হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: যে লেনদেনের ফলে সম্পত্তির ক্রেডিট উদ্বৃত্ত হয়-

    A
    অতিরিক্তদ হারে অবচয় ধরলে

    B
    অতিরিক্ত সম্পত্তি ক্রয় করলে

    C
    অতিরিক্ত সম্পত্তি বিক্রয় করলে

    D
    কোনটিই নয়

    Note: সম্পত্তি কখনোই ক্রেডিট হয় না।
    1. Report
  2. Question: অ-বীমাকৃত পণ্য আগুণে বিনষ্ট হবার ঘটনাটি-

    A
    লেনদেন নয়

    B
    আন্তঃলেনদেন

    C
    নগদ লেনদেন

    D
    বহিঃলেনদেন

    Note: পণ্য আগুনে বিনষ্ট (বীমাকৃত/অবীমাকৃত) হলে, তা আন্তঃলেনদেন হিসেবে গণ্য হয়।
    1. Report
  3. Question: ১৭,০০০ টাকার যন্ত্রপাতি ১০,০০০ টাকা নগদে এবং ৭,০০০ টাকা বাকীতে ক্রয় করা হলো হিসাব সমীকরণ (A = L + OE) যে উপাদানে পরিবর্তন হবে-

    A
    A ও L

    B
    L ও OE

    C
    A ও OE

    D
    A

    Note: সম্পত্তি (যন্ত্রপাতি) ক্রয় করে ১৭,০০০ টাকা কিচু অংশ নগদ ১০,০০০ টাকা কিছু অংশ নগদ ১০,০০০ টাকা এবং কিছু অংশ নদদ ৭,০০০ টাকা বাকী রাখার যন্ত্রপাতি নামক সম্পত্তি ১৭,০০০ টাকা বৃদ্ধি; নগদ ১০,০০০ টাকার সম্পদ হ্রাস এবং সরবরাহকারীর নিকট দেনা (প্রদেয় হিসাব) ৭,০০০ টাকা বৃদ্ধি পায়। অর্থাৎ সমীকরণে A ও L এর পরিবর্তন হয়।
    1. Report
  4. Question: নতুন যন্ত্রপাতি সংযোজনটিকে কিভাবে হিসাব দেখানো হয়?

    A
    রাজস্ব

    B
    মেরামত ব্যয়

    C
    ক্রয় হিসাব

    D
    মূলধনী ব্যয়

    Note: (ক) রাজস্ব হল আয়। আর নতুন যন্ত্রপাতি সংযোজন হল ব্যয়। ফলে এটি সঠিক উত্তর নয়। (খ) মেরামত করা হয়। আর এ ব্যয়- নিয়মিত ঘটতে পারে। যন্ত্রপাতি সংযোজন এ ধরনের ব্যয় নয়। (গ) ক্রয় হিসাব বিক্রয়ের উদ্দেশ্যে কোন কিছু/ পণ্য ক্রয় করা হলে ক্রয় হিসাবে লেখা হয়। (ঘ) মূলধনী ব্যয় হল কোন যন্ত্রপাতি নতুন করে ক্রয়, এর পরিবহন, এর সাথে খুচরা যন্ত্রপাতি ক্রয়, সংযোজন, বসানো খরচ ইত্যাদি বা মূলত দীর্ঘকাল ধরে দীর্ঘদিন সুবিধা পাবার জন্য।
    1. Report
  5. Question: সম্পত্তিবাচক হিসাব-

    A
    ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে

    B
    ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে

    C
    ডেবিট ও ক্রেডিট উভয় উদ্বৃত্ত প্রকাশ করে

    D
    কোনটিই নয়

    Note: সম্পত্তি বাচক হিসাব স্বাভাবিক অবস্থায় কখন ও ক্রেডিট উদ্বৃত হতে পারে না। কারণ সম্পদের চেয়ে দায় বেশী হতে পারে ন। হয়তো বা শূন্য/(০) ব্যালেন্স হতে পারে।
    1. Report
  6. Question: কোন প্রকার হিসাবের জের বছর শেষে নিঃশেষ করা হয়?

    A
    সম্পত্তি হিসাব

    B
    দায় হিসাব

    C
    নামিক হিসাব

    D
    কোনটিই নয়

    Note: (গ) নামি হিসাব হল আয় বা ব্যয় বাচক হিসাব এ গুলো অস্থায়ী হিসাব। এ ধরনের ব্যয় করা হয় প্রতিষ্ঠান চালিয়ে রাখার জন্য। অর্থাৎ এ ধরনের ব্যয় নিয়মিত। তাই বছর শেষে এ ধরনের ব্যয় সমন্বয় করে নিঃশেষ করা হয়।
    1. Report
  7. Question: নগদে আসবাবপত্র ক্রয় করা হল ১০,০০০ টাকা- এ লেনদেনের অন্তর্ভুক্ত দুটি হিসাব-

    A
    নামিক হিসাব

    B
    ব্যক্তিবাচক হিসাব

    C
    সম্পত্তি বাচক হিসাব

    D
    একটি সম্পত্তিবাচক ও অপরটি ব্যক্তিবাচক হিসাব

    Note: নগদে আসবাবপত্র ক্রয় করা হলে লেনদেনে অন্তর্ভুক্ত হিসাব দুটি হল, একটি নগদ টাকা (নগদ হিসাব) ও অপরটি আসবাবপত্র। িএখন লেনদেনেটির ফলে, নগদ টাকা হ্রাস পেয়েছে এবং আসবাবপত্র বৃদ্ধি পেয়েছে। ব্যবসায় প্রতিষ্ঠানের নগদ টাকাকে চলতি সম্পদে অন্তভূক্ত করা হয়ে থাকে এবং আসবাবপত্রকে স্থায়ী সম্পদ হিসেবে গণ্য করা হয়। সুতরাং উক্ত লেনদেনের দুটি হিসাবই সম্পিত্তি বাচক হিসাব।
    1. Report
  8. Question: সোনালী ব্যাংক হিসাব একটি-

    A
    ব্যক্তিবাচক হিসাব

    B
    সম্পত্তিবাচক হিসাব

    C
    নামিক হিসাব

    D
    আয়-ব্যয় হিসাব

    E
    কোনটিই নয়

    Note: কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নামের সাথে সংশ্লিষ্ট হিসাবের নাম হল ব্যক্তিবাচক হিসাব। সুতরাং সোনালী ব্যাংক হিসাব একটি ব্যক্তিবাচক হিসাব।
    1. Report
  9. Question: একটি আয় হিসাব-

    A
    ডেবিট দ্বারা বৃদ্ধি পাবে

    B
    ক্রেডিট দ্বারা হ্রাস পাবে

    C
    সাধারণত ডেটিব জের দেখায়

    D
    ক্রেডিট দ্বারা বৃদ্ধি পাবে

    E
    কোনটিই নয়

    Note: আয় হিসাব সাধারণত ক্রেডিট দ্বারা বৃদ্ধি পায় এবং ক্রেডিট জের দেখায়।
    1. Report
  10. Question: কোন সমীকরণটি ভুল?

    A
    অন্তর্দায় = মোট সম্পত্তি - বহির্দায়

    B
    মোট সম্পত্তি = অন্তর্দায় + বহির্দায়

    C
    বিক্রয় একক = প্রারম্ভিক মজহুদ একক +উৎপাদন একক - সমাপনী মজুদ একক

    D
    অন্তদায় = নীট সম্পত্তি

    E
    নীট সম্পত্তি = চলতি সম্পত্তি

    Note: নীট সম্পত্তি মূলত মোট স্পত্তি ও মোট দায়ের মধ্যে প্রার্থক নির্দেশ করে। অর্থাৎ নীট সম্পত্তি = মোট সম্পত্তি - দায়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd