হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: কোনটি লেনদেনের যুগপৎ ফলাফল নহে?

    A
    দায় বৃদ্ধি ও সম্পত্তি বৃদ্ধি

    B
    দায় হ্রাস ও সম্পত্তি হ্রাস

    C
    একটি দায় হ্রাস ও অন্য একটি দায় বৃদ্ধি

    D
    একটি সম্পত্তি হ্রাস ও একটি সম্পত্তি বৃদ্ধি

    E
    একটি দায় হ্রাস ও একটি দায় বৃদ্ধি

    Note: কোন লেরনদেনের ফলে একটি দায় হ্রাস এবং একটি সম্পত্তি বৃদ্ধি হতে পারে না। কারণ এক্ষেত্রে হিসাব সমীকরণ, A = L + O.E. সত্য হবে না।
    1. Report
  2. Question: সাধারণতঃ কোনটি প্রাপ্য বিল দ্বারা প্রভাবিত হয়-

    A
    বিক্রয়

    B
    দেনাদার

    C
    পাওনাদার

    D
    নগদ

    E
    ক্রয়

    Note: Not available
    1. Report
  3. Question: কোনটি লেনদেনের যুগপৎ ফলাফল নহে?

    A
    দায় বৃদ্ধি ও সম্পত্তি বৃদ্ধি

    B
    দায় হ্রাস ও সম্পত্তি হ্রাস

    C
    একটি দায় হ্রাস ও অন্য একটি দায় বৃদ্ধি

    D
    একটি সম্পত্তি হ্রাস ও একটি সম্পত্তি বৃদ্ধি

    E
    একটি দায় হ্রাস ও একটি দায় বৃদ্ধি

    Note: কোন লেরনদেনের ফলে একটি দায় হ্রাস এবং একটি সম্পত্তি বৃদ্ধি হতে পারে না। কারণ এক্ষেত্রে হিসাব সমীকরণ, A = L + O.E. সত্য হবে না।
    1. Report
  4. Question: সাধারণ্যে গ্রহণযোগ্য হিসাববিজ্ঞান নীতিমালা প্রণয়ন করেন-

    A
    আমেরিকান ইনষ্টিটিউট অব সার্টিফাইড পাবলিক একাউনটেন্টস

    B
    ইন্টার্নাল রেভেনিউ সার্ভিসেস

    C
    ফাইন্যানসিয়্যাল একাউন্টিং ষ্টান্টার্ড বোর্ড

    D
    ইনষ্টিটিউট অব কষ্ট এন্ড ম্যানেজমেন্ট একাউনটেন্টস

    E
    কোনটিই নয়

    Note: সাধারণ্যে গ্রহণযোগ্য হিসাববিজ্ঞান নীতিমালা প্রণীত হয় GAAP দ্বারা।
    1. Report
  5. Question: হিসাব তথ্যের একটি সমালোচনা হচ্ছে-

    A
    হিসাব তথ্য সাধারণত: সঠিক হয়না

    B
    হিসাবরক্ষকগণ সাধারণ নিয়ম নীতি অনুসরণ করে না

    C
    হিসাব তথ্যে অতীতের বিষয় বিবেচনা করে না

    D
    হিসাব তথ্যে মুদ্রাস্ফীতি প্রতিফলিত হয় না

    E
    সবকটি

    Note: হিসাব তথ্যের একটি অন্যতম সমালোচনা হচ্ছে এতে মুদ্রাস্ফীতি প্রতিফলিত হয় না।
    1. Report
  6. Question: ‘নগদে আসবাবপত্র ক্রয়’ লেনদেনের চূড়ান্ত ফলাফল-

    A
    সম্পত্তি দায় হ্রাস

    B
    সম্পত্তি ও দায় বৃদ্ধি

    C
    দায় হ্রাস এবং সম্পত্তি বৃদ্ধি

    D
    সম্পত্তি হ্রাস এবং দায় বৃদ্ধি

    E
    একটি সম্পদ বৃদ্ধি এবং অন্য একটি সম্পদ হ্রাস

    Note: Not available
    1. Report
  7. Question: নিম্নের কোনটি লেনদেনের চূড়ান্ত ফলাফল নহে?

    A
    দায় বৃদ্ধি ও সম্পত্তি হ্রাস

    B
    দায় ও সম্পত্তি বৃদ্ধি

    C
    দায় ও সম্পত্তি হ্রাস

    D
    আয় বৃদ্ধি ও সম্পত্তি বৃদ্ধি

    E
    আয় হ্রাস ও সম্পত্তি হ্রাস

    Note: Not available
    1. Report
  8. Question: সাধারণ শেয়ারের উপর ৭.৫% নগদ লভ্যাংশ ঘোষণা করা হলে আর্থিক অবস্থার কী ধরনের পরিবর্তন ঘটে?

    A
    কাঠামোগত

    B
    গুণগত

    C
    পরিমাণমত

    D
    ক এবং খ উভয়ই সঠিক

    E
    আর্থিক অবস্থার কোন পরিবর্তন ঘটে না

    Note: নগদ লভ্যাংশ ঘোষণা করা হলে পরিশোধের পূর্বপর্যন্ত দায়ের সৃষ্টি হয় এবং জমাকৃত মুনাফা হ্রাস পায়। অর্থা হিসাব সমীকরণের একদিকের পরিবর্তন সাধিত হয়। আর হিসাবসমীকরণের একদিকের (সম্পত্তি অথবা মালিকানা ও দায়) কাঠামোগত বা গুণগত পরিবর্তন বলা হয়।
    1. Report
  9. Question: কোনটি হিসাব নহে?

    A
    বিক্রয় রাজস্ব

    B
    মজুদ পণ্য

    C
    নীট বিক্রয়

    D
    মজুরী ব্যয়

    E
    সুদ খরচ

    Note: এখানে, বিক্রয় রাজস্ব, মজুদ পণ্য, মজুরী ব্যয়, সুদ খরচ সবগুলোর নামে আলাদা আলাদা হিসাব খোলা হয়। কিন্তু নীট বিক্রয় রাজস্বনামেই হিসাবভুক্ত করা হয়ে থাকে।
    1. Report
  10. Question: প্রাপ্য বিলেরAmerican Term

    A
    Creditor

    B
    Notes payable

    C
    Accounts receivableAmerican Term

    D
    Notes recivable

    E
    Debtor

    Note: প্রাপ্যবিলের American Term হলো Notes recivable.
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd