হিসাবের বই সমুহ
 
  1. Question: নগদান বই-

    A
    সব অবস্থায় ডেবিট উদ্বৃত্ত প্রকাশ করে

    B
    সব অবকস্থায় ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে

    C
    কারবারের আর্থিক অবস্থা প্রকাশ করে

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  2. Question: নির্দিস্ট হিসাব কালের সঠিক আয়-ব্যয় নির্ণয়ের জন্য যে জাবেদা করা হয়-

    A
    সমন্বয় জাবেদা

    B
    সাধারণন জাবেদা

    C
    সমাপনী জাবেদা

    D
    প্রারম্ভিক জাবেদা

    Note: নির্দিস্ট হিসাবকালের সঠিক আয়-ব্যয় নির্ণয়ের জন্য সমন্বয় জাবেদার প্রয়োজন হয়। নির্দিষ্ট হিসাবকালের আয় বা ব্যয় থেকে পূর্ববর্তী বা পরবর্তী হিসাবকালের আয়-ব্যয় সমন্বয় করে প্রস্তুত করা আয়-ব্যয় নির্ণয় করা হয়ে থাকে।
    1. Report
  3. Question: অগ্রদত্ত পদ্ধতিতে কাঙ্খিত খুচরা নগদান তদহবিল ৳ ২০০০। নির্দিস্ট সময়কালে ৳ ১৪৬০ খরচ হল। প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে সময়ারেতত প্রদান করবে-

    A
    ৳ ১৪৬০

    B
    ৳ ২৫৪০

    C
    ৳ ২০০০

    D
    ৳ ৫৪০

    Note: অগ্রদত্ত পদ্ধতিতে খুচরা খরচ নির্বাহের জন্য প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে পূর্ববর্তী মাসের মাট খরচের পরিমাণ অর্থ প্রদান করে। সুতরাং এখানে প্রধান ক্যাশিয়ার খুচরা ক্যাশিয়ারকে ১৪৬০ টাকা প্রদান করবে।
    1. Report
  4. Question: হিসাববিজ্ঞানে ক্রয় (Purchases) বলতে বুঝায়?

    A
    দ্রব্যাদ ক্রয়

    B
    বাকীতে আসবাবপত্র ক্রয়

    C
    পুনঃবিক্রয়ের জন্য মাল ক্রয়

    D
    নগদে যন্ত্রপাতি ক্রয়

    Note: হিসাববিজ্ঞানে ক্রয় বলতে পুনঃ বিক্রয়ের উদ্দেশ্য পণ্য বা মাল ক্রয়কে বোঝায়।
    1. Report
  5. Question: বিক্রয় ফেরত বই প্রস্তুত করতে কোনটি প্রয়োজন?

    A
    ডেবিট নোট

    B
    ক্রয় ফেরত বই

    C
    ক্রেডিট নোট

    D
    বিক্রয় ফেরত হিসাব

    Note: ক্রেডিট নোটের সাহায্যে বিক্রয় ফেরত বই প্রস্তুত করা হয়।
    1. Report
  6. Question: ‘বাকীতে কলকব্জা ক্রয়’ এই লেনদেনটি লিপিবদ্ধ হবে-

    A
    ক্রয় বহিতে

    B
    ক্রয় হিসাব

    C
    প্রকৃত জাবেদায়

    D
    কোনটিই নয়

    Note: ধারে বা বাকীতে যে কোন সম্পত্তি ক্রয় প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয়।
    1. Report
  7. Question: তিনঘরা নগদান বহির নগদ কলামে ২০০ টাকা ক্রেডিট জের আছে। এর অর্থ-

    A
    হাতে ২০০ টাকা আছে

    B
    প্রাপ্তি অপেক্ষা প্রদান ২০০ টাকা বেশী

    C
    হিসাব রক্ষক ভুল করেছে

    D
    ২০০ টাকা চুরি হয়েছে

    Note: নগদান বহিতে নগদ কলামে কখনও ক্রেডিট জের হতে পারে না। যদি কখনও ক্রেডিট জের দেখা দেয় তবে বুঝতে হবে যে হিসাব রক্ষক ভুল করেছে।
    1. Report
  8. Question: যে ধরনের লেনদেন বিক্রয় হিসাব-এ লিপিবদ্ধ হয়-

    A
    নগদে ও ধারে বিক্রয়

    B
    নগদে বিক্রয়

    C
    বিক্রয়

    D
    সম্পত্তি নগদে বিক্রয়

    Note: পণ্য বিক্রয় করলে (নগদ/ধার/বিলের মাধ্যমে) বিক্রয় হিসাব-এ লেখা হয়।
    1. Report
  9. Question: ‘হিসাব স্থানান্তর’ লিপিবদ্ধ হয়-

    A
    ক্রয় বহিতে

    B
    প্রকৃত জাবেদায়

    C
    বিক্রয় বহিতে

    D
    বিক্রয় ফেতর বহিতে

    Note: ‘হিসাব স্থানান্তর’ সংক্রান্ত ঘটনা প্রকৃত জাবেদায় লেখা হয়।
    1. Report
  10. Question: ৬০০ টাকা দরে ৫০টি পণ্য ২০% কারবারা বাট্টায় ক্রয় করা হলো নগদ বাট্টার পরিমাণ টাকা প্রদান করতে হবে-

    A
    ২৩,৯০০

    B
    ২৫,২০০

    C
    ২২,৮০০

    D
    ২৪,০০০

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd