বস্তুর উপর তাপের প্রভাব
 
  1. Question: মাটির আপেক্ষিক তাপ `800Jkg^(-1)K^(-1)` বলতে বুঝায়-

    A
    1kg মাটির তাপমাত্রা 1K বাড়াতে 800J তাপের প্রয়োজন

    B
    একক ভরের মাটির তাপধারণ ক্ষমতা `800JK^(-1)`

    C
    800kg মাটির তাপমাত্রা 1K বাড়াতে 1J তাপের প্রয়োজন

    Note: Not available
    1. Report
  2. Question: ক্যালরিমিতির মূলনীতি নির্দেশ করে-

    A
    গরম বস্তুর বর্জিত তাপ = ঠান্ডা বস্তুর গৃহীত তাপ

    B
    শক্তির সংরক্ষণ সূত্র

    C
    ভরবেগের সংরক্ষণ সূত্র

    Note: Not available
    1. Report
  3. Question: পদার্থের অবস্থার পরিবর্তনে কোনটির প্রভাব উল্লেখযোগ্য?

    A
    তাপ

    B
    চাপ

    C
    সময়

    D
    তাপমাত্রা ও চাপ

    Note: Not available
    1. Report
  4. Question: ক্যালরিমিতির মূলনীতির ক্ষেত্রে-

    A
    বেশি তাপমাত্রার বস্তুগুলো তাপ হারায় এবং কম তাপমাত্রা বস্তুগুলো তাপ গ্রহণ করে

    B
    তাপের গ্রহণ বা বর্জন বস্তুগুলোর তাপের পরিমাণের ওপর নির্ভর করে

    C
    বলা যায়, গৃহীত তাপ = বর্জিত তাপ

    Note: Not available
    1. Report
  5. Question: গলনাঙ্ক নির্ভর করে-

    A
    আর্দ্রতার ওপর

    B
    চাপের ওপর

    C
    পদার্থের প্রকৃতির ওপর

    Note: Not available
    1. Report
  6. Question: দুই টুকরা বরফ একত্রে ধীর ধীরে চাপ দিলে জোড়া লেগে যাওয়ার কারণ-

    A
    গলনাঙ্কের পরিবর্তন

    B
    এর বাষ্পীভবন

    C
    পুনঃশিলীভবন

    Note: Not available
    1. Report
  7. Question: দুইটি আইসক্রিমকে একত্রে ধীরে ধীরে চাপ দিলে জোড়া লেগে যায়। এই ঘটনার সাথে সংশ্লিষ্টতা রয়েছে-

    A
    চাপ প্রয়োগে গলনাঙ্কের পরিবর্তন

    B
    পুনঃশিলীভবন

    C
    বাষ্পীভবন

    Note: Not available
    1. Report
  8. Question: পিতলের পাত্রে পানি রাখলে তা ঠান্ডা হয় না কারণ-

    A
    ঐ পাত্রের গায়ে ছিদ্র থাকে না

    B
    বাষ্পায়নের কোনো সুযোগ সৃষ্টি হয় না

    C
    বাষ্পায়নের সুযোগ থাকে

    Note: Not available
    1. Report
  9. Question: সুপ্ততাপের মাধ্যমে-

    A
    বস্তুর তাপমাত্রা বৃদ্ধি হয়

    B
    বস্তুর অবস্থার পরিবর্তন হয়

    C
    বস্তুর অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি পায়

    Note: Not available
    1. Report
  10. Question: কোনো বস্তুর তাপমাত্রা গলনাঙ্কে পৌছে যাওয়ার পরে যত তাপই দেয়া হোক না কেন তাপমাত্রা আর বাড়ে না। কারণ-

    A
    এই তাপ আসলে বস্তুর অবস্থান্তর ঘটাতে কাজে লাগে

    B
    েএই তাপ আসলে পরিবেশে নষ্ট হয়ে যায়

    C
    এই তাপ বস্তুর অণুগুলোর বন্ধন ছিন্ন করতে প্রয়োজনীয় শক্তি প্রদান করে

    Note: Not available
    1. Report
Copyright © 2024. Powered by Intellect Software Ltd