Question: সেটেক্স লিঃ তাৎক্ষণিক ভাবে ২,০০,০০০ টাকা নগদ প্রদান করে এবং তিন মাসের মধ্যে পরিশোধ্য ৫,০০,০০০ টাকার একটি বিল স্বাক্ষর করে, ৭,০০,০০০ টাকার একটি ট্রাক ক্রয় করল। এ লেনদেনের ফলে-
Aমোট সম্পত্তি ৭,০০,০০০ টাকা বৃদ্ধি পেল
Bমোট সম্পত্তি ২,০০,০০০ টাকা হ্রাস পেল
Cমোট সম্পত্তি ৫,০০,০০০ টাকা বৃদ্ধি পেল
Dমোট সম্পত্তি ২,০০,০০০ টাকা হ্রাস পেল
Note: যেহেতু কোম্পানিরটি ২,০০,০০০ টাকা নগদ প্রদন করে ফলে এর নগদ টাকা (সম্পত্তি) ২,০০,০০০ টাকা হ্রাস পায় এবং পরিশোধ্য বিল স্বাক্ষর করায়, (৫,০০,০০০ টাকার) প্রদেয় বিল নাম দায় (৫,০০,০০০ টাকা) বৃদ্ধি পায়। আবার, ৭,০০,০০০ টাকার একটি ট্রাক ক্রয় কায় ৭,০০,০০০ টাকার সম্পত্তি (ট্রাক) বৃদ্ধি পায়। সাধারণত সম্পত্তি ক্রয়কে নগদে ক্রয় ধরা হয়ে থাকে। (যদি নগদ/বাকী উল্লেখ না থাকে)। সুতরাং উক্ত লেনদেনটির ফলে মোট সম্পত্তি (ট্রাক ৭,০০,০০০ টাকা বৃদ্ধি ও নগদ ২,০০,০০০ টাকা হ্রাস) ৫,০০,০০০ টাকা বৃদ্ধি পায় এবং মোট দায় (প্রদেয় বিল) ৫,০০,০০০ টাকা বৃদ্ধি পায়।