হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিম্নের কোনটি “পরিপূরক ভুল” এ উদাহরণ?

    A
    5,000 টাকার একটি মেরামত খরচ “যন্ত্রপাতি হিসাবে” ডেবিট করা হয়েছে

    B
    অগ্রিম প্রদত্ত বেতন বেতন হিসাবে লিপিবদ্ধ করা হয়েছে

    C
    15,000 টাকার ভুলবশতঃ “আসবাবপত্র হিসাব”-কে ডেবিট করা হয়েছে এবং সমপরিমাণ টাকায় ভুলবশতঃ ঋণ হিসাবকে ক্রেডিট করা হয়েছে

    D
    500 টাকার পরিবতেৃ ভুলে 5,000 টাকায় একটি হিসাবকে ডেবিট করা হয়েছে

    Note: যদি একটি হিসাবের ভুলের দ্বারা আরেকটি হিসাবের সমপরিমাণ ভুলের সমন্বয় ঘটে তবে তা পরিপূরক ভুল।
    1. Report
  2. Question: হিসাবের ভুলক্রডিট সংশোধন করা হয় কান জাবদার মা্ধ্যমে?

    A
    চলতি বছরের খরচ বেশি করে প্রদর্শিত হবে

    B
    চলতি বছরের মুনাফা কম করে প্রদর্শিত হবে

    C
    হিসাব বিজ্ঞানের নীতিগত ভুল হবে

    D
    সবগুলো

    Note: যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফাজাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তবে, তা প্রথমত লাভ-ক্ষতি হিসাবে ডেবিট দিকে দেখানো হবে ফলে, খরচ বেশি দেখাবে ও মুনাফা কম দেখাবে, মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্য হিসেবে লিপিবদ্ধ করাকে নীতিগতভুল হয়।
    1. Report
  3. Question: যন্ত্রপাতি মেরামত ব্যয় 400 টাকা যন্ত্রপাতি হিসাবে ডেবিট করা হয়েছে। সংশোধনী জাবেদা লিখন দেখাও যদি ভুলটি চূড়ান্ত হিসাব তৈরির পূর্বে আবিষ্কৃত হয়।

    A
    মেরামত হিসাব ডে: 400/= যন্ত্রপাতি হিসাব ক্রে: 400/=

    B
    যন্ত্রপাতি হিসাব ডে: 400/= মেরামত হিসাব ক্রে: 400/=

    C
    মেরামত হিসাব ডে: 400/= অনিশ্চিত হিসাব ক্রে: 400/=

    D
    অনিশ্চিত হিসাব ডে: 400/= মেরামত হিসাব ক্রে: 400/=

    E
    কোনটিই নয়

    Note: যন্ত্রপাতি মেরামত ব্যয় হল মুনাফা জাতীয় ব্যয়। এ ধরনের ব্যয়ের জন্য যন্ত্রপাতি হিসাব ডেবিট করতে হবে না। মেরামত হিসাবকে ডেবিট করতে হবে। অর্থাৎ সঠিক জাবেদা হওয়ার কথা ছিল- মেরামত হিসাব ডেবিট নগদান হিসাব্ ক্রেডিট। কিন্তু ভুল করে-যন্ত্রপাতি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করা হয়েছে। অর্থাৎ শুধুমাত্র মেরামত হিসাবের পরিবর্তে যন্ত্রপাতি হিসাবে লেখার ভুল হয়েছে। এখন সংশোধনীতে মেরামত হিসাবেকে ডেবিট ও যন্ত্রপাতি হিসাবকে ক্রেডিট করলেই হয়।
    1. Report
  4. Question: E. O. E বলতে কি বুঝায়?

    A
    Errors of and omisson expected

    B
    Errors and omissions expected

    C
    Error and omission expected

    D
    Errors and onerueriting expected

    Note: E. O. E এর সঠিক Eleboration হচ্ছে Errors of and omission expected.
    1. Report
  5. Question: বিচ্যুতি জনিত ভুল ও পরিপূরক ভুল রেওয়মিলের মাধ্যমে -

    A
    ধরা পড়ে

    B
    ধরা পড়ে না

    C
    ধরা পড়তে সময় লাগে

    D
    কোনটিই নয়

    Note: বিচ্যুতিজনিত ভুল বা বাদ পড়ার ভুল হল লেনদেন হিসাবে বইতে লিপিবদ্ধ না করা এবং পরিপূরক ভুল হল একটি ভুলের মাধ্যমে অন্য একটি ভুল সংশোধিত হওয়া। ফলে এ ধরনের ভুলের কারণে রেওয়ামিল অমিল থাকে না বা মিলে যায়। অর্থাৎ এ ধররেন ভুল রেওয়অমিলে ধরা পড়ে না।
    1. Report
  6. Question: একটি হিসাবের জের 108 টাকা রেওয়ামিলের ভুল পাশ্র্বে বসানো আছে। অন্যসব ঠিক থাকলে যোগফলের পার্থক্য হবে

    A
    54 টাকা

    B
    108 টাকা

    C
    27 টাকা

    D
    216 টাকা

    E
    কোনটিইয় নয়

    Note: একটি হিসাবের জের অন্যান্য সব কিছু ঠিক রেখে ভুল পাশে বসালে দুই পাশের যোগফলের পার্থক্য ভুলকৃত অঙ্কের ডবল বা দিগুণ হবে। কারণ সঠিক পাশে যে পরিমাণ অংক বসানোর কথা ছিল তা বসাতে হবে আবার ভুল পাশ্র্বে যে পরিমাণ বসানো হয়েছে তাও বসাতে হবে। অর্থাৎ (ভুল পাশ্র্বে বসানো অঙ্ক + সঠিক পাশ্র্বে সবানোর প্রয়োজন ছিল যে পরিমাণ) অতএব এখানে পাশ্র্বে ভুল সবানো হয়েছে 108 টাকা এবং সঠিক পাশে বসানোর প্রয়োজন ছিল 108 টাকা। ফলে দুই পাশের যোগফলের পার্থক্য হবে (108+108)=216 টাকা।
    1. Report
  7. Question: যে ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে না-

    A
    রেওয়ামিলের ডেবিট ও ক্রেডিট যোগফল নির্ণয়

    B
    লেনদেনের দুইটি পক্ষের যে কোন একটি পক্ষ বাদ পড়ার

    C
    খতিয়ানের উদ্বৃত্ত নির্ণয় হিসাব

    D
    কোন লেনদেন হিসাব বহিতে আদৌ-লিপিবদ্ধ করা না হলে রেওয়ামিল ফলে এ ধরনের ভুল রেওয়ামিল ধরতে পারে না।

    Note: কোন লেনদেন হিসাব আদৌ লিপিবদ্ধ করা না হলে রেওয়মিল অনায়াসে মিলে যাবে। কারণ, উক্ত লেনদেনের কোন প্রভাব রেওয়ামিলে পড়বে না। ফলে এ ধরনের ভুল রেওয়ামিল ধরতে পারে না।
    1. Report
  8. Question: যন্ত্রপাতি সংস্থাপন মজুরী যন্ত্রপাতি হিসাবে ডেবিট না করা হলে যে ভুলটি হয়-

    A
    লিখার

    B
    পরিপূরক

    C
    নীতিগত

    D
    বাদ পড়ার

    Note: 5,000 টাকার লেনদেন 500 টাকার সঠিক ভাবে হিসাবভুক্ত করলে যে ভুল হয় তা ‘ক’ লিখার ভুল। হিসাববিজ্ঞান সম্পর্কে যথেষ্ট জ্ঞানের অভাবে মূলধন জাতীয় আয়-ব্যয় কে মুনাফা জাতীয় আয়-ব্যয় এবং মুনাফা জাতীয় আয়-ব্যয়কে মূলধন জাতীয় আয়-ব্যয় গণ করে হিসাবভুক্ত করলে যে ভুল সংঘঠিত হয় তা ভুল। যন্ত্রপাতি সংস্থাপন ব্যয় মূলধন জাতীয় ব্যয়। এজন্য যন্ত্রপাতি হিসাবকে ডেবিট করতে হবে। তা না হলে নীতি গত ভুল হবে।
    1. Report
  9. Question: ক এর নিকট থেকে 150 টাকার পণ্য ফেরৎ ভুলক্রমে দৈনিক বিক্রয় বহিতে লেখা হয়েছে। ভুল সংশোধনী দাখিলা হবে-

    A
    আন্ত ফেরত হিঃ ডে 150 ক হিসাব ক্রেঃ 150

    B
    বিক্রয় হিসাব ডে: 150 ক হিসাব ক্রেঃ 150

    C
    আন্ত ফেরত হিঃ ডেঃ 150 বিক্রয় হিঃ ডে 150 অনিশ্চিত হিঃ ক্রেঃ 300

    D
    আন্ত ফেরত হিঃ ডে 150 বিক্রয় হিঃ ডেঃ 150 ক হিঃ ক্রেঃ 300

    Note: ভুল সংশোধনীর ক্ষেত্রে আমরা নিচের প্রক্রিয়াটি অনুসরণ করে সহজেই সংশোধনী দাখিলা দিতে পারি। প্রথমে দেখতে হবে সঠিক জাবেদাটি কি হত। দ্বিতীয় ভুল লেখার ফলে কি লিখা হয়েছে। তৃতীয়ত, কি লিখলে পূর্বের ভুলটি সংশোধিত হয় এবং সঠিক দাখিলাটি পাওয়অ যায়। অতএব, এখানে সঠিক জাবেদাটি হত, আন্তঃফেরত হিসাব ডেবিট 150/= টু ক এর হিসাব ডেবিট 150/= ভুল করে, করা হয়েছে, ক-এর হিসাব ডেবিট 150/= টু বিক্রয় হিসাব ডেবিট 150/= সুতরাং, বিক্রয় হিসাব ডেবিট ও ক-এর হিসাব ক্রেডিট করলে ভুলটি সংশোধিতত হয় এবং সঠিক জাবেদাটি লিখে দিলে হয়। অতএব, সংশোধিত জাবেদা হবে, আন্তঃফেরত হিসাব ডেবিট 150/= বিক্রয় হিসাব ডেবিট 150/= বিক্রয় হিসাব ডেবিট 150/=
    1. Report
  10. Question: নিম্নের কোন ভুলটি রেওয়ামিলের মাধ্যমে উদঘাটিত হয়?

    A
    ক এর নিকট হতে প্রাপ্ত 574 টাকার চেক ক এর হিসাবে 574 টাকা লেখা হয়

    B
    বিক্রয় সংক্রান্ত খরচ বিক্রয় হিসাবে লিপিবদ্ধ করা হয়

    C
    300 টাকার ধারে বিক্রিত হিসাবে লিপিবদ্ধ করা হয়

    D
    250 টাকার ক্রয় সম্পূর্ণ বাবে হিসাবে লেখা থেকে বাদ পড়ে

    Note: প্রম্নটিতে প্রদত্ত Option গুলোর মধ্যে ‘ক’ এর ভুলটি হিসাবে ভুল লেখা হয়েছে।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd