হিসাব বিজ্ঞান ১ম পত্র - একাদশ-দ্বাদশ
 
  1. Question: উদ্বর্তপত্রের রিজার্ভ ফান্ডের মালিকানা হচ্ছে-

    A
    কোম্পান

    B
    পরিচালকবৃন্দ

    C
    ব্যাংক

    D
    শেয়ারহোল্ডারগণ

    Note: কোম্পানি ব্যবসায়ের ক্ষেত্রে যে কোন প্রকার রিজার্ভ বা সঞ্চিতি তহবিলের মালিকানা হচ্ছে শেয়ার হোল্ডারগণ। সুতরাং উদ্বর্তপত্রের রিজার্ভ ফান্ডের মালিকানা হলো Option (ঘ) শেয়ার হোল্ডারগণ।
    1. Report
  2. Question: যদি একটি নির্দিষ্ট সমন্বয় এন্ট্রির ডেবিট দ্বারা সম্পত্তি হিসাবের বৃদ্ধি ঘটে, তবে এর ক্রেডিট দিক দ্বারা-

    A
    সম্পত্তি হিসাব কমবে

    B
    দায় হিসাব বাড়বে

    C
    দায় হিসাব কমবে

    D
    খরচ হিসাব কমবে

    E
    আয় হিসাব বাড়বে

    Note: (১) অগ্রীম সংক্রান্ত ও (২) কবেয়া সংক্রান্ত সমন্বয় এন্ট্রি এই দুই ভাগে সমন্বয় এন্ট্রি সমূহকে ভাগ করা যায়। অগ্রীম সংক্রান্ত সমন্বয় এন্ট্রির মধ্যে পড়ে আয়ের অগ্রীম প্রাপ্তি ও ব্যয়ের অগ্রীম প্রদান। আয়ের অগ্রীম সমন্বয় করা হলে অগ্রীম আয় (দায়) ডেবিট ও আয় ক্রেডিট। অর্থাৎ এর দ্বারা দায়া হ্রাস ও আয় বৃদ্ধি পায়। ব্যয়ের অগ্রীম সমন্বয় কর হলে ব্যয় বৃদ্ধি ও সম্পত্তি হ্রাস পায়। কবেয়া সংক্রান্ত সমন্বয় এন্ট্রির করা হলে ব্যয় বৃদ্ধি ও বকেয়া ব্যয় (দায়) বৃদ্ধি পায় আর আয়ের বকেয়া সমন্বয় করা হয়- আয় বৃদ্ধি ও বকেয়া বা প্রাপ্য আয় (সম্পত্তি) বৃদ্ধি পায়। অর্থাৎ একটি নির্দিষ্ট সমন্বয় এন্ট্রি (বকেয়া বা প্রাপ্য আয়ের সমন্বয়) দ্বারা সম্পত্তি হিসাবের সৃদ্ধি ঘটলে, এর ক্রেডিট দিক দ্বারা বা ক্রেডিট দ্বারা আয় বৃদ্ধি পায়।
    1. Report
  3. Question: আর্থিক বছরের শেষে বকেয়া বেতনের সমন্বয় এন্ট্রি অসর্তকতার কারণ বাদ পড়েছে। এ ভুলের কারণে-

    A
    বছরের খরচ কম দেখানো হবে

    B
    বছরের নীট আয় বেশী দেখানো হয়

    C
    বছরের শেষে দায় কম দেখানো হবে

    D
    বছরের কর বেশি দেখানো হয়

    E
    উপরের সবগুলো

    Note: বছরের শেষে বকেয়া বেতন সমন্বয়ের ফলে (বেতন) খরচ বা ব্যয় বৃদ্ধি পায় এবং বকেয়া বেতন (দায়) বৃদ্ধি পায়। প্রশ্নিটিতে যেতেহু বকেয়া বেতন সমন্বয় বাদ পড়ে যায়, ফলে (ক), খরচ (বেতন) হিসাবে কম দেখানো হয়। আর খরচ বা ব্যয় কম দেখানোর ফলে (খ), নীট আয় বেশি দেখানো হবে। কারণ বছর শেষে আয় থেকে ব্যয় বিয়োগ করে নীট আয় নির্ণয় করা হয়। আর বেশি দেখানোর জন্য (ঘ), কর বেশি দেখানো হবে। কারণ আয়ের উপরই কর ধরা হয়। এবং বকেয়া বেতন নামক (গ) দায় কম দেখানো হবে।
    1. Report
  4. Question: অগ্রীম আয়ের সমন্বয়-

    A
    দায় হ্রাস ও আয়বৃদ্ধি করে

    B
    আয় ও সম্পদ হ্রাস করে

    C
    সম্পত্তি ও আয় বৃদ্ধি করে

    D
    দায় বৃদ্ধি ও সম্পত্তি কিমায়

    E
    দায় ও আয় হ্রাস করে

    Note: আয় বাবদ অগ্রীম গ্রহণ করলে সম্পত্ত (নগদ টাকা) ও দায় (অগ্রীম আয়) বৃদ্ধি পায়। আর হিসাবকাল শেষে আয় অর্জিত হলে এ অগ্রীম আয় সমন্বয় করার ফলে আয় বৃদ্ধি পায় অর্থাৎ আয় হিসাব ক্রেডিট করতে হয় এবং (অগ্রীম আয়) দায় হ্রাস পায় অর্থাৎ দায়কে ক্রেডিট করতে হয়।
    1. Report
  5. Question: কোন ধরনের হিসাবের জন্য সমাপনী জাবেদা প্রস্তুত করতে হয়?

    A
    ব্যক্তিবাচক হিসাব

    B
    নামিক হিসাব

    C
    সম্পত্তিবাচক হিসাব

    D
    দায় হিসাব

    E
    সম্পদ হিসাব

    Note: হিসাবকাল ধারণা অনুযায়ী হিসাবকাল শেষে অস্থায়ী হিসাবসমূহকে বন্ধ করা হয়। আর যে দাখিলার দ্বারা অস্থায়ী (নামিক বা আয়-ব্যয় বাচক হিসাব) হিসাবসমূহ বন্ধ করা হয় তাকে সমাপনী দাখিলা বলে।
    1. Report
  6. Question: অবচয়ের জন্য সমন্বদয় জাবেদা না করা হলে নিচের কোনটি সত্য হবে-

    A
    সম্পত্তি কম দেখানো হবে

    B
    নীট মুনাফা কম দেখানো হবে

    C
    মালিকানা স্বত্ব কম দেখানো হবে

    D
    ব্যয় কম দেখানো হবে

    E
    ব্যয় বেশি দেখানো হবে

    Note: অবচয়ের জন্য সমন্বয় দাখিলা হল- অবচয় হিসাব (ব্যয়/খরচ) ডেবিট, টু, পুঞ্জিভূত অবচয়। কারণ অবচয় ধার্য করায় অবচয় নামক ব্যয় বা খরচ বৃদ্ধি পায় এবং সে সম্পত্তিটির মূল্যকে হ্রাস করা হয়। অতএব হিসাবকাল শেষে অবচয়ের জন্য সমন্বয় দাখিলা না দিলে বা অবচয়ের সমন্বয় না করা হলে অবচয় নামক ব্যয় কম দেখানো হবে। এবং সম্পত্তির মুল্য বেশী দেখানো হবে।
    1. Report
  7. Question: মুনাফা অর্জিত হয়েছে, কিন্তু নগদ গ্রহণ এবং লিপিবদ্ধ করা না হলে কোন হিসাবকে ডেবিট করতে হবে?

    A
    অনুপর্জিত আয়

    B
    অগ্রীম আয়

    C
    মধ্যবর্তী আয়

    D
    নগদান

    E
    দেনাদার

    Note: প্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রদত্ত Option ‘ক’ অনুপার্জিত আয় অর্থাৎ যে আয় উপার্জন করা হয় নাই বা অর্জিত হয় নাই কিন্তু পাওয়া গেছে বা হিসাব ভুক্ত হয়েছে। যা দায় হিসাবে গণ্য। সুতরাং এ Option টি প্রশ্নটির সঠিক উত্তরের জন্য প্রযোজ্য হবে না। Option (খ) অগ্রীম আয় অর্থাৎ আয় অর্জিত হওয়ার আগেই গ্রহণ করা হয়েছে। যা দায় হিসেবেগণ্য হয়, (গ) মধ্যবর্তী আয় নামে সাধারণত কোন হিসাব খোলা হয় না। Option (ঘ) নগদান হিসাবকে তখনই ডেবিট করা হয় যখন নগদ টাকা পাওয়া যায় বা নগদ টাকা (সম্পত্তি) বৃদ্ধি পাবে। প্রশ্নটিতে বলা হয়েছে যে, আয় অর্জিত হয়েছে কিন্তু নগদে গ্রহণ করা হয় নি বা হিসাবভুক্ত করা হয়নি, অর্থাৎ কাউকে সেবা প্রদান করার হয়েছে কিন্তু তার কাছ থেকে বিনিময়ে মূল্য গ্রহণ করা হয় নাই ফলে যাকে সেবা প্রদান করা হয়েছে তর কাছ থেকে মূল্য পাওয়া যাবে/টাকা পাওয়া যাবে। অর্থাৎ সে আমাদের দেনাদার। ফলে দেনাদার (সম্পদ) বৃদ্ধি পাওয়ায় দেনাদার হিসাবকে ডেটিব করতে ডেবিট করা হবে।
    1. Report
  8. Question: অবচয়ের জন্য সমন্বদয় জাবেদা না করা হলে নিচের কোনটি সত্য হবে-

    A
    সম্পত্তি কম দেখানো হবে

    B
    নীট মুনাফা কম দেখানো হবে

    C
    মালিকানা স্বত্ব কম দেখানো হবে

    D
    ব্যয় কম দেখানো হবে

    E
    ব্যয় বেশি দেখানো হবে

    Note: অবচয়ের জন্য সমন্বয় দাখিলা হল- অবচয় হিসাব (ব্যয়/খরচ) ডেবিট, টু, পুঞ্জিভূত অবচয়। কারণ অবচয় ধার্য করায় অবচয় নামক ব্যয় বা খরচ বৃদ্ধি পায় এবং সে সম্পত্তিটির মূল্যকে হ্রাস করা হয়। অতএব হিসাবকাল শেষে অবচয়ের জন্য সমন্বয় দাখিলা না দিলে বা অবচয়ের সমন্বয় না করা হলে অবচয় নামক ব্যয় কম দেখানো হবে। এবং সম্পত্তির মুল্য বেশী দেখানো হবে।
    1. Report
  9. Question: অনুপার্জিত আয়ের জন্য সমন্বয় জাবেদা না করা হলে:

    A
    সম্পত্তি বেশী দেখাবে

    B
    দায় বেশী দেখাবে

    C
    আয় বেশী দেখাবে

    D
    নীট লাভ বেশী দেখাবে

    E
    সম্পত্তি কম দেখাবে

    Note: অনুপার্জিত আয় অর্থাৎ যে আয় অর্জিত হয় নািই বা যে আয়ের জন্য এখনও কোন সেবা প্রদান করা হয় নাই কিন্তু তা নগদে গ্রহণ করা হয়েছে। সুতরাং এটি একটি দায়। আর দায় বা অনুপার্জিত আয় এর জন্য সমন্বয় জাবেদা না করা হলে দায় বেশি দেখানো হবে।
    1. Report
  10. Question: মুনাফা অর্জিত হয়েছে, কিন্ত নগদে গ্রহণ করা না হলে তাকে বলে-

    A
    অনুপার্জত আয়

    B
    অগ্রিম আয়

    C
    মধ্যবর্তী আয়

    D
    বকেয়া আয়

    E
    সেবা আয়

    Note: মুনাফা অর্জিত হয়েছে, কিন্ত নগদে গ্রহণ করা হয় নাই অর্থাৎ সেবা প্রদান করা হয়েছে। কিন্তু বিনিময়ে সেবার মূল্য বাবদ নগদ টাকা বা অন্যকিছু গ্রহণ করা হয় নাই। একে বলা হয় বকেয়া আয়।
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd