Question: খান ব্রাদার্স এর ৪৭ টি গ্রাহক হিসেবে মোট ১,২০,০০০ টাকার ডেবিট ব্যালেন্স আছে। অধিকন্তু ২জন গ্রাহক পণ্য ফেরত দেওয়ায় ৪,০০০ টাকার ক্রেডিট ব্যালেন্স আছে। উদ্বর্তপত্রে- এর যথাযথ উপস্থাপন হবে-
A
B
C
D
চলতি সম্পত্তি নিট ১,১৬,০০০ টাকা
B
চলতি সম্পত্তি ১,২০,০০০ টাকা এবং চলতি দায় ৪,০০০
C
চলতি সম্পত্তি ১,২০,০০০ টাকা এবং অ-চলতি দায় ৪,০০০ টাকা
D
চলতি সম্পত্তি ১,২৪,০০০ টাকা
Note: খান ব্রাদার্স এর ৪৭টি গ্রাহক হিসাবে মোট ১২০,০০০ টাকার ডেবিট ব্যালেন্স আছে। অর্থাৎ খান ব্রাদার্স এর গ্রাহক সিাব বা প্রাপ্য হিসাব (দেনাদার) এর পরিমাণ ১২০,০০০ টাকা। অণ্য দিকে ২ জন্য গ্রাহক পণ্য ফেরত দেয়ায় (৪,০০০ টাকা হ্রাস পেয়েছে। সুতরাং গ্রাহক হিসাব (দেনাদার) এর নীট পরিমাণ হবে (১২০,০০০-৪,০০০) = ১১৬,০০০ টাকা। আর দেনাদার হিসাব (গ্রাহক হিসাব) কে যেহেতু চলতি সম্পত্তি হিসাবে গণ্য করে উদ্বর্তপত্রে সম্পত্তির পাশে দেখানো হয়।