বস্তুর উপর তাপের প্রভাব
 
  1. Question: গ্যাসীয় পদার্থের অণুগুলোর-

    A
    মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল নেই

    B
    মধ্যে আকর্ষণ-বিকর্ষণ বল আছে

    C
    মধ্যে বিভবশক্তি নেই

    Note: Not available
    1. Report
  2. Question: অভ্যন্তরীণ শক্তি-

    A
    হলো শুধু স্থিতি

    B
    তাপ প্রদানে বৃদ্ধি পায়

    C
    স্থিতি ও গতি শক্তির সমষ্টি

    Note: পদার্থের আণবিক গতিতত্ত্বের ভিত্তিতে আমরা জানি যে, পদার্থের অণুগুলো সর্বদগা গতিশীল। তরল ও গ্যাসীয় পদার্থের অণুগুলোর এলোমেলোভাবে ছুটাছুটি করে। অণুগুলোর এই গতির জন্য গতিশক্তি সঞ্চয় হয়। আবার কঠিন পদার্থের অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ বল আছে বলে বিভব শক্তি আছে। পদার্থের অণুগুলোর গতিশক্তি ও বিভনশক্তির সমষ্টিকে অভ্যন্তরীণ শক্তি বলে।
    1. Report
  3. Question: একটি ধাতব বলকে উত্তপ্ত করলে-

    A
    অর্ভন্তরীণ শক্তি বৃদ্ধি পায়

    B
    এর তাপমাত্রা বৃদ্ধি পায়

    C
    এর বিভবশক্তি হ্রাস পায়

    Note: Not available
    1. Report
  4. Question: প্রায় সকল পদার্থই-

    A
    তাপ প্রয়েঅগে সংকুচিত হয়

    B
    তাপ প্রয়োগে প্রসারিত হয়

    C
    তাপ অপসারণে সংকুচিত হয়

    Note: Not available
    1. Report
  5. Question: যখন কোনো বস্তু উত্তপ্ত হয়, তখন-

    A
    বস্তুটির প্রত্যেক অণুর তাপশক্তি বৃদ্ধি পায়

    B
    বস্তুটির প্রত্যেক অণুর গতিশক্তি বৃদ্ধি পায়

    C
    বস্তুটির প্রত্যেক অণুর বিভবশক্তি বৃদ্ধি পায়

    Note: Not available
    1. Report
  6. Question: কঠিন বস্তুর মধ্যে অণুগুলো কাঁপতে থাকে-

    A
    তাপমাত্রা বৃদ্ধির ফলে

    B
    তখন অণুগুলো বাইরের দিকে বেশি সরে যায়

    C
    তখন বস্তুটি প্রসারণ লাভ করে

    Note: Not available
    1. Report
  7. Question: তাপীয় প্রসারণ-

    A
    গ্যাসীয় পদার্থে সবচেয়ে বেশি

    B
    তরলে গ্যাসীয় পদার্থের চেয়ে কম

    C
    কঠিন পদার্থে সবচেয়ে কম

    Note: Not available
    1. Report
  8. Question: তাপীয় প্রসারণ-

    A
    অক্সিজেনে সবচেয়ে বেশি

    B
    পানিতে অক্সিজেনের চেয়ে কম

    C
    লবনে সবচেয়ে কম

    Note: Not available
    1. Report
  9. Question: তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের বৃদ্ধি পায়-

    A
    দৈর্ঘ্য

    B
    ক্ষেত্রফল

    C
    আয়তন

    Note: Not available
    1. Report
  10. Question: কঠিন পদার্থের ক্ষেত্রে দেখা যায়-

    A
    দৈর্ঘ্য প্রসারণ সহগ

    B
    ক্ষেত্র প্রসারণ সহগ

    C
    আয়তন প্রসারণ সহগ

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd