হিসাবের বই সমুহ
 
  1. Question: বিক্রয় চলালে পণ্যের মূল্য ভুলবশত: বেশি ধার্য করা হলে, যার দ্বারা ভুলটি সংশোধন করা হয়-

    A
    ক্রেডিট ভাউচার

    B
    ডেবিট ভাউচর

    C
    ডেবিট নোট

    D
    ক্রেডিট নোট

    Note: বিক্রয় চালানে পণ্যের মূল্য বেশি দেখানো হলে তা ক্রেডিট নোটের মাধ্যমে সংশোধন করা হয়।
    1. Report
  2. Question: নিম্নের কোন বিবৃতির ক্ষেত্রে ‘ডেবিট’ এর অর্থ সঠিক-

    A
    সম্পদ ও দায় বৃদ্ধি পেলে

    B
    সম্পদ ও দায় হ্রাস পেলে

    C
    সম্পদ বৃদ্ধি ও দায় হ্রাস পেলে

    D
    সম্পদ হ্রাস ও দায় বৃদ্ধি পেলে

    Note: আধুনিক পদ্ধতিতে হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের সূত্র হলো সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট ও হ্রাস পেলে ক্রেডিট; দায় হ্রাস পেলে ডেবিট ও দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, আয় হ্রাস পেলে ডেবিট ও আয় বৃদ্ধি পেলে ক্রেডিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট ও ব্যয় হ্রাস পেলে ক্রেডিট।
    1. Report
  3. Question: নগদান বইয়ের ব্যাংক ঘরের (Bank column) ক্রেডিট জের নির্দেশ করে-

    A
    ব্যাংক হতে প্রাপ্ত টাকা

    B
    ব্যাংকের নিকট দেয় টাকা

    C
    ব্যাংকে গচ্ছিত টাকা

    D
    আন্তঃফেরত হিসাবে ক্রেডিট করা

    Note: নগদান বইয়ের ব্যাংক ঘরের ক্রেডিট জের থাকা মানে বোঝায় যে আমরা আমাদের জমা টাকার চেয়ে বেশী খরচ করে ফেলেছি। ফলে ব্্যাংকে আমাদের দেনা রয়েছে। অর্থাৎ এটি ব্যাংকের নিকট আমাদের দেনা।
    1. Report
  4. Question: ‘গ’ এর নিকট ধারে মাল বিক্রয় ৫,০০০ টাকা। লেনদেনটি লিপিবদ্ধ করার জন্য উপযুক্ত বই হবে-

    A
    নগদান বই

    B
    ক্রয় বই

    C
    বিক্রয় বই

    D
    প্রকৃত জাবেদা বই

    Note: (ক) নগদান বইতে শুধুমাত্র নগদ সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয় (খ) ক্রয় বই ব্যবহার করা হয় শুধুমাত্র ধারে/বাকীতে ক্রয় লিপিব্ধ করার জন্য (গ) বিক্রয় বইতে শুধুমাত্র ধারে/বাকীতে বিক্রয় লিপিবদ্ধ করা হয়। (ঘ) প্রকৃত জাবেদায় লিপিবদ্ধ করা হয় যে সকল লেনদেন বা বিষয় বা বিশেষ জাবেদার লেখা হয় না।
    1. Report
  5. Question: নগদান বই আসলে-

    A
    জাবোদ

    B
    খতিয়ান

    C
    জাবেদা ও খয়িান উভয়ই

    D
    কোনটিই নয়

    Note: নগদান বই একটি জাবেদা, কারণ নগদ লেনদেন গুলোকে তারিখের ক্রমানুসারে মৌলিক ও প্রাথমিক অবস্থায় ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করে লেখা হয়। নগদান বই একটি খতিয়ান; কারণ, এর খতিয়ান হিসাবের মত কাঠামো এবং ডেবিট ও ক্রেডিট দুটি দিক আছে এবং লেনদেনগুলোকে পাকাপাকিভাবে লেখা হয়, খতিয়ানের ন্যয় নির্দিস্ট সময় শেষে ব্যালেন্স নির্ণয় করা হয়।
    1. Report
  6. Question: সমাপনী জাবেদার পর কোন হিসাবের জের শূন্য হবে?

    A
    মনিহারী পণ্য

    B
    অগ্রিম ভাড়া

    C
    বকেয়া বেতন

    D
    পুঞ্জিভুত অবচয়

    E
    বীমা প্রিমিয়াম

    Note: সমাপনী জাবেদার পর নামিক হিসাবের জের শূন্য হবে। উপরোক্ত Option গুলোর মধ্যে বীমা প্রিমিয়াম নামিক হিসাব।
    1. Report
  7. Question: বিক্রয় বাট্টার ক্ষেত্রে সমাপনী জাবেদা হবে-

    A
    বিক্রয় বাট্টা হিসাব ডেবিট, আয় বিবরণী ক্রেডিট

    B
    আয় বিবরনী হিসাব ডেবিট, আয় বাট্টা ক্রেডিট

    C
    বিক্রয় বাট্টা হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট

    D
    বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় হিসাব ক্রেডিট

    E
    কান সমাপনী জাবেদা হবে না

    Note: বিক্রয়বাট্টা বা প্রদত্ত বাট্টা সাধারণত ডেবিট ব্যালেন্স প্রদর্শন করে। এই হিসাবকে বন্ধকরার জন্য সমাপনী জাবেদা হবে- আয় বিবরণী.............. ডেবটি।
    1. Report
  8. Question: একটি দ্রব্যের তালিকা বিক্রয়মূল্য ২০,০০০ টাকা। বিক্রয়কালে কারবারি বাট্টা ১০% এবং নগদান বাট্টা ৫% অনুমোদন করা হলে বাট্টা লিখা হবে কত টাকা?

    A
    ২০০০ টাকা

    B
    ৩০০০ টাকা

    C
    ৯৫০ টাকা

    D
    ১০০০ টাকা

    E
    ৯০০ টাকা

    Note: প্রশ্নটিতে বিক্রয়মূল্য ২০,০০০ টাকা এবং কারবারি বাট্টা ১০% অতএব, কারবারি বাট্টার পরিমাণ= ২০০০ x ১০% = ২,০০০ টাকা। অতএব, নগদ বাট্টার পরিমাণ = (২,০০০ - ২,০০০) x ৫% = ৯০০ টাকা। অর্থাৎ ৯০০ টাকা বাট্টা লিখা হবে।
    1. Report
  9. Question: পণ্যের বিস্তারিত বিবরণ ও মূল্য উল্লেখ করে যে বিবরণী তৈরি করা হয় তাকে বলে-

    A
    পানা চিঠা

    B
    পণ্যের চালান

    C
    বিক্রয় হিসাব

    D
    বিক্রয় ভাউচার

    E
    কোনটিই নয়

    Note: পণ্যের বিস্তারিত বিবরণ ও মূল্য উল্লেখ করে যে বিবরণী তৈরি করা হয় তার নাম চালান।
    1. Report
  10. Question: কোনটি খতিয়ানের সুবিধা নহে?

    A
    ব্যবসায়ের লাভ-ক্ষতির অবস্থা জানা

    B
    চূড়ান্ত হিসাব প্রণয়নে সহায়তা

    C
    লেনদেনের ফলঅফল জানা

    D
    মোট দেনাপাওনা জানা

    E
    রেওয়ামিল তৈরিতে সহায়তা করা

    Note: খতিয়ানের মাধ্যমে কখনও ব্যবসায়ের লাভ-ক্ষতির অবস্থাজানা যায় না। সুতরাং এটি খতিয়ানের কোন সুবিধা নয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd