বস্তুর উপর তাপের প্রভাব
 
  1. Question: তাপমাত্রা-

    A
    পরিমাপের যন্ত্রের নাম ব্যারোমিটার

    B
    পরিমাপের যন্ত্রের নাম থার্মোমিটার

    C
    এর SI একক হচ্ছে কেলভিন

    Note: তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা যা নির্ধারণ করে ঐ বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে বস্তুটি তাপ হারাবে না গ্রহণ করবে। তাপীয় সংযোগ স্থাপন করলে উষ্ণতার বস্তু থেকে শীতলতার বস্তুতে তাপ প্রবাহিত হয় যতক্ষণ না উভয়ের তাপমাত্রা সমান হয়। যে বস্তুর তাপমাত্রা বেশি সে তাপ হারায় আর যে বস্তুর তাপমাত্রা কম সে তাপ গ্রহণ করে। এই তাপমাত্রা পরিমাপের একক সি.জিিএস. পদ্ধিতিতে ডিগ্রি সেলসিয়াস।
    1. Report
  2. Question: পারদ থার্মোমিটারে-

    A
    পারদ স্তম্ভের দৈর্ঘ্য তাপমিতিক ধর্ম

    B
    ধ্রুব আয়তনে পাত্রে রক্ষিত গ্যাসের চাপ পরিবর্তিত হয়

    C
    পারদ তাপমিতিক পদার্থ

    Note: Not available
    1. Report
  3. Question: গ্যাস থার্মোমিটারের ক্ষেত্রে ধ্রুব আয়তনের পাত্রে রক্ষিত-

    A
    গ্যাসকে তাপমাত্রিক ধর্ম বলে

    B
    গ্যাসকে তাপমাত্রিক পদার্থ বলে

    C
    গ্যাসের চাপকে তাপমাত্রিক ধর্ম বলে

    Note: Not available
    1. Report
  4. Question: `(Q_2-Q_1)^0=(Q_2-Q_1)k`এই সম্পর্ক থেকে বুঝা যায়-

    A
    কোনো বস্তুর তাপমাত্রা `1^0` বৃদ্ধি করলে আর কোনো বস্তুর তাপমাত্রা 1K বৃদ্ধি করলে একই অর্থ বহন করে

    B
    কোনো বস্তুর তাপমাত্রার পার্থক্য `40^0C` হলে বলা যায় ঐ বস্তুর তাপ মাত্রার পার্থক্য 40K

    C
    তাপমাত্রার পার্থক্য সেলসিয়াসে দেয়া থাকলে তা সরাসরি কেলভিনে নেয়া যায়

    Note: Not available
    1. Report
  5. Question: তাপমাত্রার ক্ষেত্রে-

    A
    সুপ্ততাপ তাপমাত্রার পরিবর্তন ঘটায় না

    B
    পানির ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273K ধরা হয়

    C
    দু’টি বস্তুর তাপমাত্রার পার্থক্য `100^0`কেলভিন স্কেলের পার্থক্য 100K হবে

    Note: Not available
    1. Report
  6. Question: হিমাংক বলতে বুঝায় প্রমান চাপে যে তাপমাত্রায়-

    A
    বিশুদ্ধ বরফ গলে পানি হয়

    B
    পানি জমে বরফ হয়

    C
    পানি ফুটে বাষ্প হয়

    Note: Not available
    1. Report
  7. Question: নিম্নস্থিরাঙ্ককে বলে-

    A
    হিমাঙ্ক

    B
    বরফ বিন্দু

    C
    বাষ্প বিন্দু

    Note: প্রমাণ চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ গলে পানি হয় অথবা বিশুদ্ধ পানি জমে বরফ হয় তাকে নিম্নস্থিরাঙ্ক বলে।
    1. Report
  8. Question: উর্ধ্বস্থিরাঙ্ককে বলে-

    A
    শিশিরাঙ্ক

    B
    বাষ্পবিন্দু

    C
    স্ফুটনাংক

    Note: Not available
    1. Report
  9. Question: তাপমাত্রার প্রচলিত স্কেলে নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে-

    A
    ফারেনহাৈইট স্কেলে `32^0`F

    B
    সেলসিয়াস স্কেলে `0^0`C

    C
    কেলভিন স্কেলে 273K

    Note: Not available
    1. Report
  10. Question: তাপমাত্রার প্রচলিত স্কেলে বাষ্পবিন্দু হচ্ছে-

    A
    সেলসিয়াস স্কেলে `100^0`F

    B
    ফারেনহাইট স্কেলে `212^0`F

    C
    কেলভিন স্কেলে 373 K

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd