হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: মূলধন কি?

    A
    বারবারে নগদের মোট পরিমাণ

    B
    ব্যাংক যে পরিমাণ কারেোরে বিনিয়োগ করেছে

    C
    স্থায়ী সম্পত্তি ও চলতি সম্পত্তি সমষ্টি

    D
    মালিক মোট যে পরিমাণ কারবারে বিনিয়োগ করেছেন

    Note: মূধন হলো ব্যবসায় বা কারবারের মালিক কর্তৃক কারবারে বিনিয়োগ কৃত অর্থ। অন্যভাবে বলা যায় ব্যবসায়ের মোট সম্পত্তির উপর মালিকের দাবীকে মূলধন ধরা হয়।
    1. Report
  2. Question: ব্যয়-এর মধ্যে অন্তর্ভুক্ত কোনটি?

    A
    ক্রয় ও স্থায়ী সম্পত্তি সমূহ

    B
    উত্তোলন ও মূলধন

    C
    ক্রয় ও খরচসমূহ

    D
    মূলধন ও মুনাফা

    Note: প্রদত্ত বিকল্পগুলোর মধ্যে ক্রয় ও খরচসমূহ ব্যয়েরর অন্তর্ভুক্ত।
    1. Report
  3. Question: ব্যাংক প্রদত্ত সুদ কিসের উদাহরণ?

    A
    দায়

    B
    খরচ

    C
    উত্তোলন

    D
    স্থায়ী সম্পত্তি

    Note: ব্যাংককে প্রদত্ত সুদ ব্যবসায়িক খরচরে উদাহরণ।
    1. Report
  4. Question: বিপাসা ফুড লিমিটেড কী ধরনের হিসাব?

    A
    সম্পত্তিবাচক হিসাব

    B
    নামিক হিসাব

    C
    ব্যক্তিবাচক হিসাব

    D
    অব্যক্তিবাচক হিসাব

    Note: যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামে যে হিসাব খোলা হয় তাকে ব্যক্তি বাচক হিসাব বলা হয়। এখানে বিপাসা ফুড লিমিডেট ব্যক্তি বাচক হিসাবের উদাহরণ।
    1. Report
  5. Question: বোনাস শেয়ার ইস্যুর প্রভাব কোনটি?

    A
    শেয়ার মূলধন হিসাব হতে রক্ষিত আয়ের হিসাবে অর্থ স্থানান্তর হয়

    B
    রক্ষিত আয়ের হিসাব হতে শেয়ার মূলধনে টাকা স্থানান্তর হয়

    C
    রক্ষিত আয়ের হিসাব হতে সম্পত্তিতে টাকা স্থানান্তর হয়

    D
    শেয়ার মূলধন হিসাব হতে সম্পত্তিতে টাকা স্থানান্তর হয়

    Note: Not available
    1. Report
  6. Question: নিচের কোনটি ব্যবসায়িক লেনদেন নয়?

    A
    মালিক কর্তৃক বিনিয়োগ

    B
    ৫০,০০০ টাকা মূল্যের সম্পত্তি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ

    C
    মাসিক উপযোগ

    D
    নিয়োগকৃকত কর্মচারীকে অগ্রিম প্রদান

    Note: ৫০,০০০ টাকা মূল্যের সম্পত্তি ক্রয়ের সিদ্ধান্ত গ্রহণ কোনো ব্যবসায়িক লেনদেন নয়। কারণ, এ সিদ্ধান্ত গ্রহণের ফলে এখনও কোন প্রকার আর্থিক অবস্থার পরিবর্তন হয় নাই।
    1. Report
  7. Question: নিচের কোনটি লেনদেন নয়?

    A
    পণ্য ক্রয়

    B
    আসবাবপত্র

    C
    মালিকের মৃত্যু

    D
    সাধারণ খরচ

    Note: মালিকের মৃত্যু কোনো লেনদেন নয়। কারণ, এ ঘটানার ফলে প্রত্যক্ষ ভাবে ব্যবসায়ে কোনো আর্থিক অবস্থা পরিবর্তন হয় নাই।
    1. Report
  8. Question: নিচের কোনটি খান এন্টারপ্রাইজ-এর একটি অস্থায়ী হিসাব?

    A
    খানে মূলধন

    B
    যন্ত্রপাতি

    C
    পুঞ্জিভূত অবচয়

    D
    অবচয় হিসাব

    Note: অবচয় হিসাব হলো অস্থায়ী বা নামিক হিসাব।
    1. Report
  9. Question: কোন হিসাবের জন্য সমাপনী জায় প্রস্তুত করা হয় না?

    A
    নামি হিসাব

    B
    সম্পত্তিবাচক হিসাব

    C
    খরচ হিসাব

    D
    রাজস্ব হিসাব

    Note: নামীক বা আয়-ব্যয় হিসাবের জন্য সমাপনী জাবেদা প্রস্তুত করতে হয়। সম্পত্তি বাচক হিসাবের জন্য সমাপনী জাবেদা বা ব্যয় প্রস্তুত করার প্রয়োজন হয় না।
    1. Report
  10. Question: একটি কোম্পানী বিনামূল্যে বর্তমান শেয়ার মালিকদের মধ্যে কিছু নতুন শেয়ার বিতরণ করল, যার মূল্য ৫০,০০০ টাকা। এটির জন্য হিসাবটির নাম কী?

    A
    অধিকার শেয়ার

    B
    বোনাস টু শেয়ার হোল্ডার হিসাব

    C
    অগ্রাধকার শেয়ার

    D
    সাধারণ শেয়ার

    Note: কোন কোম্পানি এর বর্তমান শেয়র হোল্ডারদের বিনামূল্যে নতুন শেয়ার দিলে তাকে বলে বোনাস শেয়ার।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd