হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনও বিলের টাকা পাওয়া যায়নি। হিসাব সমীকরণে লেনদেনটির সঠিক প্রভাব কোনটি?

    A
    মালিকানা সত্ত্ব ও আয় বৃদ্ধি

    B
    মালিকানা সত্ত্ব ও চলতি সম্পদ বৃদ্ধি

    C
    প্রদেয় বিল ও আয় বৃদ্ধি

    D
    প্রাপ্য বিল বৃদ্ধি ও মালিকানা সত্ত্ব হ্রাস

    Note: সেবা প্রদান করা হয়েছে কিন্তু এখনও বিলের টাকা পাওয়া যায়নি; এক্ষেত্রে মালিকানা স্বত্ব ও চলতি সম্পদ বৃদ্ধি পাবে।
    1. Report
  2. Question: প্রতিটি লেনদেন-

    A
    ঘটনা নয়

    B
    আর্থিক ঘটনা

    C
    অনার্থিক ঘটনা

    D
    কোনটিই নয়

    Note: প্রতিটি লেনদেন আর্থিক ঘটনা। কিন্তু সব ঘটনা লেনদেন নয়।
    1. Report
  3. Question: লেনদেনের আভিধানিক অর্থ-

    A
    দেনা ওপাওনা

    B
    গ্রহণ ও প্রদান

    C
    সম্পদ ও দায়

    D
    সবগুলোই

    Note: লেনদেনের আভিধানিক অর্থ হলো গ্রহণ ও দান বা আদান প্রদান।
    1. Report
  4. Question: হিসাব বিজ্ঞানের জনক-

    A
    উইলিয়াম পিকল

    B
    জে.আর. বাটলিবয়

    C
    এল.সি. ক্রুপার

    D
    লূকা প্যাসিওলি

    Note: হিসাববিজ্ঞানের জনক হলো ইতালীর ধর্মজাজক, গাণিতবিদ লুকা-প্যাসিওলি।
    1. Report
  5. Question: পণ্য ক্রয়সহ অন্যান্য নগদ খরচের জন্য যে প্রমাণপত্র ব্যবহৃত হয়, তাকে কী বলা হয়?

    A
    ডেবিট ভাউচার

    B
    ক্রেডিট ভাউচার

    C
    জার্নাল ভাউচার

    D
    ডেবিট নোট

    Note: পণ্যক্রয়সহ অন্যান্য নগদ খরচের জন্য ডেবিট ভাউচার ব্যবহার করা হয়।
    1. Report
  6. Question: কোনটি হিসাববিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য নয়?

    A
    প্রাসঙ্গিকতা

    B
    সামঞ্জস্যতা

    C
    সময়োপযোগিতা

    D
    যোগনীয়তা

    Note: এখানে গোপনীয়তা হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য নয়?
    1. Report
  7. Question: কোনটি হিসাববিজ্ঞান তথ্যের গুণগত বৈশিষ্ট্য নয়?

    A
    প্রাসঙ্গিকতা

    B
    সামঞ্জস্যতা

    C
    সময়োপযোগিতা

    D
    যোগনীয়তা

    Note: এখানে গোপনীয়তা হিসাব তথ্যের গুণগত বৈশিষ্ট্য নয়।
    1. Report
  8. Question: কোনটি নামিক হিসাব?

    A
    বিজ্ঞাপন হিসাব

    B
    রাজিব হিসাব

    C
    দালান হিসাব

    D
    মিজান এণ্ড কোং

    Note: এখানে বিজ্ঞাপন নামীক হিসাব।
    1. Report
  9. Question: ICMAB- এর সদস্যদের পদবী কোনটি?

    A
    ACMA

    B
    FCMA

    C
    A + B

    D
    কোনটিই নয়

    Note: ICMAB- এর সদস্যদের পদবী হলো ACMA এবং FCMA
    1. Report
  10. Question: শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাব রাখা হয় কোন পদ্ধতিতে?

    A
    বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতি

    B
    সাধারণ একতরফা দাখিলা পদ্ধতি

    C
    উপ একতরফা দাখিলা পদ্ধতি

    D
    দুতরফা দাখিলা পদ্ধতি

    Note: বিশুদ্ধ একতরফা দাখিলা পদ্ধতিতে শুধুমাত্র ব্যক্তিবাচক হিসাবে সমূহ সংরক্ষণ করা হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd