হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: খান ব্রাদার্স এর ৪৭ টি গ্রাহক হিসেবে মোট ১,২০,০০০ টাকার ডেবিট ব্যালেন্স আছে। অধিকন্তু ২জন গ্রাহক পণ্য ফেরত দেওয়ায় ৪,০০০ টাকার ক্রেডিট ব্যালেন্স আছে। উদ্বর্তপত্রে- এর যথাযথ উপস্থাপন হবে-

    A
    চলতি সম্পত্তি নিট ১,১৬,০০০ টাকা

    B
    চলতি সম্পত্তি ১,২০,০০০ টাকা এবং চলতি দায় ৪,০০০

    C
    চলতি সম্পত্তি ১,২০,০০০ টাকা এবং অ-চলতি দায় ৪,০০০ টাকা

    D
    চলতি সম্পত্তি ১,২৪,০০০ টাকা

    Note: খান ব্রাদার্স এর ৪৭টি গ্রাহক হিসাবে মোট ১২০,০০০ টাকার ডেবিট ব্যালেন্স আছে। অর্থাৎ খান ব্রাদার্স এর গ্রাহক সিাব বা প্রাপ্য হিসাব (দেনাদার) এর পরিমাণ ১২০,০০০ টাকা। অণ্য দিকে ২ জন্য গ্রাহক পণ্য ফেরত দেয়ায় (৪,০০০ টাকা হ্রাস পেয়েছে। সুতরাং গ্রাহক হিসাব (দেনাদার) এর নীট পরিমাণ হবে (১২০,০০০-৪,০০০) = ১১৬,০০০ টাকা। আর দেনাদার হিসাব (গ্রাহক হিসাব) কে যেহেতু চলতি সম্পত্তি হিসাবে গণ্য করে উদ্বর্তপত্রে সম্পত্তির পাশে দেখানো হয়।
    1. Report
  2. Question: নিম্নোক্ত তথ্যবলী দিয়ে একটি প্রতিষ্ঠানের উদ্বর্তপত্র তৈরি করা হয়েছিল- জমি ১৫,০০০ টাকা, মূলন ২৫,০০০ টাকা, দালানকোঠা ২০,০০০ টাকা, দীর্ঘ মেয়াদী ঋণ ১০,০০০ টাকা, নগদ ৩,০০০ টাকা, দেনাদার ৪,০০০ টাকা, মজুদ পণ্য ৬,০০০ টাকা, বকেয়া খরচ ৩,০০০ টাকা, আগাম খরচ ২,০০০ টাকা। নিম্নের কোন উক্তিটি সস্পূর্ণ সঠিক?

    A
    স্থায়ী সম্পদ ৩৫,০০০ টাকা, চলতি দায় ১৪,০০০ টাকা ও উদ্বর্তপত্রের যোগফল ৫০,০০০ টাকা

    B
    উদ্বর্তপত্রের যোগফল ৪৯,০০০ টাকা, চলতি সম্পদ ১৫,০০০ টাকা ও স্থায়ী সম্পদ ৩৫,০০০ টাকা

    C
    চলতি দায় ১৫,০০০চলতি সম্পদ ১৩,০০০ টাকা ও উদ্বর্তপত্রে যোগফল ৫০,০০০ টাকা

    D
    উপরের কোনটিই সঠিক নয়

    Note: তথ্যগুলো হতে আমরা পাই যে, চলতি সম্পত্তি = নগদ + মজুদপণ্য + আগাম খরচ + দেনাদার = (৩,০০০ + ৬,০০০ + ২০০০ + ৪,০০০) টাকা = ১৫,০০০ টাকা চলতি দায় = বকেয়া খরচ = ৩,০০০ টাকা, স্থায়ী সম্পত্তি = দালানকোঠা + জমি = (২০,০০০ + ১৫,০০০) টাকা = ৩৫,০০০ টাকা। এবং উদ্বর্তপত্রের যোগফল হবে= মোট সম্পত্তি অথবা মোট দায় ও ইকুইটি = (চলতি সম্পত্তি + স্থায়ী সম্পত্তি) অথবা, (চলতিদায় + দীর্ঘ মেয়াদি দায় + মূলধন) = (১৫,০০০ + ৩৫,০০০) অথবা (৩,০০০ + ১০,০০০ + ২৫,০০০) = ৫০,০০০ অথবা ৩৮,০০০ টাকা। উদ্বর্তপত্রের যোগফল দর্বদা সমান হতে হবে। কেননা মোট সম্পত্তি = মোট দায় ও ইকুইটি সুতরাং পর্যাপ্ত তথ্যের অভাবে এখানে উদ্বর্তপত্রের সঠিক যোগফল বের করা সম্ভব নয়। অর্থাৎ প্রশ্নটির উত্তরের জন্য প্রদত্ত কোন Option সঠিক নয়।
    1. Report
  3. Question: মোট লাভ হবে যদি-

    A
    নিট আয় থেকে পরিচালনা খরচ কম হয়

    B
    বিক্রয় রাজস্ব পরিচালনা খরচ থেকে বেশী হয়

    C
    বিক্রীত পণ্যের বিক্রয়মূল্য থেকে বিক্রয় রাজস্ব বেশী হয়

    D
    বিক্রীত পণ্যের ক্রয়মূল্য থেকে বিক্রয় রাজস্ব রেশী হয়

    Note: Not available
    1. Report
  4. Question: উদ্বর্তপত্রে মাধ্যমে একটি কারবার সত্ত্বার আর্থিক অবস্থা প্রতিফলিত হয়-

    A
    একটি নির্দিস্ট সময়ের জন্য

    B
    একটি বিশেষ তারিখের জন্য

    C
    একটি হিসাবকালের জন্য

    D
    এক বছরের জন্য

    Note: উদ্বর্তপত্র একটি বিশেষ তারিখে বা বিশেষ দিনের জন্য প্রস্তুত করা হয়ে থাকে। সুতরাং উদ্বর্তপত্রে কারবারের আর্থিক অবস্থা ঐ (তারিখের) বিশেষ তারিখ বা দিনে প্রতিফলিত হয়।
    1. Report
  5. Question: উদ্বর্তপত্রে দেনাদার কোন মূল্যে দেখানো হয়?

    A
    হিসাব বহিমূল্যে

    B
    নিট আদায়যোগ্য মূল্যে

    C
    বাজারমুল্যে

    D
    উপরের কোনটিই নয়

    Note: উদ্বর্তপত্রে দেনাদারকে নীট আদায়যোগ্য মূল্যে দেখানো হয়ে থাকে হিসাববিঝ্হানের রক্ষণশীলতার বাধা অনুসারে।
    1. Report
  6. Question: কত সময়ের জন্য লাভ-ক্ষতি হিসাব প্রস্তুত করা হয়?

    A
    এক বৎসর

    B
    একমাস

    C
    ছয় মাস

    D
    যে কোন সময় কালের জন্য যা উপযুক্ত বলে বিবেচনা করা হয়

    Note: Not available
    1. Report
  7. Question: নিম্নের কোনটি উদ্বর্তপত্রে দেখানো হয় না?

    A
    ব্যক্তিবাচক হিসাবসমূহ

    B
    সম্পত্তিবাচক সিাবসমূহ

    C
    নামিক হিসাবসমূহ

    D
    উপরের কোনটিই না

    Note: কোন বিশেষ তারিখে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য উদ্বর্তপত্র তৈরি করা হয়। আর উদ্বর্তপত্রের উপাদানগুলো হলো সম্পত্তি ও দায় (বহিঃদায় ও আন্তঃদায়) অর্থাৎ (ক) ব্যক্তিবাচক হিসাবসমূহকে (দেনাদার) সম্পত্তি, দায় (পাওনাদার) এবং ইকুইটি (মূলধন)। (খ) সম্পত্তিবাচক হিসাবসমূহ নগদ টাকা। ব্যাংকে জমা প্রভৃতি স্থায়ী ও চলতি সম্পদ। সুতরাং উদ্বর্তপত্রে কখনই নামিক (আয়-ব্যয় বাচক হিসাব) সমূহ অন্তর্ভুক্ত হয় না।
    1. Report
  8. Question: নীট মুনাফা অর্জিত হবে যদি কোন হিসাকালে-

    A
    সম্পত্তি দায় ছাড়িয়া যায়

    B
    সম্পত্তি রাজস্ব ছাড়িয়া যায়

    C
    ব্যয় আয় হতে অধিক হয়

    D
    ব্যয় হতে আয় বেশি হয়

    Note: কারবারের নীট মুনাফা বা ক্ষতি নির্ণয়ের জন্য লাভ-ক্ষতি হিসাব প্রস্তুত করা হয়। লাভ-ক্ষতি হিসাবরে ডেবিট দিকে ব্যয় জাতীয় হিসাবসমূহ ও ক্রেডিট দিকে আয় জাতীয় হিসাব সমূহ লিপিবদ্ধ করা হয়। এ হিসাবে যদি আয় হতে ব্যয় বেশি হয় তবে নীঠ ক্ষতি নির্দেশ করে, আর ব্যয় আয় বেশি হলে হয় নীট লাভ।
    1. Report
  9. Question: একটি ফার্মের নিট মুনাফা এ বছর ৫,০০০ টাকা হলে এবং কর হার ৪০% হলে করপূর্ব মুনাফা কত?

    A
    ৯,০০০ টাকা

    B
    ৭,৯৪২ টাকা

    C
    ৮,৩৩৩ টাকা

    D
    কোনটিই নয়

    Note: Not available
    1. Report
  10. Question: কোনটি উদ্বর্তপত্রের সম্পত্তি পাশে উল্লেখ করা হয়?

    A
    দীর্ঘমেয়াদি ঋণ

    B
    শেয়ার প্রিমিয়াম

    C
    বিবিধ পাওনাদার

    D
    প্রাথমিক খরচাবলী

    Note: উদ্বর্তপত্রের সম্পদ পাশ্র্বে সকল প্রকার সম্পত্তিবাচক সিাব সমূহ উল্লেথ করা হয়। Option, (ক), (খ), (গ) সবগুলোই হল দায় বাচক হিসাব যা ফার্মের দায় নির্দেশ করে। মুধুমাত্র (ঘ) প্রাথমিক খরচ যা অলীক সম্পদ হিসেবে গণ্য।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd