হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: রেওয়ামিল সম্পর্কে কোন বক্তব্যটি সঠিক নয়?

    A
    হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচােই করে

    B
    আর্থিক অবস্থায় প্রাথমিক ধারণা পাওয়া যায়

    C
    চূড়ান্ত হিসাব তৈরি করা সহজ হয়

    D
    হিসাবের অংশ হিসাবে গণ্য করা হয়

    Note: রেওয়ামিল হিসাবের কোন অংশ নয়। এটি খতিয়ান উদ্বৃত্তসমূহ নিয়ে হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাইয়ে উদ্দেশ্য প্রস্তুতকৃত তালিকা।
    1. Report
  2. Question: দেনাদার থেকে প্রাপ্ত 800 টাকা পাওনাদার হিসাবে ক্রেডিট করা হয়েছে। সংশোধিত জাবেদা হবে-

    A
    দেনাদার হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট

    B
    পাওনাদার হিসাব ডেবিট এবং দেনাদার হিসাব ক্রেডিট

    C
    নগদান হিসাব ডেবিট এবং পাওনাদার হিসাব ক্রেডিট

    D
    পাওনাদার হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট

    Note: দেনাদারের নিকট হতে টাকা প্রাপ্তির জন্য দেনাদার হিসাবকে ক্রেডিট করার প্রয়োজন ছিল। কিন্তু ভুলে পাওনাদার হিসাব ক্রেডিট করা হয়েছে। এ ভুলে সংশোধনীতে পাওনাদার হিসাবে ডেবিট করতে হবে এবং যা করার উচিত ছিল দেনাদার হিসাব ক্রেডিট করতে হবে।
    1. Report
  3. Question: নিচের কোনটি প্রস্তুত না করলেও চলে?

    A
    খতিয়ান

    B
    রেওয়ামিল

    C
    চূড়ান্ত হিসাব

    D
    নগদান বই

    Note: Not available
    1. Report
  4. Question: লেনদেনের দুটি পক্ষের মধ্যে মাত্র একটি পক্ষ লিপিবদ্ধ করা হরে তাকে কী বলে?

    A
    লেখার ভুল

    B
    বাদ পড়ার ভুল

    C
    করনিক ভুল

    D
    যোগের ভুল

    Note: Not available
    1. Report
  5. Question: নিচের কোন সঞ্জিতিটি রেওয়ামিলের ডেবিট পাশে বসবে?

    A
    সাধারণ সঞ্চিতি

    B
    আনাদায়ী পাওনা সঞ্চিতি

    C
    পাওনাদারের বাট্টা সঞ্চিতি

    D
    দোনাদারের বাট্টা সঞ্চিতি

    Note: Not available
    1. Report
  6. Question: অবিক্রীত পণ্য রেওয়ামিলের কোন ঘরে লেখা হয়?

    A
    ডেবিট

    B
    ক্রেডিট

    C
    উভয়

    D
    বসবে না

    Note: Not available
    1. Report
  7. Question: রেওয়ামিল আর্থিক বিবরণী প্রস্তুতের কাজকে কী করে?

    A
    ত্বরান্বিত করে

    B
    বিঘ্নিত করে

    C
    সমন্বিত করে

    D
    বিলম্বিত করে

    Note: Not available
    1. Report
  8. Question: অশুদ্ধ রেওয়ামিল শুদ্ধ করার পদ্ধতি কয়টি?

    A
    5টি

    B
    6টি

    C
    7টি

    D
    8টি

    Note: Not available
    1. Report
  9. Question: বিনিময়ের তারতম্য তহবিল রেওয়ামিলের কোন ঘরে বসবে?

    A
    ডেবিট

    B
    ক্রেডিট

    C
    উভয়

    D
    বসবে না

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটি ছাড়াও চূড়ান্ত হিসাব প্রস্তুত করা সম্ভব?

    A
    জাবেদা

    B
    খতিয়ান

    C
    রেওয়ামিল

    D
    নগদান বই

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd