question: নিম্নের কোনটিতে কোন প্রতিষ্ঠানের একটি সম্পত্তি বৃদ্ধি পেতে পারে না?

    A
    মালিকানা স্বত্বের বৃদ্ধি

    B
    অন্য কোন সম্পত্তির হ্রাস

    C
    দায়ের বৃদ্ধি

    D
    ক্ষতির বৃদ্ধি

    Note: মালিকানা স্বত্তের বৃদ্ধির কারণ হলো, কোন সম্পত্তি, দায় বৃদ্ধি, দায় হ্রাস, খরচ/ব্যয় হ্রাস, আয় বৃদ্ধি প্রভৃতি। ফলে প্রশ্নটির জন্য সঠিক উত্তর হিসেবে এটি সম্পূর্ণ শুদ্ধ নয়। Option (খ) অন্য কোন সম্পত্তির হ্রাসের ফলে একটি সম্পত্তির বৃদ্ধি হতে পারে- যেমনঃ নগদ আসবাবপত্র ক্রয়। এত নগদ টাকা (সম্পত্তি) হ্রাস, আসবাবপত্র (সম্পত্তি) বৃদ্ধি পায়। ফলে এটিও উত্তর হিসেবে সঠিক নয়। Option (গ) দায়ের বৃদ্ধির ফলে সম্পত্তির বৃদ্ধি ঘটতে পারে। যেমন- বাকীতে মেশিন ক্রয়। এতে মেশিন (সম্পত্তি) বৃদ্ধি পায়, অন্য দিকে পাওনাদার (দায় বৃদ্ধি) পায়। Option (ঘ) ক্ষতির বৃদ্ধির ফলে কোন সম্পত্তি বৃদ্ধি পায় না ইহা মালিকানা স্বত্ত্বকে হ্রাস করে।
    1. Report
  6. Question: সেটেক্স লিঃ তাৎক্ষণিক ভাবে ২,০০,০০০ টাকা নগদ প্রদান করে এবং তিন মাসের মধ্যে পরিশোধ্য ৫,০০,০০০ টাকার একটি বিল স্বাক্ষর করে, ৭,০০,০০০ টাকার একটি ট্রাক ক্রয় করল। এ লেনদেনের ফলে-

    A
    মোট সম্পত্তি ৭,০০,০০০ টাকা বৃদ্ধি পেল

    B
    মোট সম্পত্তি ২,০০,০০০ টাকা হ্রাস পেল

    C
    মোট সম্পত্তি ৫,০০,০০০ টাকা বৃদ্ধি পেল

    D
    মোট সম্পত্তি ২,০০,০০০ টাকা হ্রাস পেল

    Note: যেহেতু কোম্পানিরটি ২,০০,০০০ টাকা নগদ প্রদন করে ফলে এর নগদ টাকা (সম্পত্তি) ২,০০,০০০ টাকা হ্রাস পায় এবং পরিশোধ্য বিল স্বাক্ষর করায়, (৫,০০,০০০ টাকার) প্রদেয় বিল নাম দায় (৫,০০,০০০ টাকা) বৃদ্ধি পায়। আবার, ৭,০০,০০০ টাকার একটি ট্রাক ক্রয় কায় ৭,০০,০০০ টাকার সম্পত্তি (ট্রাক) বৃদ্ধি পায়। সাধারণত সম্পত্তি ক্রয়কে নগদে ক্রয় ধরা হয়ে থাকে। (যদি নগদ/বাকী উল্লেখ না থাকে)। সুতরাং উক্ত লেনদেনটির ফলে মোট সম্পত্তি (ট্রাক ৭,০০,০০০ টাকা বৃদ্ধি ও নগদ ২,০০,০০০ টাকা হ্রাস) ৫,০০,০০০ টাকা বৃদ্ধি পায় এবং মোট দায় (প্রদেয় বিল) ৫,০০,০০০ টাকা বৃদ্ধি পায়।
    1. Report
  7. Question: বছরের শুরুতে মালিকানা স্বত্ত্ব ও মোট সম্পত্তি চিল যথাক্রমে ৩৩,৪০০ টাকা ও ৮০,৫০০ টাকা। ঐ বছরের সম্পত্তি ৫০% বেড়ে গেল এবং দায় ৬০% কমে গেল। বছরের শেষে মালিকানা স্বত্ত্ব কত?

    A
    ৪৫,৩৯০ টাকা

    B
    ৯২,৪৯০ টাকা

    C
    ১০১,৯১০ টাকা

    D
    ৩৮৩,৬৬০ টাকা

    Note: Not available
    1. Report
  8. Question: ডেবিট-

    A
    সম্পত্তি ও দায় উভয়ই বৃদ্ধি পায়

    B
    সম্পত্তি হ্রাস ও দায় বৃদ্ধি পায়

    C
    সম্পত্তি বৃদ্ধি ও দায় হ্রাস পায়

    D
    সম্পত্তি হ্রাস ও দায় বৃদ্ধি পায়

    Note: হিসাবের ডেবিট- ক্রেডিট নির্ণয়ের স্বর্ণসূত্র অনুসারে ডেবিট দ্বারা, সম্পত্তি ও ব্যয় বৃদ্ধি, দায় ও আয় হ্রাস, মূলধন হ্রাস বুঝায়।
    1. Report
  9. Question: কোন হিসাবের স্বাভাবিক জের ক্রেডিট হতে পারে না?

    A
    অগ্রিম খরচ

    B
    রাজস্ব হিসাব

    C
    দায় হিসাব

    D
    মালিকানা স্বত্ত্ব হিসাব

    Note: সাধারণত মূলধন, দায় ও আয় বাচক হিসাবে স্বাভাবিকজের ক্রেডিট নির্দেশ করে। আর সম্পত্তি, ব্য ও উত্তোলনের স্বাভাবিক জের ডেবিট হয়। সুতরাং অগ্রিম খরচ হিসাবের স্বাভাবিক জের ক্রেডিট নির্দেশ করে না। কারণ একে এক ধরনের সম্পত্তি হিসেবে গণ্য করা হয়।
    1. Report
  10. Question: সেটেক্স লিঃ তাৎক্ষণিক ভাবে ২,০০,০০০ টাকা নগদ প্রদান করে এবং তিন মাসের মধ্যে পরিশোধ্য ৫,০০,০০০ টাকার একটি বিল স্বাক্ষর করে, ৭,০০,০০০ টাকার একটি ট্রাক ক্রয় করল। এ লেনদেনের ফলে-

    A
    মোট সম্পত্তি ৭,০০,০০০ টাকা বৃদ্ধি পেল

    B
    মোট সম্পত্তি ২,০০,০০০ টাকা হ্রাস পেল

    C
    মোট সম্পত্তি ৫,০০,০০০ টাকা বৃদ্ধি পেল

    D
    মোট সম্পত্তি ২,০০,০০০ টাকা হ্রাস পেল

    Note: যেহেতু কোম্পানিরটি ২,০০,০০০ টাকা নগদ প্রদন করে ফলে এর নগদ টাকা (সম্পত্তি) ২,০০,০০০ টাকা হ্রাস পায় এবং পরিশোধ্য বিল স্বাক্ষর করায়, (৫,০০,০০০ টাকার) প্রদেয় বিল নাম দায় (৫,০০,০০০ টাকা) বৃদ্ধি পায়। আবার, ৭,০০,০০০ টাকার একটি ট্রাক ক্রয় কায় ৭,০০,০০০ টাকার সম্পত্তি (ট্রাক) বৃদ্ধি পায়। সাধারণত সম্পত্তি ক্রয়কে নগদে ক্রয় ধরা হয়ে থাকে। (যদি নগদ/বাকী উল্লেখ না থাকে)। সুতরাং উক্ত লেনদেনটির ফলে মোট সম্পত্তি (ট্রাক ৭,০০,০০০ টাকা বৃদ্ধি ও নগদ ২,০০,০০০ টাকা হ্রাস) ৫,০০,০০০ টাকা বৃদ্ধি পায় এবং মোট দায় (প্রদেয় বিল) ৫,০০,০০০ টাকা বৃদ্ধি পায়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd