Question: আর্থিক বছরের শেষে বকেয়া বেতনের সমন্বয় এন্ট্রি অসর্তকতার কারণ বাদ পড়েছে। এ ভুলের কারণে-
Aবছরের খরচ কম দেখানো হবে
Bবছরের নীট আয় বেশী দেখানো হয়
Cবছরের শেষে দায় কম দেখানো হবে
Dবছরের কর বেশি দেখানো হয়
Eউপরের সবগুলো
Note: বছরের শেষে বকেয়া বেতন সমন্বয়ের ফলে (বেতন) খরচ বা ব্যয় বৃদ্ধি পায় এবং বকেয়া বেতন (দায়) বৃদ্ধি পায়। প্রশ্নিটিতে যেতেহু বকেয়া বেতন সমন্বয় বাদ পড়ে যায়, ফলে (ক), খরচ (বেতন) হিসাবে কম দেখানো হয়। আর খরচ বা ব্যয় কম দেখানোর ফলে (খ), নীট আয় বেশি দেখানো হবে। কারণ বছর শেষে আয় থেকে ব্যয় বিয়োগ করে নীট আয় নির্ণয় করা হয়। আর বেশি দেখানোর জন্য (ঘ), কর বেশি দেখানো হবে। কারণ আয়ের উপরই কর ধরা হয়। এবং বকেয়া বেতন নামক (গ) দায় কম দেখানো হবে।