হিসাববিজ্ঞান পরিচিতি
 
  1. Question: পাওনাদারকে আংশিক দায় পরিশোধ করলে হিসাব সমীকরণের কি পরিবর্তন হয়?

    A
    দায় ও সম্পত্তি হ্রাস

    B
    দায় ও সম্পত্তি বৃদ্ধি

    C
    সম্পত্তি বৃদ্ধি ও দায় হ্রাস

    D
    কোনটিই নয়

    Note: পাওনাদারকে দায় শোধ করলে, নগদ নামক সম্পত্তি হ্রাস পায়।
    1. Report
  2. Question: ‘বকেয়া বেতন পরিশোধ হলো’- হিসাব সমীকরণে এর প্রভাব কি?

    A
    সম্পত্তি ও দায় বাড়বে

    B
    সম্পত্তি ও দায় কমবে

    C
    সম্পত্তি কমবে ও দায় বাড়বে

    D
    সম্পত্তি ও মালিকানা স্বত্ত্ব কমবে

    Note: বকেয়া বেতন পরিশোধ করা হলে বকেয়া বেতন নামক দায় হ্রাস পায় ও নগদান নামক সম্পত্তি হ্রাস পায়।
    1. Report
  3. Question: ‘দেনাদারের উপর নগদ বাট্টা প্রদান’ এর জাবেদা এন্ট্রি হবে-

    A
    প্রদত্ত বাট্টা হিসাব বিবিধ দেনাদার হিসাব

    B
    বিবিধ দেনাদার হিসাব প্রদত্ত বাট্টা হিসাব

    C
    নগদান হিসাব বিবিধ দেনাদার হিসাব

    D
    কোনটিই নয়

    Note: দেনাদারের উপর নগদ বাট্টা প্রদান। অর্থাৎ দেনাদার টাকা পরিশোধ কালে দোনাদারের নিকট থেকে কিছু টাকা কম গ্রহণ করা। সুতরাং জাবেদা হবে, প্রদত্ত বাট্টা (খরচ) হিসাব ডেবিট; দেনাদার হিসাব ক্রেডিট।
    1. Report
  4. Question: নিচের কোনটি ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে?

    A
    প্রাপ্ত কমিশন

    B
    বিনিয়োগের সুদ

    C
    বিক্রয় হিসাব

    D
    উপরের সবগুলো

    Note: আয়, দায় ও মূলধন হিসাব সর্বদা ক্রেডিট ব্যালেন্স নির্দেশ করে।
    1. Report
  5. Question: মালিক কর্তৃক ব্যবসায়ে বিনিয়োগ-

    A
    অচেনা লেনদেন

    B
    অদৃশমান লেনদেন

    C
    আন্তঃলেনদেন

    D
    হিস্থঃলেনদেন

    Note: মালিক কর্তক ব্যবেসায়ে বিনিয়োগ এক একটি আন্তঃলেনদেনের উদাহরণ।
    1. Report
  6. Question: ১৫০০ টাকা মূল্যের আসবাবপত্র ক্রয় করে নগদে ১০০০০০ টাকা পরিশোধ ও ৫০০০০ টাকা বাকী থাকলে হিসাব সমীকরণের কি প্রভাব পড়বে?

    A
    সম্পদ বৃদ্ধি, মালিকানা স্বত্ত্ব ও দায় হ্রাস

    B
    সম্পদ বৃদ্ধি, দায় বৃদ্ধি ও মালিকানা স্বত্ত্ব বৃদ্ধি

    C
    সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি

    D
    কোনটিই নয়

    Note: আসবাবপত্র (সম্পদ) বৃদ্ধি, নহদ (সম্পদ) হ্রাস এবং পরিশোধ না করায় দায়বৃদ্ধি পাবে।
    1. Report
  7. Question: হিসাব তথ্যের ব্যবহারকারী সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়?

    A
    পাওনাদার অভ্যন্তরীণ ব্যবহারকারী

    B
    ব্যবস্থাপনা অভ্যন্তরীন ব্যবহারকারী

    C
    এক মালিকানা ব্যবসায়ীগণ অভ্যন্তরীণ ব্যবহারকারী

    D
    উপরের সবগুলো

    Note: হিসাব তথ্যের বহিস্থ ব্যবহারকারী হলো পাওনাদার, কত কর্তৃপক্ষ, সরকার, বিশ্ববিদ্যালয় শিক্ষকগণ, SEC, ঋণদানকারী প্রতিষ্ঠান ইত্যাদি।
    1. Report
  8. Question: একটি প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের ঋদ্বৃত্তগুলো হলো যথাক্রমে দালানকোঠা ২০,০০০ টাকা, বিবিধ দেনাদার ৫,০০০ টাকা, নগদ ৯,০০০ টাকা, প্রদেয় বিল ১০,০০০ টাকা, পাওনাদার ৬,০০০ টাকা, বন্ধকী ঋণ ৮,০০০ টাকা। উক্ত প্রতিষ্ঠানের মালিকানা স্বত্ব কত টাকা?

    A
    ১৮,০০০ টাকা

    B
    ২৩,০০০ টাকা

    C
    ১০,০০০ টাকা

    D
    ১৫,০০০ টাকা

    Note: Not available
    1. Report
  9. Question: হিসাব সংক্রান্ত বিভিন্ন নিয়মনীতি প্রণয়ন সংক্রান্ত মার্কিন প্রণয়ন সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংস্থার নাম কি?

    A
    FASB

    B
    LASB

    C
    APB

    D
    LASC

    Note: হিসাব সংক্রান্ত বিভিন্ন নিয়মনীতি প্রণয়ন সংক্রান্ত মার্কিন প্রণয়ন সংক্রান্ত মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংস্থার নাম FASB।
    1. Report
  10. Question: কোন একটি প্রতষ্ঠানের নগদ অর্থ ১০,০০০ টাকা, পাওনাদার ৫০,০০০ টাকা, ব্যাংকে জমা ৩০,০০০ টাকা, প্রদেয় বিল ২৫,০০০ টাকা, নীট আয় ৭,০০০ টাকা ভাড়া ৩,০০০ টাকা। ব্যবসায় দায়ের পরিমাণ কত?

    A
    ১,০০,০০০ টাকা

    B
    ৭৫,০০০ টাকা

    C
    ৭৮,০০০ টাকা

    D
    কোনটিই নয়

    Note: এখানে, দায় = পাওনাদার + প্রদেয় বিল = (৫০,০০০ + ২৫,০০০) = ৭৫,০০০ টাকা।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd