বস্তুর উপর তাপের প্রভাব
 
  1. Question: কোথায় বাষ্পায়নের হার সর্বাধিক?

    A
    শূন্য স্থানে

    B
    কাচ মাধ্যমে

    C
    পানি মাধ্যমে

    D
    বেনজিনে

    Note: শূন্যস্থানে বাষ্পায়নের জার সর্বাধিক। কারণ বায়ু চাপ কমলে দ্রুত বাষ্পায়ন হয় এবং শূন্যস্থানে কোনো বায়ু চাপ নেই।
    1. Report
  2. Question: তরল ও তরল সঙলগ্ন বায়ুর উষ্ণতা বাড়লে কোনটি ঘটে?

    A
    বাষ্পায়ন কমে যায়

    B
    বাষ্পায়ন দ্রুত হয়

    C
    শিশিরাঙ্ক কমে

    D
    বাষ্পায়ন অপরিবর্তিত থাকে

    Note: Not available
    1. Report
  3. Question: সুপ্ততাপের মাধ্যমে-

    A
    বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়

    B
    বস্তুর অবস্থার পরিবর্তন হয়

    C
    বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়

    Note: - যে তাপ বস্তুর তাপমাত্রার পরিবর্তন না ঘটিয়ে অবস্থার পরিবর্তন ঘটায় তাকে বলে- সুপ্ততাপ। - সুপ্ততাপের কারণে বস্তুর তাপমাত্রা বৃদ্ধি পায় না, কিন্তু পরিবর্তন ঘটে- অবস্থার। - সুপ্ততাপের প্রয়োগে বস্তুর উপর কাজ করতে তবে বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়।
    1. Report
  4. Question: তাপ-

    A
    এক প্রকার শক্তি

    B
    ঠান্ডা ও গরমের অনুভূতি জাগায়

    C
    এর একক কেলভিন

    Note: Not available
    1. Report
  5. Question: বাষ্পায়নের ক্ষেত্রে-

    A
    তরলের উপরিতলের ক্ষেত্রফল বেশি হলে বাষ্পায়ন দ্রুত হয়

    B
    অনুদ্বায়ী পদার্থের বাষ্পায়নের হার সর্বাধিক

    C
    তরলের উপর বায়ুমন্ডলের চাপ বাড়লে বাষ্পায়নের হার বেড়ে যায়

    Note: Not available
    1. Report
  6. Question: পদার্থের তাপ মাত্রিক ধর্ম হচ্ছে-

    A
    আয়তন

    B
    চাপ

    C
    রোধ

    Note: Not available
    1. Report
  7. Question: দৈর্ঘ্য প্রসারণ সহগ `alpha`, ক্ষেত্র প্রসারণ সহগ `beta` এবং আয়তন প্রসারণ সহগ `gamma`, এর মধ্যে সম্পর্ক-

    A
    6`alpha`=3`beta`=2`gamma`

    B
    `alpha`=`beta`/2=`gamma`/2

    C
    `alpha`=`beta`/3=`gamma`/2

    Note: Not available
    1. Report
  8. Question: তাপের প্রবাহ নির্ভর করে-

    A
    তাপের পরিমাণের ওপর

    B
    তাপমাত্রার পার্থক্যের ওপর

    C
    বস্তুদ্বয়ের আপেক্ষিক তাপীয় অবস্থার ওপর

    Note: Not available
    1. Report
  9. Question: জুল-

    A
    কাজের একক

    B
    বলের একক

    C
    তাপের একক

    Note: Not available
    1. Report
  10. Question: তাপমাত্রা হচ্ছে-

    A
    বস্তুর উষ্ণতার নির্দেশক

    B
    বস্তুর তাপীয় অবস্থা

    C
    বস্তুর তাপ নির্দেশক একটি সংখ্যা

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd