হিসাবের বই সমুহ
 
  1. Question: একজন ব্যবসায়ী সাধারণত-

    A
    কারবারী বাট্টা পেলে নগদ বাট্টা পায় না

    B
    যে কোন একটি মাত্র বাট্টা গ্রহণ করতে পারে

    C
    কারবারী বাট্টা ও নগদ বাট্টা উভয়টি পেতে পারে

    D
    নগদ বাট্টা পেতে হলে তাকে অবশ্যই কারবারী বাট্টা পরিত্যাগ করতে হবে

    E
    কারবারী বাট্টা পায়

    Note: একজন ব্যবসায়ী সাধারণত কারবারী বাট্টা ও নগদ বাট্টা উভয়ই গ্রহণ করতে পারে।
    1. Report
  2. Question: যখন উদ্বৃত্ত পরবর্তী পৃষ্ঠায় স্থানান্তরিত হয় তখন হবে-

    A
    c/d

    B
    c/o

    C
    d/f

    D
    c/f

    E
    b/o

    Note: খতিয়ানের উদ্বৃত্ত যখন একই খতিয়ানের পরবর্তী পৃষ্ঠায় স্থানান্তরিত হয় তখন লেখা হয় c/o। অর্থাৎ carried onward.
    1. Report
  3. Question: অপ্রদত্ত নিয়মে প্রধান ক্যাশিয়ারকে যে টাকা প্রদান করে তাকে বলে-

    A
    Advance paid amount

    B
    Float

    C
    Balancing amount

    D
    Cash

    E
    Patty Amount

    Note: অগ্রদত্ত নিয়মে প্রধান ক্যাশিয়ার জুনিয়র ক্যাশিয়ারকে যে টাকা প্রদান করে তাকে বলা হয় Float।
    1. Report
  4. Question: A debit will reduce...; but increase....

    A
    accounts receivable; accounts payable

    B
    revenues; accounts payable

    C
    accounts payable; common stoek

    D
    common stock; prepaid insurance

    E
    কোনটিই নয়

    Note: এখানে Debit এ হ্রাস পায় common stock কিন্তু prepaid insurance বৃদ্ধি পেলে Debit হয়।
    1. Report
  5. Question: সমাপনী জাবেদার পর কোন হিসাবের জের শূন্যহবে না?

    A
    বেতন

    B
    ভাড়া

    C
    বিলম্বিত বিজ্ঞাপন

    D
    অবচয়

    E
    সবকয়টি

    Note: সমাপনী দাখিলার পর সাধারণত সকল প্রকার নামিক হিসাব (আয়-ব্যয় জাতীয় হিসাব) এর জের বা উদ্বৃত্ত শূল্য হয়ে যায়। কোন সম্পত্তি বা দায় জাতীয় হিসাবের জের শূল্য হয় না। এখানে বেতন, ভাড়া, অবচয় এগুলো নামিক হিসাবের অন্তর্গত কিন্তু বিলম্বিত বিজ্ঞাপন সম্পত্তি বাচক হিসাবের অন্তর্গত হওয়ায় এ হিসাবের অন্তর্গত কিন্তু বিলম্বিত বিজ্ঞাপন সম্পত্তি বাচক হিসাবের অন্তর্গত হওয়ায় এ হিসাবের জের শূন্য হবে না।
    1. Report
  6. Question: কোনটি জাবেদার কাজ নহে?

    A
    জাবেদাভুক্ত করা

    B
    ডেবিট ক্রেডিট নির্ণয়

    C
    ব্যাখ্যা প্রদান

    D
    দেনা-পাওনা নির্ণয়

    E
    তারিখ অনুযায়ী লেনদেনের তালিকা প্রদান করা

    Note: জাবেদায় ব্যবসায়িক লেনদেনসমূহকে তারিখ অনুসারে ডেবিট ও ক্রেডিট পক্ষ বিশ্লেষণ করে জাবেদা ভুক্তকরণ করা হয়। সুতরাং দেখা যাচ্ছে যে দেনা ও পাওনা নির্ণয় করা জাবেদার কাজের মধ্যে পড়ে না।
    1. Report
  7. Question: একজন আবসাবপত্র ব্যবসায়ী নিজের অফিসের ব্যবহারের জন্য নগদে চেয়ার ও টেবিল ক্রয় করে। এর জন্য কোন দাখিলাটি সঠিক?

    A
    ক্রয় হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট

    B
    ক্রয় হিসা ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট

    C
    আসবাবপত্র হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট

    D
    আসবাবপত্র হিসাব ডেবিট এবং নগদ হিসাব ক্রেডিট

    E
    কোনটিই নয়

    Note: আসবাবপত্র ব্যবসায়ী অফিসে ব্যবহারের জন্য চেয়ার টেবিল ক্রয় করলে তা সম্পত্তি ক্রয়ের অন্তর্গত হবে। এজন্য জাবেদা হবে আসবাবপত্র হিসাব ডেটব টু নগদান হিসাব ক্রেডিট।
    1. Report
  8. Question: দু-তরফা দাখিরা পদ্ধতি বলতে বুঝায়-

    A
    লেনদেন সনাক্তকরণ পদ্ধতি

    B
    লেনদেন লিপিবদ্ধকরণ পদ্ধতি

    C
    আর্থিক বিবরণী প্রস্তুতকরণ পদ্ধতি

    D
    জাবেদা ও খতিয়ানের ব্যবহার

    E
    ডেবিট ও ক্রেডিট নির্ধারণ পদ্ধতি

    Note: দু’তরফা দাখিলা পদ্ধতি বলতে নেদেনকে দুটি হিসাব খাতে (ডেবিট ও ক্রেডিট নির্ণয় করে) লেখাকে বোঝায়?
    1. Report
  9. Question: নিম্নের কোন ঘটনাটি জাবেদায় লিপিবদ্ধ করা অনুচিত?

    A
    বাকীতে মালামাল ক্রয়

    B
    নগদ সেবা প্রদান

    C
    পুরনে যন্ত্রপাতি বিক্রয় হতে লাভ

    D
    বিজ্ঞাপন বাবত ব্যয়

    E
    চীফ ফাইন্যান্সিয়াল অফিসারের পদের জন্য দুজন প্রার্থী সাক্ষাৎকার গ্রহণ

    Note: এটি কোন লেনদেন হয় না।
    1. Report
  10. Question: শরীফের নিকট প্রাপ্য হিসাবের ১০% বা ১,০০০/- টাকা তাকে মওকুফ করা হল, এর হিসাব কোনটি?

    A
    অনাদেয় দেনা

    B
    সন্দেহজনক ঋণ

    C
    কারবারি বাট্টা

    D
    নগদ বাট্টা

    Note: কোনো প্রাপ্য হিসাব দ্রুত আদায় করার জন্য প্রাপ্য হিসাবের যে অংশ চাড় বা মওকুফ করা হয় তাকে নগদ বাট্টা বলা হয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd