হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: নিম্নের কোনটি সার-সংক্ষেপকরণ প্রক্রিয়ার অংশ?

    A
    চিহ্নিত করণ

    B
    বিশ্লেষণ

    C
    জাবেদা লিখন

    D
    রেওয়ামিল প্রস্তুতকরণ

    E
    খতিয়ানভুক্ত করণ

    Note: সংঘটিত লেনদেনসমূহ জাবেদার মাধ্যমে ডেবিট ও ক্রেডিট বিশ্লেষণ করার পর তা খতিয়ানভুক্তিকরণের মাধ্রমে সংক্ষেপকরণ করা হয়। তারপর ভুল ক্রুটি পরিক্ষা করার জন্য খতিয়ান উদ্বৃত্ত নিয়ে িএকটি তালিকা প্রস্তুত করা হয়, যার নাম রেওয়অমিল। সুতরঅং সার-সংক্ষেপকরণ প্রক্রিয়ার অংশ হিসেবে খতিয়ান ভুক্তিকরণকে বোঝায়।
    1. Report
  2. Question: একটি পণ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান যন্ত্রপাতি ক্রয়-কে ক্রয় হিসাবে দেখিয়েছে। এই ভুল সংশোধনের জন্য কি জাবেদা হবে?

    A
    ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট

    B
    ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার হিসাব ক্রেডিট

    C
    যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট

    D
    ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসা ক্রেডিট

    E
    যন্ত্রপাতি হিসাব ডেবিট সাসপেন্সে হিসাব ক্রেডিট

    Note: এটি একটি নীতিগত ভুল। যন্ত্রপাতি ক্রয়ের জাবেদা হলো- যন্ত্রপাতি হিসাব ডেবিট; নগদান হিসাব ক্রেডিট। ক্নিুত ভুল করে জাবেদা প্রদান করা হয়েছে-ক্রয় হিসাব ডেবিট; নগদান হিসাব ক্রেডিট। অর্থাৎ নগদান হিসাবকে ঠিকই লেখা হয়েছে কিন্তু যন্ত্রপাতির পরিবর্তে ক্রয়কে ডেবিট করা হয়েছে। সুতরাং সংশোধনীতে ক্রয় হিসাবকে বাদ দিতে হবে, যার জন্য ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে। অন্য দিকে যন্ত্রপাতি হিসাব ডেবিট করা হতে বাদ পড়েছে বিধায় যন্ত্রপাতি হিসাব ডেবিট করতে হবে। অর্থাৎ সংশোধনী জাবেদা হবে- যন্ত্রপাতি হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট।
    1. Report
  3. Question: এনাম এ কাছে প প্রদেয় টাকা হারুন এ হিসাবে ডেবিট করো হলে, এটা কি ধরনের ভুল হবে?

    A
    বাদ পড়ার ভূল

    B
    খতিয়ানভুক্তির ভুল

    C
    পরিপূরক ভুল

    D
    লেখার ভুল

    E
    নীতির ভুল

    Note: একটি নির্দিষ্ট ডেবিট বা ক্রেডিট করার পরিবর্তে সমজাতীয় অপর একটি হিসাবকে ডেবিট বা ক্রেডিট করা হলে, যে ভুল সংঘটিত হয় তা বে-দাখিলার বা খতিয়অনভুক্তির ভুল।
    1. Report
  4. Question: হিসাবের প্রাথমিক বই থেকে খতিয়ানে স্থানান্তরের সময় যে ভুল সংঘটিত হয় তাকে কি ভুল বলে?

    A
    বাদ পড়া ভুল

    B
    লেখার ভুল

    C
    বেদাখিলা

    D
    পরিপূরক ভূল

    E
    নীতিগত ভুল

    Note: Not available
    1. Report
  5. Question: ভুল সংশোধনে কখন অনিশ্চিত হিসাবকে ডেবিট বা ক্রেডিট করা হয়?

    A
    লিখনের ভুল

    B
    একদিকের ভুল

    C
    দুই দিকের ভুল

    D
    সম্পূরক ভুল

    E
    পরিপূরক

    Note: (ক) লিখনের ভুল হল, 5,000 টাকার পরিবর্ত 500 টাকায় লিপিবদ্ধ করা। এ ভুলের জন্য অনিশ্চিত হিসাবের প্রয়োজন নাই। (গ) দুই দিকের ভুল ও (ক)-এর ভুলের অনুরূপ। (ঘ) ও ঙ. সম্পূরক বা পরিপূরক ভুল হল একটি ভুল দ্বারা অন্য একটি ভুলের সতংশোধন করা। ফলে এটির জন্য ও অনিশ্চিত হিসাবের প্রয়াজন হয় না। (খ) িএক দিকের ভুল হল 5,000 টাকার পণ্য ক্রয় করে শুুধুমাত্র ক্রয় হিসাবে 500 টাকা লিখে অন্য সবকিছু ঠিক করে লিখা। ফলে এ ধরনের ভুল সংশোধনের জন্য অনিশ্চিত হিসাব প্রয়োজন হয়।
    1. Report
  6. Question: কোন ধরনের ভুল রেওয়ামিলের উভয় দিকের সমতাকে বাধাগ্রস্থ করতে পারে?

    A
    বাদ পড়ার ভুল

    B
    পরিপূরক ভুল

    C
    কার্যের ভুল

    D
    নীতিগত ভুল

    Note: প্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত Option গুলোর মধ্যে (ক) বাদ পড়ার ভুল হল- একটি লেনদেন হিসাবভুক্ত বাদ গেছে এ ধরনের ভুল, একটি ভুলের দ্বারা অন্য একটি ভুল সংশোধনের ভুল হল (খ) পরিপূরক ভুল। মুনাফা জাতীয় হিসাবকে মূলধন জাতীয় হিসাবে দেখানোকে (ঘ) নীতিগত ভুল বলে। এ সবগুলো ওেয়ামিল মিলতে বা সমতাকে বাঁধাগ্রস্থ করে না। সুতাং Option (গ) কার্যের ভুল হল এক হিসাব বই থেকে অন্য হিসাব বইতে তুলবার সময় 500 টাকার পরিবর্তে এক পক্ষকে 5,000 টাকায় লিখা। এক ধরনের ভুল রেওয়অমিলের উভয় পক্ষ/দিকের সমতাকে বাঁধা গ্রস্থ করে।
    1. Report
  7. Question: একটি হিসাবের জের 90 টাকা যা ওেয়ামিলের ভুল পাশ্র্বে দুইবার লেখা হয়েছে। অন্যান্য সবকিছু ঠিক থাকলে দুই পাশ্র্বের পার্থক্য হবে-

    A
    90 টাকা

    B
    180 টাকা

    C
    270 টাকা

    D
    360 টাকা

    Note: কোন হিসাবের জের অন্যান্য সবকিছু ঠিক রেখে ভুল পাশে বসালে রেওয়ামিলের যোগফলের পার্থক্য হয় ‍দ্বিগুণ বা ডবল। আর ভুল পাশে দুইবার বসালে পার্থক্য হবে তিনগুণ। কারণ, সঠিক পাশে যে পরিমাণ বসানোর কথা ছিল তা একবার এবং ভুল পাশের দুই পরিমাণ। অর্থাৎ সঠিক পাশের পমিাণ + ভুল পাশের দুই পরিমাণ। এখানে প্রশ্নটিতে 90 টাকাভুল করে ভুল পাশে দুইবার বসানোর ফলে পার্থক্য হবে (90+90+90)=270 টাকা।
    1. Report
  8. Question: ভাড়া খরচের জন্য প্রদত্ত 75 টাকা বেতন খরচে ডেবিট এবং নগদান-এ ক্রেডিট পোস্টিং দেয়া হয়েছে। এ ভুলের ফলে যা হবে:

    A
    রেওয়ামিলের ক্রেডিটসমূহের সমষ্টি থেকে বেশি হবে

    B
    রেওয়ামিল মিলে যাবে

    C
    ডেবিট সমূহের সমষ্টি ক্রেডিটসমূহের সমষ্ট থেকে 75 টাকা বেশি

    D
    ডেবিট সমূহের সমষ্টি ক্রেডিটসমূহের সমষ্ট থেকে 150 টাকা বেশি

    Note: ভাড়া খরচের জন্য প্রদত্ত 75 টাকা, এর জন্য জাবেদা হয়, ভাড়া হিঃ 75 টাকা টু, নগদান হিসাব ক্রেঃ 75 টাকা কিন্তু ভুলে বেতন খরচে ডেঃ 75 টাকা টু নগদান হিঃ ক্রেঃ 75 টাকা পোস্টিং দেয়অ হয়েছে। এ ধরনের ‍ভুলকে বলা হয় বেদাখিলার ভুল বা করণিক ভুল। যার জন্য রেওয়ামিল মিলকরণে কোন ব্যঘাত ঘটে না।
    1. Report
  9. Question: নিচের কোন ভুলটি রেওয়ামিলে ধরা পড়ে?

    A
    নীতিগত ভুল

    B
    পরিপুরক ভুল

    C
    বাদ পড়ার ভুল

    D
    যোগ-বিয়োগের ভুল

    Note: সাধারণত করণিক ভুল গুলো রেওয়অমিল ধরতে পারে না। আর করণিক ভুল গুলো হল (1) পরিপূরক ভুল (2) বাদ পড়ার ভুল (3) বেদাখিলার ভুল (4) হিসাব লেখার ভুল।
    1. Report
  10. Question: কখন অনিশ্চিত হিসাব খুলে ভুল সংশোধন করা হয়-

    A
    এক পক্ষের ভুল হলে

    B
    দুই পক্ষের ভুল হলে

    C
    এক পক্ষ ও উভয়পক্ষের ভুল হলে

    D
    সকল ভুলের ক্ষেত্রে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd